প্রাচীন গ্রিসে নগররাষ্ট্র গড়ে ওঠার কারণ বা পটভূমি
Describe-the-reasons-or-background-for-the-development-of-city-states-in-ancient-Greeceপলিস শব্দের অর্থ 'নগররাষ্ট্র'। খ্রিষ্টপূর্ব পঞ্চম থেকে ষষ্ঠ শতকে মধ্যবর্তী সময়ে গ্রিসে প্রায় ১৫০০ টি ছোট ছোট রাষ্ট্র বা সিটি স্টেট গড়ে ওঠে। এগুলির যাবতীয় কাজকর্মে নাগরিকরাই প্রত্যক্ষভাবে অংশ গ্ৰহণ করত। এই ছোট রাষ্ট্রগুলো পলিস বা নগর-রাষ্ট্র নামে পরিচিত। যেমন - এথেন্স, স্পার্টা ইত্যাদি।
নগররাষ্ট্র গড়ে ওঠার কারণ বা পটভূমি
প্রাচীন গ্রিসে নগররাষ্ট্র গড়ে ওঠার পটভূমি বিশ্লেষণ করলেই নগররাষ্ট্র গড়ে ওঠার কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ সামনে আসে।
১) বৈদেশিক আক্রমণ ও অক্টোপলিস :
আনুমানিক ১০০০ খ্রীষ্টপূর্বাব্দে গ্রীকরা বৈদেশিক আক্রমণের ভয়ে গ্রিসের বিভিন্ন পাহাড়ের শিখরে শক্তিশালী কেন্দ্র গড়ে তোলে। এগুলো 'অক্টোপলিস' নামে পরিচিত। এই অক্টোপলিসকে কেন্দ্র করে ক্রমশ নগর গড়ে ওঠে এবং এই নগরকে কেন্দ্র করে পরবর্তীকালে নগররাষ্ট্র বা পলিস গঠনের প্রক্রিয়া শুরু হয়।
২) স্থানীয় বাজার :
আস্তে আস্তে এই 'অক্টোপলিস'গুলোর কাছেই স্থানীয় বাজার গড়ে উঠতে থাকে। এই বাজারগুলো ক্রমে স্থানীয় মানুষের মেলামেশা ও ভাব বিনিময়ের কেন্দ্রে পরিণত হয়। মানুষের মেলামেশার কেন্দ্র হিসেবে এই বাজারগুলোই ক্রমশ নগরে পরিণত হয়, যা নগররাষ্ট্রের পটভূমি হিসেবে কাজ করে।
৩) ভৌগোলিক বিচ্ছিন্নতা :
প্রাচীন গ্রিসের ভূখণ্ড বিভিন্ন ছোট ছোট সাগর ও পাহার-পর্বত দিয়ে বিচ্ছিন্ন ছিল। গ্রিসের এই ভৌগোলিক বিচ্ছিন্নতা তাদের অধিবাসিদের ছোট ছোট স্বাধীন ও স্বশাসিত নগররাষ্ট্র গড়ে তুলতে উৎসাহিত করে।
৪) অর্থনৈতিক বিচ্ছিন্নতা :
প্রাচীন গ্রিসের এই ভৌগোলিক বিচ্ছিন্নতার কারণে এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে পণ্য পরিবহণে সমস্যা দেখা দিত। ফলে তারা স্থানীয়ভাবে স্বয়ংসম্পূর্ণ অর্থনীতি গড়ে তুলতে উৎসাহিত হয়ে ওঠে। এই অর্থনৈতিক বিচ্ছিন্নতাও তাদের মধ্যে ছোট ছোট নগররাষ্ট্র বা পলিস গড়ে তুলতে উৎসাহিত করে।
৫) দার্শনিকদের মনোভাব :
ক্ষুদ্র আয়তনের পলিস বা নগররাষ্ট্র গড়ে তোলার ক্ষেত্রে গ্রিক জনগণ ও দার্শনিকদের মানসিকতা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল বলে অনেকে মনে করেন। ক্ষুদ্রত্বকে তারা রাষ্ট্রের অন্যতম গুণ বলে মনে করত। ফলে রাষ্ট্র গঠনের শুরু থেকেই তারা এই ধরণের নগররাষ্ট্র বা পলিস গড়ে তোলার ক্ষেত্রে বিশেষ আগ্রহী ছিল।
মূলত এই ধরণের ভৌগোলিক ও মানসিক গঠনের কারণেই প্রাচীন গ্রিসে নগররাষ্ট্র গড়ে তোলার পটভূমি প্রস্তুত হয়েছিল বলে ঐতিহাসিকরা মনে করেন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন