সুফিবাদ কী? সুফিবাদের মূল কথা কী?
সুফিবাদ কী? সুফিবাদের মূল কথা কী? |
সুখীবাদ কী :
‘সুফি’ শব্দটি আরবি শব্দ ‘সফা’ থেকে এসেছে, যার অর্থ ‘পবিত্রতা’। এই অর্থে যিনি কায়মনোবাক্যে পবিত্র তিনিই সুফি। ‘সুফি’ শব্দের অন্য একটি অর্থ হল ‘অকপটতা’। এদিক থেকে বিচার করলে, যিনি কোন কপটতা বা মিথ্যার আশ্রয় নেন না, তিনিই সুফি।
সুফিরা মূলত, হযরত মুহাম্মদ-এর মত সংযমী জীবনযাপন করাকে ঈশ্বরের নৈকট্য লাভের অন্যতম প্রধান উপায় বলে মনে করেন। এবং ইসলাম ও মানবতার সেবায় নিজেদের জীবন উৎসর্গ করাকে মূলনীতি হিসেবে গ্রহণ করেন। সেই সঙ্গে কাব্য, সঙ্গীত, নৃত্য ইত্যাদি মাধ্যমকে ঈশ্বর লাভের মাধ্যম হিসেবে বিবেচনা করেন।
সুতরাং, সুফিবাদ হল ভারতের তুর্কু-আফগান যুগে প্রচারিত (ভক্তিবাদের মতো) ইসলাম ধর্মের একটি অত্যন্ত জনপ্রিয় সংস্কারকামী ও মানবতাবাদী ভাবধারা, যা ঐশ্বরিক প্রেম ও জ্ঞান সন্ধানের মাধ্যমে ঈশ্বরের সঙ্গে সরাসরি নৈকট্য লাভের চেষ্টা করে। আব্বারি-র মতে,
সুফিবাদ বলতে ধর্মপ্রাণ মুসলিমের ব্যক্তিগত অনুভূতির মাধ্যমে আল্লাহর জীবন্ত সান্নিধ্যদের উপলব্ধি বোঝায়।
সুখীবাদের মূল কথা :
- মানবসেবা বা মানুষের প্রতি ভালোবাসাই ঈশ্বর লাভের প্রকৃত পথ।
- ঈশ্বর এক ও অদ্বিতীয় এবং সকল মানুষই তাঁর সৃষ্টি।
- সৎ কাজের মাধ্যমেই একমাত্র ঈশ্বরের কৃপা লাভ করা যায়।
- সব ধর্মমতই সমান। তাই বিভিন্ন ধর্মমত বিভিন্ন উপায়ে ঈশ্বরের অনুগ্রহ লাভ করতে পারে।
- সকল মানুষ যেহেতু ঈশ্বরের সৃষ্টি, তাই মানুষে মানুষে কোন ভেদাভেদ বা বৈষম্য নেই।
সুফিবাদের এই ভাবনাকে ভিত্তি করে মধ্যযুগে ইসলাম ধর্মের এক সংস্কারকামী আন্দোলন আত্মপ্রকাশ করে, যা ‘সুফি আন্দোলন’ নামে পরিচিত।
-----------xx----------
এই প্রশ্নটিই অন্য যেভাবে আসতে পারে :
- সুফিবাদ কাকে বলে? সুখীবাদের মূলকথা কী?
- সুফিবাদ বলতে কী বোঝো? সুখীবাদের মূল ভাবনা বর্ণনা করো।
- সুফি কারা? তাদের মতবাদ ব্যাখ্যা করো।
- সুফি আন্দোলন কী? সুফিদের মূল ভাবনা বিশ্লেষণ করো।
- সুফি শব্দের অর্থ কী? সুফি কাদের বলা হয়? তাঁদের মতবাদ কী নামে পরিচিত?
সুফিবাদ সম্পর্কে অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্ন :
- সুফিবাদের বৈশিষ্ট্য সংক্ষেপে লেখো।
- সুফি মতাদর্শ ব্যাখ্যা করো।
- সুফি মতবাদ প্রসারের কারণ কী?
- ভারতের সামাজিক ও সাংস্কৃতিক জীবনে সুখীবাদের অবদান কী ছিল?
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন