সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

নবজাগরণ লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

মানবতাবাদ বলতে কী বোঝায়?

‘মানবতাবাদ’ বলতে কী বোঝায়? মানবতাবাদ বলতে কী বোঝায়? ‘হিউম্যানিজম’ বা ‘মানবতাবাদ’ কথাটি এসেছে ‘Humanitas’ নামক একটি ল্যাটিন শব্দ থেকে, যার অর্থ ‘ মানব প্রকৃতি, সভ্যতা এবং দয়া ’। আবার এই ল্যাটিন শব্দটি এসেছে ‘Hūmanus’ থেকে, যার অর্থ ‘মানুষ’। অর্থাৎ ‘মানবতাবাদ’ কথাটির মধ্যে রয়েছে মানবপ্রেম বা মানুষের কল্যাণের আকাঙ্ক্ষা। পঞ্চদশ শতকে ইউরোপীয় নবজাগরণের প্রভাবে একদল মানুষ ধর্ম, ও ধর্মীয় বিষয়কে প্রত্যাখ্যান করে মানুষের দৈনন্দিন জীবনের সুখ-দুঃখ, হাসি কান্না প্রভৃতি বিষয়কে মূলধন করে তাঁরা তাঁদের সৃষ্টি-কর্মে মেতে ওঠেন। আর্থ-সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে জন্মদেন নতুন নতুন মানবহিতৈষী দর্শনের। মানবকল্যাণকে কেন্দ্রে রেখে গড়ে ওঠা এই দর্শন ‘ মানবতাবাদ ’ নামে পরিচিত। সুতরাং নবজাগরণের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল এই মানবতাবাদ, যা আধুনিক যুগের অন্যতম প্রধান ভিত্তি বা শর্ত। আর মানবতাবাদের মূল কথা (বৈশিষ্ট্য) হল : পার্থিব জগতের কেন্দ্রবিন্দুতে চলে আসেন মানুষ। তাই মানুষের সুখ-স্বাচ্ছন্দ ও গুণাবলী বিকাশের উপর জোর দেওয়ার কথা বলা হয়।  মানুষকে দেওয়া হয় সর্বোচ্চ মর্যাদা , যা তার প্রা...

নবজাগরণের নেতিবাচক প্রভাব কী ছিল?

নবজাগরণের নেতিবাচক প্রভাব কী ছিল? নবজাগরণের নেতিবাচক প্রভাব কী ছিল? রেনেসাঁস বা নবজাগরণের ইতিবাচক ফলাফলের সাথে কিছু নেতিবাচক প্রভাবও লক্ষ্য করা যায়। অনেক ক্ষেত্রেই তা অর্থ-সামাজিক বৈষম্য ও রাজনৈতিক অস্থিরতা তৈরি করেছে। সামাজিক বৈষম্য সৃষ্টি হয় : নবজাগরণের প্রভাবে ইউরোপীয় সমাজে অভিজাত শ্রেণীর প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পেলেও দরিদ্র শ্রেণীর মানুষের জন্য সার্বিক সামাজিক উন্নয়ন সম্ভব হয়নি। অর্থনৈতিক বৈষম্য বাড়ে : নবজাগরণের প্রভাবে শিল্প বাণিজ্যের ব্যাপক উন্নতি ঘটলে সহরাঞ্চলের সম্পদের কেন্দ্রীভবন  ঘটে। ফলে গ্রামীণ কৃষকদের আর্থিক অবস্থার অবনতি ঘটে। নৈতিক অবক্ষয় শুরু হয় : নবজাগরণের সূত্র ধরে ধর্ম সংস্কার আন্দোলন মানুষের মধ্যে ধর্মের প্রতি অনাস্থা তৈরি করে।  ফলে মানুষ ধর্মীয় নৈতিকতা থেকে দূরে সরে যায় এবং সমাজে নৈতিক অবক্ষয় শুরু হয়। ধর্ম ও বিজ্ঞানের মধ্যে সংঘাত বাধে : নবজাগরণের প্রভাবে মানুষের মধ্যে বিজ্ঞান চেতনার প্রসার ঘটলে ধর্মীয় প্রতিষ্ঠানগুলি তার বিরোধিতা করে। উভয়ের মধ্যে সংঘাত তৈরি হয় এবং বিজ্ঞান গবেষণা বাধাপ্রাপ্ত হয়। রাজনৈতিক অস্থিরতা ও সংঘর্ষ : নবজাগরণকে কে...

নবজাগরণের ইতিবাচক প্রভাব কী ছিল?

নবজাগরণের ইতিবাচক প্রভাব কী ছিল? নবজাগরণের ইতিবাচক প্রভাব কী ছিল? পঞ্চদশ শতকের ইতালির নবজাগরণ সমকালীন ইউরোপীয় সাহিত্য, শিল্পকলা, ইতিহাস, বিজ্ঞান, দর্শন ও সমাজ-সংস্কৃতিতে যুগান্তকারী পরিবর্তন এনেছিল। এই পরিবর্তন দু'ভাবে পরিলক্ষিত হয় - ইতিবাচক এবং নেতিবাচক । নবজাগরণের ইতিবাচক প্রভাব : নবজাগরণের ইতিবাচক প্রভাবগুলো হল : ইতিহাসচর্চায় প্রভাব : নবজাগরণের প্রভাবে ইতিহাস চর্চায় ধর্মনিরপেক্ষ ও মানবতাবাদী দৃষ্টিভঙ্গির উদ্ভব হয়। এই নতুন ইতিহাস দর্শনের প্রবক্তা ছিলেন লিওনার্দো ব্রোনি, ফ্রানচেথকো গুইচিয়ারদিনি ও ফ্ল্যাবিও বিয়োন্দ। সাহিত্যচর্চায় প্রভাব : এতদিন ইউরোপে শুধুমাত্র গ্রিক, রোমান ও ল্যাটিন ভাষার চর্চা হত। কিন্তু নবজাগরণের কল্যাণে মাতৃভাষায় সাহিত্যচর্চা শুরু হয়। সাহিত্যের বিষয় হিসেবে ঈশ্বর বন্দনার জায়গায় মানুষের দৈনন্দিন জীবনের সুখ-দুঃখ, চাওয়া-পাওয়া বিষয় হিসাবে গুরুত্ব পায়। দান্তে আলীগিরি, ফ্রান্সিস্কো পেত্রার্ক, জিওভান্নি বোকাচ্চিও, জিওফ্রে চসার, এডমান্ড স্পেন্সার, উইলিয়াম শেক্সপিয়ার প্রমুখ সাহিত্যিক এই পর্বে মাতৃভাষায় সাহিত্যচর্চা করে খ্যাতি লাভ করেন। শিল্পকলায় প্রভাব...

ইউরোপীয় নবজাগরণ বলতে কী বোঝো?

ইউরোপীয় নবজাগরণ বলতে কী বোঝো? নবজাগরণের বৈশিষ্ট্য লেখো। ইউরোপীয় নবজাগরণ বলতে কী বোঝো? ‘ রেনেসাঁ ’ শব্দের অর্থ হলো ‘ নবজাগরণ ’। পঞ্চদশ শতকের ইউরোপে গ্রিক ও ল্যাতিন ভাষা ও সংস্কৃতির প্রভাবে সেখানকার সাহিত্য, ললিতকলা, জ্ঞান-বিজ্ঞান ও দর্শন সহ নানান ক্ষেত্রে এক বৈপ্লবিক পরিবর্তন আসে। ইউরোপীয় ভাবজগতে জন্ম হয় এক নতুন চেতনার। এই নতুন চেতনার আলোকে ইউরোপের সমাজ ও রাষ্ট্রীয় জীবনে যে বৈপ্লবিক পরিবর্তন আসে, তা এক কথায় ‘ রেনেসাঁ’ বা ‘ নবজাগরণ ’ নামে পরিচিত। প্রকৃতপক্ষে, এই সময় ইউরোপীয় চিন্তা ও চেতনার জগতে এক উদারনৈতিক, ধর্মনিরপেক্ষ ও যুক্তিবাদী ভাবধারার বিকাশ ঘটে। এই নতুন ভাবধারাই ইউরোপের ইতিহাসে রেনেসাঁ বা নবজাগরণ বা নবজাগৃতি নামে খ্যাতি লাভ করেছে। প্রসঙ্গত উল্লেখ্য, ইউরোপীয় নবজাগরণকে বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন পর্যায়ে বিভক্ত করেছেন। এই পর্যায়েগুলির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য দুটি পর্যায় হল : ১) খ্রিস্টীয় দ্বাদশ শতকের নবজাগরণ এবং  ২) খ্রিস্টীয় পঞ্চমদশ শতকের নবজাগরণ। তবে অধিকাংশ ঐতিহাসিকদের মতে, আধুনিক অর্থে নবজাগরণ হল, ইতালীর ফ্লোরেন্স নগরীকে কেন্দ্র করে পঞ্চদশ শতকের মাঝামাঝি য...