ক্রীতদাস বলতে কী বোঝ?
প্রাচীন গ্রিসে কীভাবে ক্রীতদাস সৃষ্টি হত?
ক্রীতদাস :
ক্রীতদাস কাদের বলা হবে, এ বিষয়ে সমাজবিজ্ঞানীদের মধ্যে মতপার্থক্য রয়েছে। ডিও ক্রাইসস্টম ক্রীতদাসদের গবাদি পশুর সঙ্গে তুলনা করে বলেছেন, গবাদি পশু যেমন তাঁর প্রভুর সম্পত্তি, ঠিক তেমনি ক্রীতদাস হল একজন প্রভুর ব্যক্তিগত সম্পত্তি, যা তিনি ইচ্ছামত বিক্রয় কিম্বা কোন উৎপাদনের কাজে লাগাতে পারে।
প্রখ্যত গ্রিক দার্শনিক অ্যারিস্টটল বলছেন, ক্রীতদাস হল এমন এক সত্তা যার কোন পৃথক বা স্বাধীন অস্তিত্ব নেই। প্রভুর মালিকানাধীনে থাকার ওপরই তার অস্তিত্ব নির্ভর করে এবং এটাই প্রকৃতিরই বিধান।
সুতরাং প্রাচীন গ্রিসের সমাজব্যবস্থা অনুযায়ী, ক্রীতদাস হল এক ধরণের মানব সম্পদ, যা প্রকৃতির বিধান অনুযায়ী তার প্রভুর মানিকানাধীন থাকতে বাধ্য এবং প্রভু তার নিজের ইচ্ছামত তাকে ক্রয়, বিক্রয় কিম্বা বিভিন্ন উৎপাদন কর্মে নিয়োগ করতে পারে।
ক্রীতদাস প্রথা :
প্রাচীন গ্রিসের সমাজ ব্যবস্থায় প্রচলিত এবং আইনি স্বীকৃতিপ্রাপ্ত ক্রীতদাসদের ক্রয়, বিক্রয় ও প্রভুর নিজস্ব ইচ্ছা অনুযায়ী তাকে উৎপাদন কিম্বা সৃষ্টিশীল কাজে নিয়োগ করার অধিকার সম্বলিত সামাজিক প্রথার নাম ক্রীতদাস প্রথা। খ্রিষ্টপূর্ব ৩ হাজার বছর পূর্ব থেকে গ্রিসে এই প্রথা চালু ছিল বলে জানা যায়।
ক্রীতদাস সৃষ্টি কীভাবে?
প্রাচীন গ্রিসের অধিকাংশ নগররাষ্ট্রে (পলিসে) ক্রীতদাস ব্যবস্থার প্রচলন ছিল। সমাজবিজ্ঞানীরা গ্রিসে ক্রীতদাস প্রথার উৎপত্তি সম্পর্কে বেশ কিছু কারণকে চিহ্নিত করেছেন।
- যুদ্ধবন্দি : কোন প্রতিবেশি দেশের সঙ্গে যুদ্ধ বাধলে পরাজিত দেশের যুদ্ধবন্দি, তাদের স্ত্রী, সন্তানসন্ততিসহ বহু মানুষকে বিজয়ী দেশের সেনাপতিরা ধরে আনত এবং দাস-ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দিত।
- জন্মসুত্র : ক্রীতদাসদের সন্তানসন্ততি জন্মসুত্রে ক্রীতদাস হয়ে যেত।
- অপহরণ : ক্রীতদাস সৃষ্টির একটি অন্যতম কারণ হল অপহরণ। অনেক সময় শিশু সন্তানদের অপহরণ করে ক্রীতদাস হিসাবে বিক্রি করে দেওয়া হত।
- দারিদ্রতা : দারিদ্রের কারণেও অনেক সময় পিতামাতারা তাদের সন্তানকে ক্রীতদাস হিসাবে বিক্রি করে দিত।
- ঋণ পরিশোধ : ঋণ পরিশোধ না করতে পারার কারণেও অনেকে ঋণদাতার কাছে ঋণ গ্রহণকারী ক্রীতদাস হিসাবে বিক্রি হয়ে যেত।
- জলদস্যুদের আক্রমণ : গ্রিসের জলদস্যুরাও সেখানকার ক্রীতদাস সৃষ্টিতে ভূমিকা রাখত। অনেক সময় তারা বিদেশি জাহাজ আক্রমণ করে নাবিকদের ধরে এনে ক্রীতদাস হিসাবে বিক্রি করে দিত।
- আমদানি : অনেক সময় থ্রেস, থেসালি, সিথিয়া, লিডিয়া, সিরিয়া, মিশর, আরব প্রভৃতি দেশ থেকেও গ্রিসের ব্যবসায়িরা ক্রীতদাস আমদানি করে চাহিদা মেটাত।
এভাবে বিভিন্ন উপায়ে প্রাচীন গ্রিসে ক্রীতদাস ব্যবস্থা গড়ে উঠেছিল। এই ব্যবস্থা গ্রিসের অর্থনৈতিক ও সামাজ ব্যবস্থাকে গভীরভাবে প্রভাবিত করেছিল।
-------XX--------
বিকল্প প্রশ্ন :
১) ক্রীতদাস প্রথা কী? প্রাচীন গ্রিসে ক্রীতদাস প্রথা গড়ে ওঠার কারণ কী ছিল?
আরও পড়তে পারো -
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন