জ্যোতির্বিজ্ঞান বলতে কী বোঝো? জ্যোতির্বিজ্ঞান বলতে কী বোঝো? প্রাচীনকাল থেকেই মহাকাশ সম্পর্কে মানুষের অসীম আগ্রহ ও কৌতূহল ছিল। মহাকাশ জুড়ে বিস্তৃত জ্যোতিষ্কগুলি নিয়ে প্রাচীন পৃথিবীতে দুই ধরনের বিষয়ের চর্চা হত। একটি হল জ্যোতিষশাস্ত্র বা অ্যাস্ট্রলজি (Astrology) এবং দ্বিতীয়টি হল জ্যোতির্বিজ্ঞান বা অ্যাস্ট্রোনমি(Astronomy)। জ্যোতির্বিজ্ঞান কী : জ্যোতির্বিজ্ঞান বা অ্যাস্ট্রোনমি (Astronomy) এই ইংরেজি কথাটি এসেছে দুটি গ্রিক শব্দ যুক্ত হয়ে। একটি হল Astron, যার অর্থ জ্যোতিষ্ক। অন্যটি হল Nomos, যার অর্থ বিন্যাস। সুতরাং জ্যোতির্বিজ্ঞান হল প্রাকৃতিক বিজ্ঞানের সেই শাখা, যা বিশ্বব্রহ্মাণ্ডের অন্তর্ভুক্ত গ্রহ-নক্ষত্র সহ সমস্ত জ্যোতিষ্ক মন্ডলের গতিপ্রকৃতি নিয়ে যুক্তিবিজ্ঞান মেনে ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে বিচার বিশ্লেষণ করে এবং সে সম্পর্কে প্রকৃত সত্য উপলব্ধির চেষ্টা করে। মনে রাখতে হবে, মূলত ইউরোপীয় নবজাগরণের সময় থেকে জ্যোতিষশাস্ত্র এবং জ্যোতির্বিজ্ঞান দুটি স্বতন্ত্র বিষয় হিসেবে পরিচিতি পেতে থাকে। সপ্তদশ শতকের শেষ থেকে অষ্টাদশ শতকের প্রথম অর্ধের মধ্যে মানুষের কাছে স্পষ্ট হয়ে ওঠে যে, জ্যোতিষশাস...
নবম শ্রেণি । দশম শ্রেণি । একাদশ শ্রেণি । দ্বাদশ শ্রেণি । বিএ (পাস ও অনার্স) । মকটেস্ট । QUESTION BANK
একাদশ শ্রেণির ইতিহাস : প্রশ্ন ও উত্তর