ইক্তা ব্যবস্থার বিবর্তন আলোচনা করো। ইক্তা কী ? ইক্তা ব্যবস্থার বিবর্তন ইক্তা কী : সুলতানি যুগে ভারতের ভূমি রাজস্ব ব্যবস্থা ইক্তা নামে পরিচিত ছিল। ‘ইক্তা’ শব্দের অর্থ হল ‘এক অংশ’ বা ‘এক ভাগ’। ঐতিহাসিক ড. ইরফান হাবিবের মতে, “ইসলামের বিধান অনুসারে কৃষকের উৎপন্ন ফসলের উদ্বৃত্তের একাংশ কর হিসেবে গ্রহণ করা হয় এবং তা প্রাদেশিক মুসলিম শাসকদের মধ্যে বন্টন করা হয়। এই প্রথাকে ইক্তা প্রথা বলা হয়।” ইক্তা ব্যবস্থার উদ্দেশ্য : সুলতান ইলতুতমিস ভারতে ইক্তা ব্যবস্থার প্রচলন করেন। এই ব্যবস্থার উদ্দেশ্য ছিল মূলত : সুলতানি অধিকৃত অঞ্চলগুলির উপর কেন্দ্রীয় সরকারের কার্যকরী নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। সুলতানি সাম্রাজ্যের প্রসার ঘটানো। সাম্রাজ্যে রাজস্ব আদায়ের পরিমাণ বৃদ্ধি করা। আমির-ওমরাহদের সন্তুষ্ট করে সাম্রাজ্যে বিদ্রোহের আশঙ্কা দূর করা। ঐতিহাসিক কে.এ. নিজামি লিখেছেন, “ভারতের সামন্ততান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করার জন্য দিল্লির প্রথম দিকের তুর্কি সুলতানগন বিশেষ করে ইলতুৎমিস ইক্তা অস্ত্র হিসেবে ব্যবহার করেন।” ইক্তা ব্যবস্থার বৈশিষ্ট্য : ইক্তা ব্যবস্থাকে বিশ্লেষণ করলে এর কয়েকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লক্...