ভক্তিবাদ কী? ভক্তিবাদের মূলকথা কী? ভক্তিবাদ কী? ভক্তিবাদের মূলকথা কী? What is Bhaktiism? What is the essence of Bhaktiism? ভক্তিবাদ কী? ‘ভক্তিবাদ’ কথাটি এসেছে ‘ভক্তি’ শব্দ থেকে। আর ‘ভক্তি’ শব্দটি এসেছে সংস্কৃত ‘ভজ্’ ধাতু থেকে, যার অর্থ ‘ভজনা’ বা ‘নামগান’। আসলে, ভক্তি হল ভক্তের হৃদয়জাত এক সূক্ষ্ম ধর্মীয় অনুভূতি বা ভাবাবেগ, যেখান থেকে ঈশ্বরের প্রতি নিঃস্বার্থ আত্মসমর্পণ ও ঐকান্তিক ঈশ্বরপ্রেম জন্ম নেয়, এবং ভজনা বা নামগানের মাধ্যমে তা ঈশ্বরের কাছে পৌঁছায়। ত্রয়োদশ থেকে পঞ্চদশ শতকে (মধ্যযুগে) ভারতে একশ্রেণির মানবতাবাদী সাধকের জন্ম হয়, যারা হিন্দুধর্মের গোড়ামী, রক্ষণশীলতা, অস্পৃশ্যতা ও জাতিভেদের বিরুদ্ধে এবং মানুষের ইহলৌকিক মুক্তি লাভের উদ্দেশ্যে, ভারতীয় সমাজজীবনে মানবপ্রেম ও ভক্তি বা ভজনার মাধ্যমে ঈশ্বর লাভের বিধান দিয়ে যে ধর্মীয় আলোড়ন তুলেছিলেন তাকে ‘ভক্তি আন্দোলন’ বলা হয়। আর এই আন্দোলনকারীদের অনুসৃত পথ ও মতই হল ‘ ভক্তিবাদ’ । ভক্তি বাদের মূলকথা : ভক্তিবাদের মূলকথা (স্বরূপ) হল : ঈশ্বর এক ও অভিন্ন, সকল জীবের মধ্যেই ব্রহ্ম বা পরমাত্মা বিরাজ করে, ভক্তিই মুক্তির একমাত্র পথ। তা...