কৌটিল্য কে ছিলেন?
কৌটিল্য কে ছিলেন? |
কৌটিল্য ছিলেন প্রাচীন ভারতের একজন বিখ্যাত কূটনীতিক ব্রাহ্মণ। তিনি ‘চাণক্য’ নামেও খ্যাতি লাভ করেছেন। তাঁর প্রকৃত নাম বিষ্ণু গুপ্ত বলেও কোন কোন গবেষক উল্লেখ করেছেন।
কৌটিল্য ছিলেন মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধান পরামর্শদাতা এবং পরবর্তীকালে তাঁর প্রধানমন্ত্রী। বিভিন্ন কারণে তিনি প্রাচীন ভারতের ইতিহাসে খ্যাতি লাভ করে আছেন।
- প্রথমত তিনি ছিলেন প্রাচীন ভারতের প্রথম বরেণ্য রাষ্ট্রচিন্তাবিদ। ‘অর্থশাস্ত্র’ লেখার মাধ্যমে তিনি এই খ্যাতি অর্জন করেছেন।
- অর্থশাস্ত্রের মূল বিষয় রাষ্ট্রনীতি হলেও এখানে তিনি তৎকালীন সময়ের (মৌর্য যুগের) সমাজ, অর্থনৈতিক ব্যবস্থা ব্যাখ্যা করেছেন।
- এই গ্রন্থে তিনি একজন রাজার অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতি কিভাবে পরিচালিত হওয়া উচিত সে বিষয়ে প্রয়োজনীয় উপদেশ প্রদান করেছেন যা তৎকালীন ভারতে বিশেষভাবে প্রশংসিত হয়েছিল।
- রাষ্ট্রচিন্তা বিদ ছাড়াও তিনি একজন তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন কূটনীতিবিদ ও শাস্ত্রজ্ঞ পন্ডিত হিসেবে খ্যাতি লাভ করেছিলেন।
- আধুনিক রাষ্ট্রচিন্তাবিদ ম্যাকিয়াভেলির মতো তিনিও রাজাকে রাষ্ট্রের প্রয়োজনে নীতি-নৈতিকতা বর্জন করার পরামর্শ দিয়েছিলেন।
আর এ কারণেই কৌটিল্যকে কেউ কেউ ‘ভারতের মেকিয়াভেলি’ বলে অভিহিত করে থাকেন।
--------------xx-------------
বিকল্প প্রশ্ন ও উত্তর :
- কৌটিল্য কীজন্য বিখ্যাত?
- কৌটিল্যের অপর নাম কী? তাঁর সংক্ষিপ্ত পরিচয় দাও।
- কাকে কেন ভারতের ম্যাকিয়াভেলি বলা হয়?
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন