প্রাচীন প্রস্তর যুগ বলতে কী বোঝ?
প্লেইস্টোসিন যুগের শেষ ভাগে (৫০ হাজার - ১৫ হাজার আগে) পৃথিবীতে প্রায়-মানুষেরা ( হোমো ইরেক্টাস) পাথরকে আকারগত পরিবর্তন না করেই হাতিয়ার হিসাবে ব্যবহার করত। তাই তাদের হাতিয়ারগুলি হত অমসৃণ ও বৃত্তাকার। এই ধরণের অস্ত্র ব্যবহারকারী মানুষের সময়কালকে (যুগকে) 'প্রাচীন প্রস্তর যুগ' বলা হয়।
প্রাচীন প্রস্তর যুগের সময়কাল :
প্রাচীন প্রস্তর যুগের শুরু হয় ৫০ হাজার বছর আগে এবং শেষ হয় প্রায় ১৫ হাজার খ্রিষ্টপূর্বাব্দে
প্রাচীন প্রস্তর যুগের বৈশিষ্ট্য ঃ- প্রাচীন প্রস্তর যুগের শুরু হয় ৫০ হাজার বছর আগে এবং শেষ হয় প্রায় ১৫ হাজার খ্রিষ্টপূর্বাব্দে
- এই যুগের মানুষ বিভিন্ন ধরণের পাথর ও হাড়ের তৈরি হাতিয়ার ব্যবহার করত।
- এই পর্বের মানুষ পাথরকে আকারগত পরিবর্তন না করেই হাতিয়ার হিসাবে ব্যবহার করত। তাই তাদের হাতিয়ারগুলি হত অমসৃণ ও বৃত্তাকার।
- এই যুগের শেষ দিকে মানুষ তীরধনুক আবিষ্কার করে।
- এই পর্বের মানুষ জীবিকা নির্বাহ করত পশু শিকার, ফলমূল সংগ্রহ এবং মাছ ধরে।
- এই সময় মানুষ আগুনের ব্যবহার জানত না। তাই তারা কাঁচা মাংস খেত।
- মানুষ ছোট ছোট গোষ্ঠীবদ্ধ হয়ে বসবাস করত। অর্থাৎ তাদের মধ্যে এই সময় সামাজিক ধারণা গড়ে উঠেছিল।
- এই সমাজ ছিল মাতৃতান্ত্রিক। কারণ, পরিবার ও সমাজজীবনে পুরুষের তুলনায় নারীর প্রাধান্য ছিল খাদ্য সংগ্রহে এবং সন্তান লালন-পালনে তাদের গুরুত্বপুর্ন ভুমিকার কারণে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন