সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

অষ্টম হেনরি লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

অষ্টম হেনরি কে ছিলেন?

অষ্টম হেনরি কে ছিলেন? অষ্টম হেনরি কে ছিলেন? অষ্টম হেনরি হলেন ইংল্যান্ডের টিউটর বংশের দ্বিতীয় রাজা। ১৫০৯ সালে পিতা সপ্তম হেনরির মৃত্যুর পর তিনি ইংল্যান্ডের সিংহাসনে বসেন। তাঁর আমলে টিউডর রাজতন্ত্র একটি শক্তিশালী রাজতন্ত্রে পরিণত হয়। আর এজন্যে তাঁকে নতুন রাজতন্ত্রের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। অষ্টম হেনরি তাঁর উপদেষ্টা মন্ত্রী টমাস ক্রমওয়েলকে দিয়ে ইংল্যান্ডের শাসন ও ধর্ম ব্যবস্থায় বেশ কিছু যুগান্তকারী সংস্কার সাধন করেন। অ্যাক্ট অফ অ্যানেটস, অ্যাক্ট অফ অ্যাপিলস, অ্যাক্ট অফ সাকসেশন, অ্যাক্ট অফ সুপ্রিমেসি, ট্ৰিজন, অ্যাক্ট অফ প্লুরালিটিস ইত্যাদি আইনের মাধ্যমে তিনি এই সংস্কার কার্যকর করেন। তাঁর এই সংস্কারের ফলে ইংল্যান্ডের আধুনিক শাসনতান্ত্রিক কাঠামোর বিকাশ ঘটে। এই শাসনতান্ত্রিক কাঠামোর একদিকে ছিল ইংল্যান্ডের রাজার ক্ষমতা বৃদ্ধি পাওয়া, অপরদিকে ছিল পার্লামেন্টকে বিভিন্ন অধিকার দেওয়া হয় ঘটনা। এভাবে অষ্টম হেনরির শাসনতান্ত্রিক ক্ষেত্রে ভারসাম্য প্রতিষ্ঠিত হয়। --------xx------- বিকল্প প্রশ্ন সমূহ : কাকে কেন নতুন রাজতন্ত্রের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়? কোন কোন আইনের মাধ্যমে নতুন রাজতন্ত্রকে শ...