সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

ধর্মসংস্কার আন্দোলন লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

অগসবার্গের সন্ধির শর্তগুলো কী ছিল?

অগসবার্গের সন্ধির শর্তগুলো কী ছিল? অগসবার্গের সন্ধির শর্তগুলো কী ছিল? অগসবার্গের সন্ধি : ধর্মসংস্কার আন্দোলনের মধ্য দিয়ে ইউরোপ মূলত দুটি ধর্ম সম্প্রদায় বিভক্ত হয়ে যায়। একদিকে রোমান ক্যাথলিক সম্প্রদায়, অন্যদিকে ছিল প্রটেস্টান্টরা। ১৫৩০ সালেক্যাথলিক ধর্মাবলম্বী পঞ্চম চার্লস প্রটেস্টেন্ডের ক্যাথলিক চার্চ-এর কাছে আত্মসমর্পণ করার প্রস্তাব দেন। কিন্তু ১৫৩১ খ্রিস্টাব্দে ক্যাথলিক সম্রাট পঞ্চম চার্লসের বিরুদ্ধে প্রোটেস্টানরা রাজারা যুদ্ধ ঘোষণা করে। শেষ পর্যন্ত এই যুদ্ধে সম্রাট পঞ্চম চাল পরাজিত হন। এই প্রেক্ষাপটে ১৫৫৫ সালে প্রোটেস্ট্যান্ট রাজাদের সঙ্গে তিনি সন্ধি করতে বাধ্য হন। এই সন্ধি অগসবার্গের সন্ধি নামে পরিচিত। অগসবার্গের সন্ধির শর্ত : এই সন্ধির দ্বারা : প্রোটেস্ট্যান্ট চার্চ আইনগত বৈধতা লাভ করে,  রাজার ধর্ম প্রচার ধর্ম বলে স্বীকৃত হয়,  বলা হয়, প্রচেস্ট অ্যান্ড চার্চের বিষয় ও অ্যাওয়ার্ড এবং প্রটেস্ট্যান্ট প্রজাদের উপর কোন অত্যাচার করা হবে না। যেসব প্রজা রাজার ধর্ম ধর্মকে নিজের ধর্ম বলে মেনে নেবে না তাদের দেশ ত্যাগ করার সুযোগ দিতে হবে। যেকোনো ধর্মীয় বিরোধ আলাপ আলোচনার মাধ...

ধর্মসংস্কার আন্দোলনের ফলাফল

ধর্মসংস্কার আন্দোলনের ফলাফল কী হয়েছিল? ধর্মসংস্কার আন্দোলনের ফলাফল ধর্ম সংস্কার আন্দোলনের প্রভাব ধর্মসংস্কার আন্দোলন ইউরোপের বিভিন্ন দেশে এক ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। এই আন্দোলনের ফলাফল হয়েছিল সুদূরপ্রসারী।  ইউরোপের ধর্মীয়, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতি ইত্যাদি ক্ষেত্রে ধর্মসংস্কার আন্দোলনের গভীর প্রভাব পড়েছিল। ধর্মসংস্কার আন্দোলনের ধর্মীয় প্রভাব : খ্রিস্টান জগতের বিভাজন :   ধর্মসংস্কার আন্দোলনের ফলে খ্রিস্টান ধর্মের ঐক্য বিনষ্ট হয় এবং প্রোটেস্ট্যান্ট ও ক্যাথলিক নামে দুটি পৃথক ধর্ম সম্প্রদায়ের সৃষ্টি হয়। পোপের প্রাধান্য নষ্ট হয় : এই আন্দোলনের ফলে ইউরোপ তথা বিশ্বে ক্যাথলিক চার্চ ও পোপতন্ত্রের একক প্রাধান্য নষ্ট হয়। ফলে, বিশ্বজনীন চার্চ-ব্যবস্থার পতন ঘটে। প্রতি-ধর্মসংস্কার আন্দোলনের সূচনা : ধর্মসংস্কার আন্দোলনের প্রভাবে প্রটেস্ট্যান্ট ধর্মমতের ক্রমবর্ধমান জনপ্রিয়তাকে রুখে দিয়ে ক্যাথলিক ধর্মের জনপ্রিয়তা বৃদ্ধির উদ্দেশ্যে প্রতি-সংস্কার আন্দোলন শুরু হয়। বিভিন্ন মতবাদের সৃষ্টি হয় : ধর্মসংস্কার আন্দোলনের ফলে ইউরোপে লুথারবাদ, কেলভিনবাদ, অ্যানাব্যাপটিস্টব...

ধর্মসংস্কার আন্দোলনে জন ওয়াইক্লিফের অবদান

ধর্মসংস্কার আন্দোলনে জন ওয়াইক্লিফের অবদান কী ছিল? ধর্মসংস্কার আন্দোলনে জন ওয়াইক্লিফের অবদান অধ্যাপক জন ওয়াইক্লিফ ছিলেন ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। চতুর্দশ শতকের মাঝামাঝি সময়ে তিনিই প্রথম ক্যাথলিক চার্চ ও পোপতন্ত্রের দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। আর এ কারণে তিনি ‘ ধর্মসংস্কার আন্দোলনের শুকতারা’ নামে পরিচিতি লাভ করেন। ইংল্যান্ড তথা ইউরোপের ধর্মসংস্কার আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।  যাজকের বিরোধিতা : জন ওয়াইক্লিফ বলেন, প্রতিটি মানুষই ঈশ্বরের কাছে সমান। তাই ঈশ্বর ও মানুষের মধ্যে একটি স্বাভাবিক সম্পর্ক আছে। এবং সে কারণেই ঈশ্বরের কাছে প্রার্থনার জন্য যাজকের কোন প্রয়োজন নেই। মানুষ নিজে নিজেই ঈশ্বরের কাছে প্রার্থনা করতে পারে।  বাইবেলের অনুবাদ : তিনি নিজে একজন ধর্মযাজক হয়েও পোপ ও যাজকদের দুর্নীতি , অর্থলোলুপতা , আড়ম্বরপ্রিয়তা এবং নৈতিক অধঃপতনের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। তাঁর বক্তব্যের সমর্থনে তিনি ইংরেজি ভাষায় বাইবেল অনুবাদ করে তা জনসাধারণের মধ্যে প্রচারের ব্যবস্থা করেছিলেন। ফলে সাধারণ মানুষ খ্রিস্টান ধর্মের মূল নীতি সম্পর্কে জানত...

ধর্মসংস্কার আন্দোলনের পটভূমি

ধর্মসংস্কার আন্দোলনের পটভূমি আলোচনা করো। ধর্মসংস্কার আন্দোলনের পটভূমি খ্রিস্টীয় ষোড়শ শতকে ইউরোপে প্রচলিত পোপতন্ত্র এবং রোমান ক্যাথলিক চার্চের কুসংস্কার, অন্ধবিশ্বাস, দুর্নীতি, অনাচার ও স্বৈরাচারের বিরুদ্ধে এক তীব্র সংস্কার আন্দোলন শুরু হয়। খ্রিষ্টান ক্যাথলিক চার্চ-বিরোধী এই আন্দোলন ‘ ধর্মসংস্কার আন্দোলন ’ নামে পরিচিত। কোন কোন ঐতিহাসিক এই ঘটনাকে ‘ ধর্মবিপ্লব’ বলেও অভিহিত করেছেন। ধর্মসংস্কার আন্দোলনের পটভূমি : কোন একটি নির্দিষ্ট কারণে ধর্মসংস্কার আন্দোলনের সূচনা হয়নি। এর পিছনে ছিল বিভিন্ন রকমের আর্থ-সামাজিক , সাংস্কৃতিক ও রাজনৈতিক কারণ। ১) নবজাগরণের প্রভাব : খ্রিস্টীয় পঞ্চদশ শতকের  ইউরোপে, বিশেষ করে ইতালিকে কেন্দ্র করে, ইউরোপীয় চিন্তা-জগতে ‘ নবজাগরণ ’ ঘটে। ফলে মানুষ যুক্তিবাদী হয়ে ওঠে। এই যুক্তিবাদী মানুষের মধ্যে স্বাধীনচিন্তা, সমালোচনামূলক মনোভাব, ব্যক্তি স্বাধীনতা ইত্যাদি গড়ে ওঠায় তারা গির্জার দুর্নীতি , অনাচার ও স্বৈরাচারী মনোভাব- এর   বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস পায়।  ২) স্কুলমেন দর্শনের প্রভাব : ইউরোপে একাদশ দ্বাদশ শতকে খ্রিস্টানধর্মকে যুক্তি-তর...