প্রস্তর (পাথরের) যুগের শ্রেণি বিভাগ প্লেইস্টোসিন যুগের শেষ ভাগে আধুনিক মানুষের ( হোমো স্যাপিয়েন্স) আবির্ভাব হয়। এদের মধ্যে উদ্ভাবনী শক্তির বিকাশ ঘটে। ফলে তারা পাথরকে হাতিয়ার হিসাবে ব্যবহার করতে শেখে। তাই এই যুগকে প্রস্তর যুগ বলা হয়। প্রত্নতত্ত্ববিদগণ এই হাতিয়ারের ক্রমোন্নতি লক্ষ করে এই যুগকে তিনভাগে ভাগ করেছেন। যথা ঃ ১) প্রাচীন প্রস্তর যুগ ২) মধ্য প্রস্তর যুগ ৩) নব্য (নতুন) প্রস্তর যুগ।