ভক্তিবাদ কী? ভক্তিবাদের মূলকথা কী?
ভক্তিবাদ কী? ভক্তিবাদের মূলকথা কী? |
What is Bhaktiism? What is the essence of Bhaktiism?
ভক্তিবাদ কী?
‘ভক্তিবাদ’ কথাটি এসেছে ‘ভক্তি’ শব্দ থেকে। আর ‘ভক্তি’ শব্দটি এসেছে সংস্কৃত ‘ভজ্’ ধাতু থেকে, যার অর্থ ‘ভজনা’ বা ‘নামগান’। আসলে, ভক্তি হল ভক্তের হৃদয়জাত এক সূক্ষ্ম ধর্মীয় অনুভূতি বা ভাবাবেগ, যেখান থেকে ঈশ্বরের প্রতি নিঃস্বার্থ আত্মসমর্পণ ও ঐকান্তিক ঈশ্বরপ্রেম জন্ম নেয়, এবং ভজনা বা নামগানের মাধ্যমে তা ঈশ্বরের কাছে পৌঁছায়।
ত্রয়োদশ থেকে পঞ্চদশ শতকে (মধ্যযুগে) ভারতে একশ্রেণির মানবতাবাদী সাধকের জন্ম হয়, যারা হিন্দুধর্মের গোড়ামী, রক্ষণশীলতা, অস্পৃশ্যতা ও জাতিভেদের বিরুদ্ধে এবং মানুষের ইহলৌকিক মুক্তি লাভের উদ্দেশ্যে, ভারতীয় সমাজজীবনে মানবপ্রেম ও ভক্তি বা ভজনার মাধ্যমে ঈশ্বর লাভের বিধান দিয়ে যে ধর্মীয় আলোড়ন তুলেছিলেন তাকে ‘ভক্তি আন্দোলন’ বলা হয়। আর এই আন্দোলনকারীদের অনুসৃত পথ ও মতই হল ‘ভক্তিবাদ’।
ভক্তি বাদের মূলকথা :
ভক্তিবাদের মূলকথা (স্বরূপ) হল :
- ঈশ্বর এক ও অভিন্ন,
- সকল জীবের মধ্যেই ব্রহ্ম বা পরমাত্মা বিরাজ করে,
- ভক্তিই মুক্তির একমাত্র পথ। তাই অপার প্রেম ও ভক্তি সহকারে ঈশ্বরকে ভজনা করলেই (ডাকলেই) তাঁর সান্নিধ্য লাভ করা যায়।
- সামাজিক কুসংস্কার, জাতিভেদ প্রথা ও লিঙ্গ বৈষম্য দূর করে মানুষের মধ্যে সাম্য প্রতিষ্ঠা করা।
- ব্রাহ্মণ্য ধর্মের কঠোর ধর্মীয় আচরণবিধি, অর্থহীন উপাচার ও মূর্তি পূজা সম্পূর্ণ অপ্রয়োজনীয়।
এককথায়, ভক্তিবাদের মূলকথা হল — অন্তরের পবিত্রতা, ঈশ্বরের প্রতি ঐকান্তিক ভক্তি, সৎকর্ম, সদাচরণ, জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন এবং এক ঈশ্বরের বিশ্বাস।
------------xx-----------
এই প্রশ্নটি ঘুরিয়ে যেভাবে আসতে পারে :
- ‘ভক্তিবাদ’ বলতে কী বোঝো? ভক্তিবাদের মূল কথা কী?
- ভক্তিবাদের উৎপত্তি ব্যাখ্যা করো। ভক্তিবাদের স্বরূপ ব্যাখ্যা করো।
- ভক্তি কী? মধ্যযুগে কীভাবে ভক্তিবাদের প্রসার ঘটে।
- ‘ভক্তি আন্দোলন’ বলতে কী বোঝো? এ প্রসঙ্গে ভক্তিবাদের মূল কথা সংক্ষেপে লেখো।
- ভক্তিবাদের স্বরূপ নির্ণয় করো।
ভক্তি আন্দোলন সম্পর্কে অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্ন :
- ‘ভক্তিবাদ’ গড়ে ওঠার কারণ কী?
- ভক্তিসাধক হিসেবে গুরু নানকের অবদান সংক্ষেপে লেখো।
- ভক্তি সাধক হিসেবে শ্রীচৈতন্যদেবের অবদান কী ছিল?
- ভক্তিবাদের গুরুত্ব লেখো।
- ভক্তিবাদ ব্যর্থ হয়েছিল কেন? অথবা, ভক্তিবাদ কতটা সফল হয়েছিল?
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন