সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

জিয়াউদ্দিন বরনি লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

জিয়াউদ্দিন বারনি কে ছিলেন?

জিয়াউদ্দিন বারনি কে ছিলেন? জিয়াউদ্দিন বারনি কে ছিলেন? জিয়াউদ্দিন বারনি ছিলেন সুলতানি যুগের একজন সর্বশ্রেষ্ঠ ঐতিহাসিক ও রাষ্ট্রচিন্তাবিদ। তুর্কিস্তানের এক অভিজাত পরিবারে তাঁর জন্ম হয় ১২৮৫ খ্রিস্টাব্দে। এই পরিবার তিন প্রজন্ম ধরে সুলতানি শাসকদের অধীনে কর্মরত ছিলেন। জিয়াউদ্দিন বারানি নিজে মোহাম্মদ বিন তুঘলক ও ফিরোজ শাহ তুঘলকের সভাসদ ও নাদিম হিসেবে পদে অধিষ্ঠিত ছিলেন। তবে তিনি সবচেয়ে খ্যাতি অর্জন করেছেন সুলতানি যুগের একজন প্রখ্যাত ঐতিহাসিক ও রাষ্ট্রচিন্তাবিদ হিসাবে। তার লেখা, ‘ তারিখ-ই ফিরোজশাহী’ এবং ‘ ফতোয়া ই জাহান্দারি’ গ্রন্থ দুটি তৎকালীন ভারতের ইতিহাস রচনায় গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে ব্যবহৃত হয়। এই গন্ধ দুটি থেকে সুলতানি আমলের রাজনৈতিক ঘটনা ও শাসননীতির বিস্তারিত বিবরণ পাওয়া যায়। তারিখ ই ফিরোজশাহী গ্রন্থে বরণী সুলতানদের নীতি ও চরিত্রের বিচার করেছেন। এবং ফাতওয়া ই জাহান্দারী গ্রন্থে রাষ্ট্রনীতি এবং সুলতানি রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে তার অভিমত ব্যক্ত করেছেন। তার এই বিবরণ অনুযায়ী সুলতানি যুগের রাষ্ট্র ব্যবস্থার প্রকৃতি ছিল জাহান্দারী অর্থাৎ ধর্মনিরপেক্ষ। ---------xx--------