সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

গৌরবময় বিপ্লব লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

গৌরবময় বিপ্লবের কারণ ও ফলাফল

 গৌরবময় বিপ্লবের কারণ ও ফলাফল গৌরবময় বিপ্লবের কারণ ও ফলাফল গৌরবময় বিপ্লব : ১৬৮৮-১৬৮৯ সালে সংঘটিত ইংল্যান্ডের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ ঘটনা ছিল গৌরবময় বিপ্লব। এই বিপ্লবের ফলে  রাজা দ্বিতীয় জেমস -এর পতন ঘটে এবং তাঁর জামাতা, হল্যান্ডের রাজা  তৃতীয় উইলিয়াম  (উইলিয়াম অফ অরেঞ্জ) এবং তাঁর স্ত্রী  মেরি  যৌথভাবে ইংল্যান্ডের সিংহাসনে বসেন। পটভূমি বা কারণ: ১) সম্রাটের অজনপ্রিয়তা : ইংল্যান্ডের দ্বিতীয় জেমস ছিলেন একজন ক্যাথলিক সম্রাট, ইংল্যান্ডে প্রভাবশালী ধর্ম হিসাবে ক্যাথলিক ধর্মকে পুনঃপ্রতিষ্ঠিত করার প্রচেষ্টার কারণে তিনি ক্রমশ জনপ্রিয়তা হারান। সরকার ও সেনাবাহিনীর উচ্চপদে ক্যাথলিকদের নিয়োগ দিয়ে তিনি আইন লঙ্ঘন করেন।  ২) সম্রাটের উচ্ছেদ : ‘ উইলিয়াম অফ অরেঞ্জে ’র নেতৃত্বে বিশিষ্ট ইংরেজ ও ডাচ (হল্যান্ডের) নেতাদের একটি দল উইলিয়ামকে (দ্বিতীয় জেমসের জামাতা এবং ডাচ স্ট্যাডহোল্ডার) ইংল্যান্ড আক্রমণ করার আমন্ত্রণ জানান। শেষ পর্যন্ত সম্রাট দ্বিতীয় জেমস ব্যাপক বিরোধিতার সম্মুখীন হয়ে ফ্রান্সে পালিয়ে যান। গৌরবময় বিপ্লবের ফলাফল: উইলিয়াম এবং তার স্ত্...

গৌরবময় বিপ্লব কাকে বলে?

গৌরবময় বিপ্লব কাকে বলে? গৌরবময় বিপ্লব কাকে বলে? গৌরবময় বিপ্লব : ‘গৌরবময় বিপ্লব’ হল ১৬৮৮-১৬৮৯ সালের মধ্যে সংঘটিত ইংল্যান্ডের কিছু ধারাবাহিক ঘটনা, যার ফলে রাজা দ্বিতীয় জেমস -এর পতন ঘটে এবং তাঁর জামাতা, হল্যান্ডের রাজা তৃতীয় উইলিয়াম (উইলিয়াম অফ অরেঞ্জ) এবং তাঁর স্ত্রী মেরি  যৌথভাবে ইংল্যান্ডের সিংহাসনে বসেন। গৌরবময় বিপ্লবের পটভূমি বা কারণ : রাজা দ্বিতীয় জেমস ছিলেন গোঁড়া ক্যাথলিক। তাঁর কঠোর রাজনৈতিক শাসন এবং ক্যাথলিক প্রভাবিত ধর্মীয় নীতি প্রোটেস্ট্যান্ট জনগণকে ক্ষুব্ধ করে তোলে। এই পরিস্থিতিতে, ১৬৮৮ সালে, জেমসের একটি পুত্র সন্তান জন্মালে প্রোটেস্ট্যান্টরা এই ভেবে উদ্বিগ্ন হন যে, দেশে আবার নতুন করে ক্যাথলিক সম্রাটের কঠোর শাসন শুরু হবে। এই পরিস্থিতিতে বিরোধী নেতারা প্রোটেস্ট্যান্ট ধর্মাবলম্বী হল্যান্ডের রাজা  উইলিয়াম অফ অরেঞ্জকে  ইংল্যান্ড আক্রমণের আমন্ত্রণ জানান। পরিস্থিতি বিবেচনা করে সম্রাট  দ্বিতীয় জেমস ফ্রান্সে পালিয়ে যান। এভাবে উইলিয়াম ও মেরি বিনা বাধায় ১৬৮৯ সালের এপ্রিল মাসে ইংল্যান্ডের সিংহাসনের দখল নেন। বিনা রক্তপাতে ঘটে যাওয়া এই অভূত...