একাদশ শ্রেণি। প্রথম অধ্যায়। সঠিক উত্তর। সেট - ১
![]() |
একাদশ শ্রেণি। প্রথম অধ্যায়। সঠিক উত্তর নির্বাচন। সেট -১ |
সঠিক উত্তর নির্বাচন করো :
Class XI Chapter-I Correct Answer Set-I
১) ইতিহাস হল —
ক) মানব সভ্যতার ক্রমবিবর্তনের ধারাবাহিক বিবরণ
খ) অতীতকালের কাহিনী
গ) প্রাচীন রাজা মহারাজাদের রাজত্বকালের বিবরণ
ঘ) অতীতে ঘটে যাওয়া ঘটনার বিবরণ।
২) ইতিহাসের সংজ্ঞা প্রথম দিয়েছিলেন —
ক) ভারতীয়রা, খ) গ্রীকরা,
গ) আরবরা, ঘ) রোমানরা
৩) ‘হিস্টরি’ (History) শব্দটি এসেছে যে ল্যাটিন শব্দ থেকে তাহল—
ক) Historia খ) Histor
গ) Histoium, ঘ) Historic থেকে।
৪) History শব্দটি যে গ্রিক শব্দ থেকে এসেছে তা হল—
ক) Historia খ) Histor
গ) Histoium, ঘ) Historic থেকে।
৫) কাকে ইতিহাসের জনক বলা হয়?
ক) সক্রেটিসকে, খ) প্লেটোকে,
গ) হেরোডেটাসকে, গ) থুকিডিডিসকে
৬) হেরোডেটাসকে ‘ইতিহাসের জনক’ বলেছেন কে?
ক) প্লেটো, খ) ট্রিবেনিয়ান,
গ) সিসেরো, ঘ) ট্যাসিটাস
৭) আধুনিক ইতিহাস তত্ত্বের জনক বলা হয়—
ক) থুকিডিডিসকে, খ) সক্রেটিসকে,
গ) লিওপোল্ড ভন রাঙ্কেকে, ঘ) ইবন বতুতাকে।
৮) সি-মা-কিয়েনকে বলা হয়—
ক) ব্রিটিশ ইতিহাসের জনক, খ) চিনা ইতিহাসের জনক,
গ) গ্রিক ইতিহাসের জনক, ঘ) ভারতীয় ইতিহাসের জনক।
৯) “ইতিহাস হল দর্শনের একটি শাখা” —কে বলেছেন?
ক) হেরোডেটাস, খ) থুকিডিডিস,
গ) সক্রেটিস, ঘ) ভিনসেন্ট স্মিথ।
১০) “History is the science of men in time”—কার কথা?
ক) ই এইচ কার,খ) হেরোডোটাস,
গ) আর্নল্ড টয়েনবি, ঘ) মার্ক ব্লখ।
১১) “ইতিহাস হল অতীত ও বর্তমানের মধ্যে অন্তহীন কথোপকথন।”—কে বলেছেন?
ক) ই এইচ কার, খ) লর্ড অ্যাকটন,
গ) ফ্রান্সিস বেকন, ঘ) জে বি বিউরি
১২) “ইতিহাস হল প্রকৃত অর্থেই বিজ্ঞান— তার বেশি বা কম নয়।” —কোন্ ঐতিহাসিক বলেছেন?
ক) রমেশ চন্দ্র মজুমদার, খ) জে বি বিউরি
গ) ই এইচ কার, ঘ) হেরোডেটাস।
১৩) “তথ্যের বিশ্লেষণ, ব্যাখ্যা ও মূল্যায়ন ছাড়া ইতিহাস চর্চা একেবারেই অর্থহীন।” ইতিহাসকে এভাবে ব্যাখ্যা করেছেন—
ক) ঐতিহাসিক ফুকো, খ) ঐতিহাসিক ই এইচ কার,
গ) ঐতিহাসিক লর্ড অ্যাকটন,ঘ) ঐতিহাসিক ব্যারাক্লাফ।
১৪) “ইতিহাস হল মানব সমাজের অতীতের কার্যাবলীর বিবরণী।” —বলেছেন,
ক) থুকিডিডিস, খ) ফ্রান্সিস বেকন,
গ) মার্ক ব্লখ, ঘ) রমেশচন্দ্র মজুমদার।
১৫) “মানব সভ্যতার ইতিহাস হল শ্রেণী সংগ্রামের ইতিহাস।”—কে বলেছেন?
ক) মার্শাল, খ) হেগেল,
গ) কার্ল মার্কস, ঘ) হেনরি ফিরেন।
১৬) “ইতিহাস হল মানবমুক্তির ক্রমবিকাশের কাহিনি।”—কথাটি বলেছেন,
ক) লর্ড অ্যাকটন,খ) পল তুর্নাল,
গ) হেনরি পিরেন, ঘ) আর্নল্ড টয়েনবি।
১৭) প্রাক্ ইতিহাস কথাটির অর্থ হল—
ক) প্রায় ইতিহাস ও ইতিহাসের মধ্যবর্তী সময়কাল,
খ) যে সময়কার লিখিত বিবরণ পাওয়া যায় না।
গ) যে সময়ের লিখিত বিবরণ আছে কিন্তু পাঠোদ্ধার হয়নি,
ঘ) যে সময়কার লিখিত বিবরণ আছে এবং তার পাঠোদ্ধার হয়েছে।
১৮) প্রাগৈতিহাসিক যুগের ইতিহাসের উপাদানের প্রধান উৎস হল—
ক) লিপি, খ) মুদ্রা,
গ) ধর্মগ্রন্থ, ঘ) জীবাশ্ম।
১৯) ‘প্রাক ইতিহাস’ কথাটি প্রথম ব্যবহার করেন—
ক) লর্ড অ্যাকটন,খ) পল তুর্নাল,
গ) রবার্ট ব্রুস ফুট, ঘ) এম সি বার্কিট
২০) প্রি-হিস্ট্রি কথাটি প্রথম ব্যবহার করেন—
ক) পর তুর্নাল খ) ড্যানিয়েল উইলসন,
গ) রাঙ্কে, ঘ) লর্অ্যাড ক্টন।
২১) নব্য প্রস্তর যুগের বিপ্লব কথাটি প্রথম ব্যবহার করেন—
ক) জে বি বিউরি, খ) গর্ডন চাইল্ড,
গ) উইলিয়াম জোন্স, ঘ) ড্যানিয়েল উইলসন।
২২) ‘রেডিও কার্বন ডেটিং’ পদ্ধতি আবিষ্কার করেন—
ক) রমেশ চন্দ্র মজুমদার, খ) দয়ারাম সাহানি,
গ) গিলার্ড ফ্রাঙ্ক লিবি, ঘ) চার্লস ডারউইন।
২৩) জীবাশ্ম থেকে কারলিন কাল নির্ণয়ের জন্য কোন পদ্ধতি অনুসরণ করা হয়?
ক) থার্মোলুমিনিসেন্স, খ) ডেনড্রোক্রোনোলজি,
গ) কার্বন ১৪ পদ্ধতি, ঘ) এর কোনোটিই নয়।
২৪) একটি বৃহৎ পিরামিডের উদাহরণ হল—
ক) খুফুর পিরামিড, খ) চিয়াং শেকের পিরামিড,
গ) তুতেন খামেনের পিরামিড, ঘ) ক্লিওপেট্রার পিরামিড।
২৫) এশিয়া মাইনর-এ প্রাপ্ত বোঘাজকোই লেখ থেকে জানা যায়—
ক) আর্যদের ভারত আগমনের কথা,
খ) ভারতের সাথে গ্রিসের বাণিজ্যিক সম্পর্কের কথা,
গ) ভারত রোম বাণিজ্যিক সম্পর্কের কথা,
ঘ) ভারত ও রাশিয়ার বাণিজ্যিক সম্পর্কের কথা।
২৬) গুপ্তযুগের স্বর্ণমুদ্রাকে বলা হয়—
ক) শতমান, খ) নিষ্ক,
গ) পোতিন, ঘ) দিনার
২৭) ভারতীয় চিত্রকলার শ্রেষ্ঠ নিদর্শন রয়েছে —
ক) পাথরের সমস্ত গুহাগুলিতে, খ) অজন্তা গুহায়,
গ) ভীমবেটকা গুহায়, ঘ) আলতামিরা গুহায়।
২৮) হায়রোগ্লিফিক লিপির পাঠোদ্ধার করেছিলেন কে?
ক) ল্যান্ডন, খ) হান্টার,
গ) গ্যাড, ঘ) জিন ফ্রাঁসোয়া চ্যাম্পেলিয়ন।
২৯) প্রাচীন ভারতের মেকিয়াভেলি বলা হয় —
ক) অশ্বঘোষকে, খ) কৌটিল্যকে,
গ) কালিদাসকে, ঘ) তুলসীদাস কে।
৩০) পৃথিবীর প্রাচীনতম মহাকাব্য হল —
ক) ইলিয়াড, খ) ওডিসি,
গ) রামায়ণ, ঘ) গিলগামেশ
৩১) ভারতে পুরাণের সংখ্যা হল—
ক) ১০ টি, খ) ১৬ টি,
গ) ১৮ টি, ঘ) ২৫ টি।
৩২) সঙ্গম কথাটির অর্থ হল—
ক) রাজার সমালোচনা,
খ) রাষ্ট্র সংক্রান্ত আলোচনা করা,
গ) কবি ও পন্ডিত ব্যক্তিদের সম্মেলন,
ঘ) সাধারণ মানুষের সমাবেশ।
৩৩) ভারতে আসা প্রথম বিদেশী পর্যটক হলেন—
ক) ফা হিয়েন, খ) হিউয়েন সাঙ,
গ) ইৎ-সিং, ঘ) মেগাস্থিনিস।
৩৪) ভারতে নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক হলেন—
ক) রামচন্দ্র গুহ, খ) রনজিৎ গুহ,
গ) সুমিত সরকার, ঘ) রজনীপাম দত্ত।
৩৫) সুলতান মাহমুদের একজন সভাকবির নাম হল—
ক) এনায়েত খান, খ) সুজন রায় ক্ষত্রি,
গ) বদায়ুনি, ঘ) কবি ফেরদৌসী।
৩৬) আমির খসরুর লেখা একটি গ্রন্থের নাম হল—
ক) তারিখ ই ফিরোজশাহী, খ) মুন্তাখাব উল লুবাব,
গ) তারিখ ই আলাই, ঘ) ফতোয়া ই জাহান্দারী।
৩৭) পাদশাহনামা থেকে কোন মুঘল শাসকের কথা জানা যায়?
ক) আকবার, খ) শাহজাহান,
গ) জাহাঙ্গীর, ঘ) ঔরাঙ্গজেব।
৩৮) হযরত মুহাম্মদের মক্কা ছেড়ে মদিনা গমনের সময়কাল থেকে কোন্ সাল গণনা করা হয়?
ক) হর্ষাব্দ, খ) শকাব্দ,
গ) গুপ্তাব্দ, ঘ) হিজরি।
৩৯) ব্রিটিশ ঐতিহাসিক জেমস মিল ভারতের ইতিহাস কে কীভাবে ভাগ করেছেন?
ক) হিন্দু, মুসলিম ও ব্রিটিশ
খ) আদি মধ্য, মধ্য ও আধুনিক
গ) মধ্য, আধুনিক ও উত্তরাধুনিক
ঘ) প্রাচীন, মধ্য ও আধুনিক।
৪০) ভারতের ইতিহাসে ৬০০ থেকে ১৩০০ সাল পর্যন্ত সময়কালকে কী নামে অভিহিত করা হয়?
ক) মধ্যযুগ, খ) উত্তরা আধুনিক যুগ,
গ) আদি মধ্যযুগ, ঘ) পরবর্তী মধ্যযুগ।
------------xx-----------
এই অধ্যায়ের আরও প্রশ্ন ও উত্তর :
- একাদশ শ্রেণি। প্রথম অধ্যায়। সঠিক উত্তর। সেট - ১
- একাদশ শ্রেণি। প্রথম অধ্যায়। সঠিক উত্তর। সেট - ২
- একাদশ শ্রেণি। প্রথম অধ্যায়। সঠিক উত্তর। সেট - ৩
- একাদশ শ্রেণি। প্রথম অধ্যায়। সঠিক উত্তর। সেট - ৪
- একাদশ শ্রেণি। প্রথম অধ্যায়। সঠিক উত্তর। সেট - ৫
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন