কোয়াটারনারি যুগের সময়কাল ও বৈশিষ্ট্য
আজ থেকে প্রায় ২০ লক্ষ বছর আগে থেকে শুরু হওয়া এবং বর্তমান সময়কাল পর্যন্ত বিস্তৃত সময়কালকে কোয়াটারনারি যুগ বলে।
এই যুগের প্রধান প্রধান বৈশিষ্ট্য হল ঃ
১) এই যুগের বেশিরভাগ সময় জুড়ে তুষার যুগ (Ice Age) বর্তমান ছিল।
২) বারবার আবহাওয়ার পরিবর্তনের ফলে বহু প্রজাতির প্রাণী বিলুপ্ত হয়ে যায়। মাটির বর্তমান গঠন প্রক্রিয়া সম্পূর্ণ হয়, আধুনিক মানুষের আবির্ভাব হয় এবং মানব সভ্যতার সূচনা হয়।
৩) মানুষের মধ্যে উদ্ভাবনী ক্ষমতা ও সমাজবদ্ধ হওয়ার চিন্তা দানা বাঁধে, ফলে পাথরের হাতিয়ার তৈরি করে, কৃষি কাজের কৌশল আবিষ্কার, আগুনের ব্যবহার শেখে, রাষ্ট্রব্যবস্থার সূচনা করে। মানুষ ধাতুর ব্যবহার শেখে এবং নগর সভ্যতার সূচনা হয়।
----------x--------
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন