ধর্মসংস্কার আন্দোলন কী? ইউরোপীয় ধর্মসংস্কার আন্দোলন কী? খ্রিস্টধর্মের প্রবর্তক যীশুখ্রীষ্টের হাত ধরেই রোমান ক্যাথোলিক চার্চের প্রতিষ্ঠা হয়েছিল। এই চার্চের প্রধান হলেন পোপ। এবং তিনিই খ্রিস্টান ধর্মের প্রধান ধর্মগুরু। পোপকে কেন্দ্র করে পরিচালিত ক্যাথলিক চার্চ এবং তার ব্যবস্থাপানাকে এক কথায় বলা হয় পোপতন্ত্র । মধ্যযুগের শেষ দিকে, খ্রিস্টীয় ষোড়শ শতকে, পোপতন্ত্র অত্যন্ত দুর্নীতি , অনাচার ও কুসংস্কারে ভরে ওঠে। চার্চের যাজকেরা স্বৈরাচারী মনোভাব নিয়ে সাধারণ মানুষের উপর বিভিন্নভাবে শোষণ ও নির্যাতন চালাতে থাকে। যে সংস্থা সাধারণ মানুষের আধ্যাত্মিক মঙ্গলের উদ্দেশ্যে তার কার্যকলাপ পরিচালনা করতো, তা ক্রমে হয়ে ওঠে অমঙ্গলের প্রতীক। এমত অবস্থায়, ১৫ শতকে নবজাগরণের প্রভাবে ইউরোপের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক জীবনে পরিবর্তনের সাথে সাথে ধর্মীয় জীবনেও এক বিরাট পরিবর্তন আসে। এই সময়ে মানুষের মধ্যে যুক্তিবাদী চিন্তাভাবনার প্রসার ঘটলে তাদের চিন্তাজগতে আলোড়ন সৃষ্টি হয়। এর ফলে সাধারণ মানুষ ক্রমে চার্চ ও যাজকদের দুর্নীতি সম্পর্কে অবহিত হয়ে ওঠে। এবং এ কারণে তারা চার্চের সংস্কার ও সংশ...
নবম শ্রেণি । দশম শ্রেণি । একাদশ শ্রেণি । দ্বাদশ শ্রেণি । বিএ (পাস ও অনার্স) । মকটেস্ট । QUESTION BANK
একাদশ শ্রেণির ইতিহাস : প্রশ্ন ও উত্তর