সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

সঠিক উত্তর নির্বাচন লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

একাদশ শ্রেণি। প্রথম অধ্যায়। সঠিক উত্তর। সেট - ১

একাদশ শ্রেণি। প্রথম অধ্যায়। সঠিক উত্তর। সেট - ১ একাদশ শ্রেণি। প্রথম অধ্যায়। সঠিক উত্তর নির্বাচন। সেট -১ সঠিক উত্তর নির্বাচন করো : Class XI Chapter-I Correct Answer Set-I ১) ইতিহাস হল — ক) মানব সভ্যতার ক্রমবিবর্তনের ধারাবাহিক বিবরণ খ) অতীতকালের কাহিনী  গ) প্রাচীন রাজা মহারাজাদের রাজত্বকালের বিবরণ  ঘ) অতীতে ঘটে যাওয়া ঘটনার বিবরণ।  ২) ইতিহাসের সংজ্ঞা প্রথম দিয়েছিলেন — ক) ভারতীয়রা, খ) গ্রীকরা ,  গ) আরবরা, ঘ) রোমানরা ৩) ‘হিস্টরি’ (History) শব্দটি এসেছে যে ল্যাটিন শব্দ থেকে তাহল— ক) Historia খ) Histor গ) Histoium, ঘ) Historic থেকে। ৪) History শব্দটি যে গ্রিক শব্দ থেকে এসেছে তা হল— ক) Historia খ) Histor গ) Histoium, ঘ) Historic থেকে। ৫) কাকে ইতিহাসের জনক বলা হয়?  ক) সক্রেটিসকে, খ) প্লেটোকে,  গ) হেরোডেটাসকে , গ) থুকিডিডিসকে ৬) হেরোডেটাসকে ‘ইতিহাসের জনক’ বলেছেন কে?  ক) প্লেটো, খ) ট্রিবেনিয়ান,  গ) সিসেরো , ঘ) ট্যাসিটাস ৭) আধুনিক ইতিহাস তত্ত্বের জনক বলা হয়— ক) থুকিডিডিসকে, খ) সক্রেটিসকে, গ) লিওপোল্ড ভন রাঙ্কেকে , ঘ) ইবন বতুতাকে। ৮) সি-মা-কিয়েনকে বলা...