প্লেইস্টোসিন যুগের সময়কাল এবং এই যুগটি কোন পাথরের যুগের সমসাময়িক?
আজ থেকে প্রায় ২০ লক্ষ বছর আগে থেকে শুরু হওয়া এবং প্রায় ১০ হাজার বছর পুর্ব পর্যন্ত বিস্তৃত সময়কালকে প্লেইস্টোসিন যুগ বলে।
পৃথিবীতে প্লেইস্টোসিন যুগের প্রথম ভাগে আধুনিক মানুষের পূর্বপুরুষদের প্রজাতির আবির্ভাব হয় এবং শেষভাগে হোমো স্যাপিয়েন্স বা আধুনিক মানুষের আবির্ভাব হয়। এই আধুনিক মানুষই উদ্ভাবনী ক্ষমতা ও সমাজ গড়ার প্রয়োজনীয়তা উপলব্ধি করে। ফলে তারা পাথরের হাতিয়ার তৈরি করে এবং দলবদ্ধ হয়। শুরু হয় প্রাচীন প্রস্তর যুগ।
সুতরাং, প্লেইস্টোসিন যুগ হচ্ছে প্রাচীন প্রস্তর যুগের সমসাময়িক।
--------------x--------------
বিকল্প প্রশ্ন ঃ
১) প্লেইস্টোসিন যুগ কাকে বলে? এই যুগটির সঙ্গে প্রস্তর যুগের সম্পর্ক লেখো।
For English Medium Students
Period of Pleistocene Age and this Age is contemporary with which stone age?
The period beginning about 20 million years ago and extending to about 10,000 years ago is called the Pleistocene Age.
Thus, the Pleistocene Age is a contemporary of the Palaeolithic Age.
------------x----------
Alternative questions:
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন