প্রাচীন প্রস্তর যুগ বলতে কী বোঝ? এর বৈশিষ্ঠ লেখো। প্রাচীন প্রস্তর যুগ প্রাচীন পাথরের যুগ বলতে মানব সভ্যতার বিবর্তনের ধরার এমন এক পর্যায়কে বোঝানো হয়, যেখানে মানুষ জীবন ও জীবিকার তাগিদে হাতিয়ার হিসাবে প্রধানত পাথরকেই প্রধান অস্ত্র হিসাবে ব্যবহার শুরু করে। তবে গাছের ডাল, কাঠের টুকরো, এমনকী মৃত প্রাণীর হাড়ও হাতিয়ার হিসাবে ব্যবহার করা হত। প্রাচীন প্রস্তর যুগের বৈশিষ্ট্য : ১) মানুষের ব্যবহৃত পাথরের হাতিয়ারগুলো একেবারেই প্রাথমিক পর্যায়ে ছিল, অর্থাৎ আকারে বড় এবং ভোঁতা। ২) অস্ত্রের মধ্যে উল্লেখযোগ্য ছিল মুগুর, কুঠার, বর্শা, হারপুন, ধনুরবান ইত্যাদি, ৩) জীবিকা ছিল শিকার ও খাদ্য সংগ্রহ, এবং ৪) জীবনযাপন ছিল যাযাবর প্রকৃতির বিকল্প প্রশ্ন : ১) প্রাচীন পাথরের যুগ কাকে বলে? ২) Pala eolithic Age বলতে কী বোঝো? ৩) পুরাপ্রস্তর যুগ কী? এর বৈশিষ্ট্য লেখ। এই ধরণের আরও প্রশ্ন ও উত্তর পেতে এখানে ক্লিক করো ।