‘মানবতাবাদ’ বলতে কী বোঝায়? মানবতাবাদ বলতে কী বোঝায়? ‘হিউম্যানিজম’ বা ‘মানবতাবাদ’ কথাটি এসেছে ‘Humanitas’ নামক একটি ল্যাটিন শব্দ থেকে, যার অর্থ ‘ মানব প্রকৃতি, সভ্যতা এবং দয়া ’। আবার এই ল্যাটিন শব্দটি এসেছে ‘Hūmanus’ থেকে, যার অর্থ ‘মানুষ’। অর্থাৎ ‘মানবতাবাদ’ কথাটির মধ্যে রয়েছে মানবপ্রেম বা মানুষের কল্যাণের আকাঙ্ক্ষা। পঞ্চদশ শতকে ইউরোপীয় নবজাগরণের প্রভাবে একদল মানুষ ধর্ম, ও ধর্মীয় বিষয়কে প্রত্যাখ্যান করে মানুষের দৈনন্দিন জীবনের সুখ-দুঃখ, হাসি কান্না প্রভৃতি বিষয়কে মূলধন করে তাঁরা তাঁদের সৃষ্টি-কর্মে মেতে ওঠেন। আর্থ-সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে জন্মদেন নতুন নতুন মানবহিতৈষী দর্শনের। মানবকল্যাণকে কেন্দ্রে রেখে গড়ে ওঠা এই দর্শন ‘ মানবতাবাদ ’ নামে পরিচিত। সুতরাং নবজাগরণের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল এই মানবতাবাদ, যা আধুনিক যুগের অন্যতম প্রধান ভিত্তি বা শর্ত। আর মানবতাবাদের মূল কথা (বৈশিষ্ট্য) হল : পার্থিব জগতের কেন্দ্রবিন্দুতে চলে আসেন মানুষ। তাই মানুষের সুখ-স্বাচ্ছন্দ ও গুণাবলী বিকাশের উপর জোর দেওয়ার কথা বলা হয়। মানুষকে দেওয়া হয় সর্বোচ্চ মর্যাদা , যা তার প্রা...
নবম শ্রেণি । দশম শ্রেণি । একাদশ শ্রেণি । দ্বাদশ শ্রেণি । বিএ (পাস ও অনার্স) । মকটেস্ট । QUESTION BANK
একাদশ শ্রেণির ইতিহাস : প্রশ্ন ও উত্তর