পলিস কী?
খ্রিষ্টপূর্ব পঞ্চম থেকে ষষ্ঠ শতকে মধ্যবর্তী সময়ে গ্রিসে প্রায় ১৫০০ টি ছোট ছোট রাষ্ট্র বা সিটি স্টেট গড়ে ওঠে। এগুলির যাবতীয় কাজকর্মে নাগরিকরাই প্রত্যক্ষভাবে অংশ গ্ৰহণ করত। এই ছোট রাষ্ট্রগুলো পলিস বা নগর-রাষ্ট্র নামে পরিচিত।
যেমন - এথেন্স, স্পার্টা ইত্যাদি।
----------x--------
বিকল্প প্রশ্ন
১) নগর-রাষ্ট্র বলতে কী বোঝো? দুটি নগর রাষ্ট্রের উদাহরণ দাও।
- পালিস বা নগর-রাষ্ট্র সংক্রান্ত আরো প্রশ্ন
জিমনাসিয়াম কি
উত্তরমুছুন