আধুনিক রাষ্ট্র সম্পর্কে টমাস হবস-এর রাষ্ট্রচিন্তা
আধুনিক রাষ্ট্রদর্শন সম্পর্কে টমাস হবস-এর রাষ্ট্রচিন্তার মূল্যায়ন করো। তাঁকে কেন 'উপযোগিতাবাদের অগ্রদূত' বলা হয়?
টমাস হবসের রাষ্ট্র দর্শন :
সপ্তদশ শতকে ইংল্যান্ডে গৃহযুদ্ধ শুরু হয়। যুদ্ধের সমাপ্তি হয় রাজা পঞ্চম চার্লসের শিরচ্ছেদের মাধ্যমে যা 'পিউরিটান বিপ্লব' নামে পরিচিত। এই বিপ্লব এবং পরবর্তীকালের টমাস ক্রমওয়েলের প্রজাতান্ত্রিক সরকারের সমালোচনা করার প্রেক্ষাপটে টমাস হবস লেখেন 'লোভিয়াথান' গ্রন্থ। এই গ্রন্থে তিনি রাজতন্ত্রী ও প্রজাতন্ত্রী সরকারের দোষ ত্রুটি তুলে ধরে যে নতুন রাষ্ট্রদর্শনের জন্ম দিয়েছিলেন তাই টমাস হাবসের রাষ্ট্রদর্শন নামে পরিচিত।টমাস হবস এর রাষ্ট্রচিন্তার মূল প্রতিপাদ্য বিশ্লেষণ করলে তার কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় : -
টমাস হবসের রাষ্ট্রদর্শনের মূলকথা (বৈশিষ্ট্য) :
১) প্রাকৃতিক রাষ্ট্রের ধারণা:
টমাস হবস তাঁর ‘লেভিয়াথান’ গ্রন্থে লিখেছেন,i) প্রাকৃতিক রাষ্ট্রের নৈরাজ্য: প্রাচীন রাষ্ট্রহীন প্রাকৃতিক অবস্থায় মানুষ ছিল স্বভাবগতভাবেই স্বার্থপর ও আগ্রাসী। সেখানে মানুষ ঈশ্বরের চেয়ে ক্ষমতার সন্ধানে বেশি ব্যস্ত থাকত। ফলে সেখানে সীমাহীন নৈরাজ্য বিরাজ করত।
ii) নৈরাজ্য থেকে মুক্তির চেষ্টা: এই পরিস্থিতি থেকে পরিত্রাণের জন্য মানুষ নিজেদের মধ্যে চুক্তির মাধ্যমে একটি সুসংবদ্ধ রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার কথা চিন্তা করে।
২) রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতার ধারণা:
হবস মনে করতেন,- i) সার্বভৌম ক্ষমতার উদ্ভব: এই সুসঙ্ঘবদ্ধ রাষ্ট্র ব্যবস্থা হবে সার্বভৌম ক্ষমতার অধিকারী। হবসের মতে, রাষ্ট্রের অন্তর্গত সমস্ত শক্তির মিলিত রূপই হল রাষ্ট্রশক্তি। মানুষ নিজেদের প্রয়োজনে একটি 'সামাজিক চুক্তি'র মাধ্যমে নিজেদের যাবতীয় ক্ষমতা ঐক্যবদ্ধ করে রাষ্ট্রের সর্বোচ্চ কর্তৃপক্ষের হাতে তুলে দেয়।
- ii) আধুনিক রাষ্ট্রের উৎপত্তি: এভাবেই তৈরি হয় সার্বভৌম ক্ষমতা যা বৃহদায়তন আধুনিক রাষ্ট্র সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
৩) মানুষের কর্তব্য সংক্রান্ত ধারণা:
- এই সার্বভৌম শক্তির প্রতি চরম আনুগত্যই হলো রাষ্ট্রে বসবাসকারী মানুষের প্রধান কর্তব্য।
৪) শ্রেষ্ঠ শাসনব্যবস্থা সম্পর্কে ধারনা:
- হবস মনে করতেন, অভিজাতন্ত্র, গণতন্ত্র এবং রাজতন্ত্রের মধ্যে শ্রেষ্ঠ শাসনব্যবস্থা হল রাজতন্ত্র। কারণ, তার মতে, প্রাচীন গ্রিসের এথেন্স নগর রাষ্ট্রের পতনের অন্যতম কারণ ছিল সেখানকার গণতান্ত্রিক ব্যবস্থা।
টমাস হবসের রাষ্ট্রচিন্তার মূল্যায়ন:
বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আধুনিক রাষ্ট্র দার্শনিকরা হস্তের রাষ্ট্রচিন্তার সমালোচনা করেছেন।১) হবসের রাষ্ট্রচিন্তার ত্রুটি:
- i) কাল্পনিক মতবাদ : হবস তার রাষ্ট্র দর্শনের ব্যাখ্যায় যে প্রাকৃতিক রাষ্ট্রের কথা বলেছেন তা অনেকের মতে একটি কাল্পনিক মতবাদ। কারণ এর কোন ঐতিহাসিক ভিত্তি নেই।
- ii) একপাক্ষিক চুক্তি: চুক্তির ক্ষেত্রে প্রয়োজন হয় একাধিক পক্ষের। কিন্তু হবস যে চুক্তির মাধ্যমে তার রাষ্ট্র দর্শনকে ব্যাখ্যা করেছেন তা একপাক্ষিক। তাই তা অবাস্তব।
- iii) নিন্দুকের দৃষ্টিভঙ্গি: হবস মতবাদে মানুষের যে চরিত্র এঁকেছেন তা ত্রুটিপূর্ণ। তিনি মানব চরিত্রের শুধুমাত্র ত্রুটিগুলোই প্রত্যক্ষ করেছেন। মানুষের অসংখ্য ভালো গুণ তিনি এড়িয়ে গেছেন।
- iv) চরম রাজতন্ত্রিক: অবসর বক্তব্যে একটি শক্তিশালী ও নিরঙ্কুশ রাজতান্ত্রিক রাষ্ট্রের ছবি ফুটে ওঠে। এ কারণে অনেকেই তাকে স্বৈরাচারী রাজতন্ত্রের সমর্থক বলে অভিহিত করেছেন।
২) হবসের রাষ্ট্রচিন্তার গুরুত্ব:
উপরোক্ত ত্রুটি বিচ্যুতি সত্বেও হবসের রাষ্ট্রচিন্তা আধুনিক রাষ্ট্র দর্শনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।- i) জাতীয় রাষ্ট্রের ভিত্তি স্থাপন: নিজের প্রয়োজনে রাষ্ট্রের তথা চূড়ান্ত কর্তৃপক্ষের প্রতি মানুষের আনুগত্য জানানো কর্তব্য বলে তিনি একটি আধুনিক জাতীয় রাষ্ট্র প্রতিষ্ঠার ভিত্তি স্থাপন করেছিলেন।
- ii) আধুনিক সার্বভৌম ক্ষমতার প্রবক্তা : টমাস হাউস তার রাষ্ট্র দর্শন ব্যাখ্যা করতে গিয়ে সার্বভৌমিকতার সংজ্ঞা ও তার গুরুত্ব ব্যাখ্যা করেছেন। এই ব্যাখ্যা থেকেই উঠে এসেছে আধুনিক সার্বভৌম ক্ষমতার তত্ত্ব।
- iii) ধর্মনিরপেক্ষ রাষ্ট্রদর্শন: মার্সিলিও ধর্মনিরপেক্ষ রাষ্ট্রচিন্তার সূচনা করেছিলেন টমাস হবস তাকে পূর্ণরূপ দান করেন। তিনি তার রাষ্ট্রচিন্তার আলোচনায় রাজনীতিকে ধর্মের উপরে স্থান দিয়েছেন।
- iv) উপযোগীতাবাদের অগ্রদূত: টমাস হবস তার গ্রন্থে রাষ্ট্রচিন্তার যে ছবি এঁকেছিলেন তা পরবর্তীকালে মিল ও বেন্থামকে উপযোগিতাবাদ তত্ত্বের প্রতিষ্ঠায় গভীরভাবে প্রভাবিত করেছিল। এজন্য হবসকে ‘উপযোগিতাবাদের অগ্রদূত’ বলা হয়
- v) সামাজিক চুক্তির গুরুত্ব: রাষ্ট্র ও রাষ্ট্রনেতার উদ্ভবের ক্ষেত্রে ঐশ্বরিক মতবাদকে অস্বীকার করে হবস সামাজিক যুক্তির মাধ্যমে রাষ্ট্রশক্তির উদ্ভবের তত্ত্ব উপস্থাপন করেন। পরবর্তীকালে জন লক, ফরাসি দার্শনিক রুশোর রাষ্ট্রচিন্তায় আরও বৈপ্লবিক রূপে আমরা দেখতে পাই।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন