সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

টমাস ক্রমওয়েল লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

টমাস ক্রমওয়েলের কার্যাবলী মূল্যায়ন

টমাস ক্রমওয়েলের কার্যাবলী / সংস্কারগুলোর মূল্যায়ন করো। টমাস ক্রমওয়েলের কার্যাবলী মূল্যায়ন ইংল্যান্ডের টিউটর বংশের রাজা অষ্টম হেনরির প্রধানমন্ত্রী ছিলেন টমাস ক্রময়েল। ‘ নব্য রাজতন্ত্রে ’ রাজার ক্ষমতা বৃদ্ধিই ছিল তাঁর প্রধান লক্ষ্য। এই লক্ষ্য পূরণে তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ (সংস্কার) করেছিলেন। এই পদক্ষেপগুলির মাধ্যমে টমাস ক্রমওয়েল যে বৈপ্লবিক পরিবর্তন সাধন করেছিলেন, তা ইংল্যান্ডের ইতিহাসে ‘ টিউডর বিপ্লব’ নামে পরিচিত। টমাস ক্রমওয়েল বিভিন্ন পদক্ষেপ / সংস্কার : বিবাহ সংক্রান্ত সমস্যার সমাধান :   অষ্টম হেনরির কোন পুত্রসন্তান ছিল না। এই পরিস্থিতিতে তিনি অ্যানবোলিন নামে এক মহিলাকে বিবাহ করার ইচ্ছা প্রকাশ করেন। তৎকালীন নিয়ম অনুযায়ী বর্তমান স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদ ও পোপের অনুমোদন ছাড়া এই বিবাহ বৈধ নয়। কিন্তু পোপ বিবাহবিচ্ছেদে অনুমোদন দিতে অস্বীকার করলে সমস্যা তৈরি হয়। এই পরিস্থিতিতে ক্রমওয়েল রাজার পুনর্বিবাহের অনুকূলে আইন (‘ অ্যাক্ট অব অ্যাপিলস’ ) প্রণয়ন করে এই সমস্যার সমাধান করেন। রাজার ক্ষমতা বৃদ্ধি :   রাজার ক্ষমতা বৃদ্ধির জন্য একাধারে তিনি পাঁচটি আইন পাশ ...

টমাস ক্রমওয়েল কে ছিলেন?

টমাস ক্রমওয়েল কে ছিলেন? টমাস ক্রমওয়েল কে ছিলেন? টমাস ক্রমওয়েল ছিলেন একজন কর্মকারের সন্তান। প্রথম জীবনে তাঁর পেশা ছিল সৈনিকবৃত্তি। পরবর্তীতে আইন পাস করে শুরু করেন আইন ব্যবসা। অষ্টম হেনরির রাজত্বকালে তিনি বৃটেনের কমন্স সভার সদস্যপদ লাভ করেন ১৫৩৩ সালে অষ্টম হেনরি কর্তৃক ভিকার জেনারেল বা মুখ্য ধর্মীয় আধিকারিক নিযুক্ত হন। অষ্টম হেনরির সমর্থনে অ্যাক্ট অফ অ্যানেটস, অ্যাক্ট অফ অ্যাপিলস, অ্যাক্ট অফ সাকসেশন, অ্যাক্ট অফ সুপ্রিমেসি, ট্ৰিজন, অ্যাক্ট অফ প্লুরালিটিস ইত্যাদি আইনের মাধ্যমে তিনি ইংল্যান্ডের শাসন ও ধর্ম ব্যবস্থায় গুরুত্বপূর্ণ সংস্কার সাধন করেন । তাঁর এই সংস্কারের ফলে ইংল্যান্ডের আধুনিক শাসনতান্ত্রিক কাঠামোর বিকাশ ঘটে। যেমন , ইংল্যান্ডের চার্চ ও রাষ্ট্র —উভয়ের ওপর রাজার সার্বভৌমত্ব স্থাপিত হয় পোপের ক্ষমতা খর্ব করা হয়। শাসনতান্ত্রিক কাঠামোয় রাজার ক্ষমতা বৃদ্ধি পায় পার্লামেন্ট বিভিন্ন অধিকার লাভ করে। এইভাবে, ১) ইংল্যান্ডের শাসন ব্যবস্থায় রাজা ও পার্লামেন্টের মধ্যে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠিত হয়। ২) রাজনীতিতে পোপের প্রভাব কমে যায়। ঐতিহাসিক জি আর এলটন  এই পরিবর্তন গুলির প্রকৃত গু...