গৌরবময় বিপ্লব কাকে বলে?
গৌরবময় বিপ্লব কাকে বলে? |
গৌরবময় বিপ্লব :
‘গৌরবময় বিপ্লব’ হল ১৬৮৮-১৬৮৯ সালের মধ্যে সংঘটিত ইংল্যান্ডের কিছু ধারাবাহিক ঘটনা, যার ফলে রাজা দ্বিতীয় জেমস-এর পতন ঘটে এবং তাঁর জামাতা, হল্যান্ডের রাজা তৃতীয় উইলিয়াম (উইলিয়াম অফ অরেঞ্জ) এবং তাঁর স্ত্রী মেরি যৌথভাবে ইংল্যান্ডের সিংহাসনে বসেন।গৌরবময় বিপ্লবের পটভূমি বা কারণ :
রাজা দ্বিতীয় জেমস ছিলেন গোঁড়া ক্যাথলিক। তাঁর কঠোর রাজনৈতিক শাসন এবং ক্যাথলিক প্রভাবিত ধর্মীয় নীতি প্রোটেস্ট্যান্ট জনগণকে ক্ষুব্ধ করে তোলে। এই পরিস্থিতিতে, ১৬৮৮ সালে, জেমসের একটি পুত্র সন্তান জন্মালে প্রোটেস্ট্যান্টরা এই ভেবে উদ্বিগ্ন হন যে, দেশে আবার নতুন করে ক্যাথলিক সম্রাটের কঠোর শাসন শুরু হবে।এই পরিস্থিতিতে বিরোধী নেতারা প্রোটেস্ট্যান্ট ধর্মাবলম্বী হল্যান্ডের রাজা উইলিয়াম অফ অরেঞ্জকে ইংল্যান্ড আক্রমণের আমন্ত্রণ জানান। পরিস্থিতি বিবেচনা করে সম্রাট দ্বিতীয় জেমস ফ্রান্সে পালিয়ে যান।
এভাবে উইলিয়াম ও মেরি বিনা বাধায় ১৬৮৯ সালের এপ্রিল মাসে ইংল্যান্ডের সিংহাসনের দখল নেন। বিনা রক্তপাতে ঘটে যাওয়া এই অভূতপূর্ব রাজনৈতিক পরিবর্তন ইংল্যান্ডের ইতিহাসে ‘গৌরবময় বিপ্লব’ নামে পরিচিত।
গৌরবময় বিপ্লবের ফলাফল:
গৌরবময় বিপ্লবের ফলে —
- রাজকীয় ক্ষমতা সীমিত হয়ে যায়।
- রাজার ওপর সংসদের কর্তৃত্ব বৃদ্ধি পায়।
- সংসদীয় গণতন্ত্র এবং নাগরিক স্বাধীনতার অধিকার প্রাপ্তিতে এটি টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায়।
- কেননা, বিপ্লবের ফলে ‘নাগরিক অধিকারের ঘোষণাপত্র’ বা বিল অব রাইটসের ঘোষণাপত্রে সম্রাট স্বাক্ষর করেন এবং
- অবাধ নির্বাচন করার, নিয়মিত সংসদের অধিবেশন বসানোর এবং বাক্ স্বাধীনতার অধিকারকে স্বীকার করে নেন।
--------xx-------
এই প্রশ্নটি অন্য যে যেভাবে আসতে পারে :
- What is the glorious revolution?
- গৌরবময় বিপ্লব কাকে বলে?
- গৌরবময় বিপ্লব কী?,
- গৌরবময় বিপ্লব বলতে কী বোঝো?
- গৌরবময় বিপ্লবের কারণ কি ছিল?
- গৌরবময় বিপ্লবের ফলাফল বা গুরুত্ব বা তাৎপর্য লেখো। (প্রশ্নের মান - ৩ / ৪)
গৌরবময় বিপ্লব সম্পর্কে অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্ন :
- গৌরবময় বিপ্লবের কারণ ও ফলাফল বর্ণনা করো। (প্রশ্নের মান - ৮)
- গৌরবময় বিপ্লবের পটভূমি ও গুরুত্ব বিশ্লেষণ করো।
- গৌরবময় বিপ্লব কাকে বলে?
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন