সুফিবাদ কী? সুফিবাদের মূল কথা কী? সুফিবাদ কী? সুফিবাদের মূল কথা কী? সুখীবাদ কী : ‘সুফি’ শব্দটি আরবি শব্দ ‘সফা’ থেকে এসেছে, যার অর্থ ‘ পবিত্রতা ’। এই অর্থে যিনি কায়মনোবাক্যে পবিত্র তিনিই সুফি। ‘সুফি’ শব্দের অন্য একটি অর্থ হল ‘অকপটতা’ । এদিক থেকে বিচার করলে, যিনি কোন কপটতা বা মিথ্যার আশ্রয় নেন না, তিনিই সুফি। সুফিরা মূলত, হযরত মুহাম্মদ-এর মত সংযমী জীবনযাপন করাকে ঈশ্বরের নৈকট্য লাভের অন্যতম প্রধান উপায় বলে মনে করেন। এবং ইসলাম ও মানবতার সেবায় নিজেদের জীবন উৎসর্গ করাকে মূলনীতি হিসেবে গ্রহণ করেন। সেই সঙ্গে কাব্য, সঙ্গীত, নৃত্য ইত্যাদি মাধ্যমকে ঈশ্বর লাভের মাধ্যম হিসেবে বিবেচনা করেন। সুতরাং, সুফিবাদ হল ভারতের তুর্কু-আফগান যুগে প্রচারিত ( ভক্তিবাদের মতো ) ইসলাম ধর্মের একটি অত্যন্ত জনপ্রিয় সংস্কারকামী ও মানবতাবাদী ভাবধারা, যা ঐশ্বরিক প্রেম ও জ্ঞান সন্ধানের মাধ্যমে ঈশ্বরের সঙ্গে সরাসরি নৈকট্য লাভের চেষ্টা করে। আব্বারি-র মতে, সুফিবাদ বলতে ধর্মপ্রাণ মুসলিমের ব্যক্তিগত অনুভূতির মাধ্যমে আল্লাহর জীবন্ত সান্নিধ্যদের উপলব্ধি বোঝায়। সুখীবাদের মূল কথা : মানবসেবা বা মানুষের প্রতি ভ...