জনপদ কী? কীভাবে প্রাচীন ভারতে জনপদের উৎপত্তি হয়?
জনপদ কী :
'জন' শব্দের অর্থ উপজাতি বা জনগোষ্ঠী। 'পদ' শব্দের অর্থ পা। চার্লস ল্যানম্যান-এর মতে, নির্দিষ্ট কোন জাতিগোষ্ঠী যখন কোন নির্দিষ্ট কোন ভৌগোলিক এলাকায় বসতি গড়ে তোলে তখন সেই ভৌগোলিক এলাকাকে 'জনপদ' বলে।
কৌটিল্য জনপদ বলতে নির্দিষ্ট ভূখণ্ড ও জনসমষ্টিকে বুঝিয়েছেন। এই জনপদে একদিকে থাকবে বিচক্ষণ উচ্চবর্ণের মানুষ বা প্রভু। অন্যদিকে থাকবে - ১) পর্যাপ্ত পরিমাণ উর্বর জমি এবং ২) সেই ভূখন্ডে থাকবে প্রচুর পরিশ্রমী কৃষক যাদের কর প্রদানের চাপ ও শাস্তি সহ্য করার ক্ষমতা থাকবে।
জনপদ গড়ে ওঠার কারণ (পটভূমি) :
- আর্যদের আগমন : আনুমানিক খ্রিস্টপূর্ব ১৫০০ অব্দে আর্যরা ভারতে প্রবেশ করে। এর ছিল যাযাবর প্রকৃতির । কারণ, পশু খাদ্যের সন্ধানে তারা বসবাসের জায়গা পরিবর্তন করত। তবে তারা গোষ্ঠীবদ্ধ জীবন যাপন করত। তাই এদের 'জন' (জনগোষ্ঠী বা উপজাতি) বলা হত।
- জনসংখ্যা বৃদ্ধি : সপ্ত সিন্ধু এলাকায় উর্বর ভূমির কল্যাণে আর্যদের মধ্যে স্থায়ীভাবে বসবাসের প্রবণতা বাড়ে। ফলে নির্দিষ্ট এলাকায় জনসংখ্যা বাড়তে থাকে। ক্রমশ তারা অর্ধ-যাযাবর জীবনে অভ্যস্ত হয়ে পড়ে।
- কৃষির প্রচলন : এর পর তারা কৃষিকাজ শিখে ফেলে। ফলে স্থায়ীভাবে বসবাসের প্রবণতা আরও বাড়ে, যা জনপদ গড়ে ওঠার পথ প্রশস্ত করে।
- লোহার ব্যবহার ও উৎপাদন বৃদ্ধি : ইতিমধ্যে লোহার আবিষ্কার ও তার ব্যবহার শুরু হওয়ায় বনজঙ্গল কেটে তারা কৃষি জমি উদ্ধার করতে সক্ষম হয়। ফলে কৃষি উৎপাদন বৃদ্ধি পায়। এই সুত্রে স্থায়ীভাবে গোষ্ঠীবদ্ধ জীবনে অভ্যস্ত হয়ে পড়ে মানুষ।
- উদ্বৃত্তের ধারণা : কৃষি উৎপাদন বৃদ্ধি পেলে আর্য সমাজে উদ্বৃত্তের ধারণা জন্মায়। উদ্বৃত্ত উৎপাদনের মালিকানা নিয়ে সমাজে সংকট তৈরি হয়।
- গোষ্ঠী সংঘর্ষ : এই বাড়তি উৎপাদনের মালিকানা ও কৃষি জমি নিয়ন্ত্রণকে কেন্দ্র করে শুরু হয় গোষ্ঠী সংঘর্ষ। এই পর্বে আর্য সমাজে নেতার উদ্ভব ঘটে। এই নেতা-ই ক্রমে সামরিক নেতা বা শাসকের পদ সৃষ্টি করে। জনপদ-এর এই পদ 'জনপদিন' নামে পরিচিত।
- কারুশিল্পের বিকাশ : কৃষি জমি উদ্ধার ও কৃষি উৎপাদন বৃদ্ধি পাওয়ায় জীবনের নিরাপত্তা বাড়ে। ফলে স্থায়ীভাবে বসবাসের প্রবণতার সাথে সাথে কারুশিল্পের বিকাশ ঘটে। কৃষি পণ্য ও মাটি ভিত্তিক শিল্প উৎপাদন শুরু হয়। ফলে আর্য সমাজে শিল্প নির্ভর নগর জীবনের সূচনা হয়, যা ছিল জনপদ-এর অন্যতম প্রধান উপাদান।
মূলত, এভাবেই খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে উত্তর ভারতে আর্য জনগোষ্টির নিয়ন্ত্রণে নিম্নবর্গের মানুষদের শ্রমের ওপর ভিত্তি করে জনপদের জন্ম হয়।
--------------xx-------------
বিকল্প প্রশ্ন :
১) জনপদ কাকে বলে ? কীভাবে প্রাচীন ভারতে জনপদের উৎপত্তি হয়?
অথবা
জনপদ বলতে কী বোঝো? খ্রীষ্টপূব ষষ্ঠ শতকে উত্তর ভারতে জনপদ গড়ে ওঠার পটভূমি ব্যাখ্যা করো।
এই বিভাগের অন্যান্য প্রশ্ন :
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন