মহাজনপদ কী? মহাজনপদের বৈশিষ্ট্য সংক্ষেপে লেখো।
What is Mahajanapada? Briefly write the characteristics of Mahajanapada.
মহাজনপদ কী :
'মহা' অর্থ বৃহৎ। 'জনপদ' কথার অর্থ 'নির্দিষ্ট ভূখণ্ডসহ জনসমষ্টি। অর্থাৎ ক্ষুদ্র রাজ্য। খ্রীষ্টপূর্ব ষষ্ঠ শতকের আগে ভারতে উপজাতি গোষ্ঠীভিত্তিক ছোট ছোট জনপদ গড়ে উঠেছিল। এই জনপদ গুলি পরস্পরের ভূখণ্ড দখল করার তাগিদে নিজেদের মধ্যে সব সময় সংঘর্ষে লিপ্ত থাকতো। এই সংঘর্ষে জয় পরাজয়ের সূত্র ধরেই উত্তর ভারতে একাধিক জনপদ সংযুক্ত হয়ে যেত। ফলে বৃহৎ জনপদ বা রাজ্যের জন্ম হয়। এই ধরনের বৃহৎ জনপদ বা রাজ্যগুলি 'মহাজনপদ' নামে পরিচিত হয়।
খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীর তিনটি উল্লেখযোগ্য মহাজনপদের নাম হলো মগধ (রাজতান্ত্রিক), বৃজি ও মল্ল (প্রজাতান্ত্রিক)।
মহাজনপদের বৈশিষ্ট্য :
এই মহাজনপদগুলির ভৌগোলিক অবস্থান ও রাজনৈতিক চরিত্র বিশ্লেষণ করলে কয়েকটি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়।১) উত্তর ভারত কেন্দ্রিক অবস্থান :
ডক্টর হেমচন্দ্র রায়চৌধুরী মতে, মহাজনপদ গুলির অধিকাংশের অবস্থান ছিল বিহার, উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশের বিভিন্ন অঞ্চলে। পাঞ্জাব অঞ্চলে ছিল দুটি। একমাত্র ব্যতিক্রম ছিল অশ্মক মহাজনপদ। এটি কেবলমাত্র দক্ষিণ ভারতে অবস্থিত ছিল।২) রাজনৈতিক ঐক্যের অভাব :
৩) শাসনব্যবস্থার প্রকৃতি :
মহাজনপদ গুলির রাজনৈতিক চরিত্র বা শাসন ব্যবস্থার প্রকৃতি ছিল প্রধানত রাজতান্ত্রিক। ব্যতিক্রম ছিল বৃজি ও মল্ল। এরা ছিল প্রজাতান্ত্রিক শাসন ব্যবস্থায় বিশ্বাসী।৪) প্রতিবেশীর প্রতি বিদ্বেষ ভাব :
মহাজনপদগুলির পারস্পরিক বিরোধের ফলে প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্কের ধারণা গড়ে ওঠেনি। এরা একে অপরের বিরুদ্ধে বৈদেশিক আক্রমণকে সহায়তা দান করত।৫) চার রাজ্যের প্রাধান্য :
এই সময় ১৬ টি মহাজনপদের মধ্যে অধিকাংশই ছিল দুর্বল প্রকৃতির। ব্যতিক্রম ছিল কুশল মগধ অবন্তি ও বৎস। এরা দীর্ঘদিন তাদের আধিপত্য বজায় রেখেছিল।৬) মগধের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা :
উপরের চারটি জনপদের মধ্যে একক শ্রেষ্ঠত্ব অর্জন করে মগধ। পরবর্তীকালে খ্রিস্টপূর্ব চতুর্থ শতকে মগধকে কেন্দ্র করেই একটি কেন্দ্রীয় রাজশক্তি আত্মপ্রকাশ করে। মগধের নেতৃত্বে ভারতের প্রথম সুবৃহৎ সাম্রাজ্যের সূচনা হয়।মন্তব্য :
বস্তুত, মহাজনপদগুলোর পারস্পরিক দ্বন্দ্বের মধ্য দিয়ে মগধের শ্রেষ্ঠত্ব অর্জন ভারতবর্ষের ইতিহাসে তাৎপর্যপূর্ণ ঘটনা। কেননা, পরবর্তীকালে মগধকে কেন্দ্র করেই ভারতে সাম্রাজ্যবাদী শাসনের সূচনা হয়। ঐতিহাসিক ডক্টর রমেশচন্দ্র মজুমদার এই বিষয়টিকে সামনে রেখে মহাজনপদের যুগকে ‘রাজকীয় ঐক্যের যুগ’ বলে অভিহিত করেছেন।
------------- ## -----------
বিকল্প প্রশ্ন :
১) মহাজনপদ বলতে কী বোঝ? খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে গড়ে ওঠা মহাজনপদগুলোর প্রকৃতি বিশ্লেষণ করো।
অথবা :
মহাজনপদ কাকে বলে? খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে গড়ে ওঠা মহাজনপদগুলোর রাজনৈতিক চরিত্র বিশ্লেষণ করো।
এই বিভাগের অন্যান্য প্রশ্ন :
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন