কোয়াটারনারি যুগের সময়কাল ও বৈশিষ্ট্য
আজ থেকে প্রায় ২০ লক্ষ বছর আগে থেকে শুরু হওয়া এবং বর্তমান সময়কাল পর্যন্ত বিস্তৃত সময়কালকে কোয়াটারনারি যুগ বলে।এই যুগের প্রধান প্রধান বৈশিষ্ট্য হল ঃ
১) এই যুগের বেশিরভাগ সময় জুড়ে তুষার যুগ (Ice Age) বর্তমান ছিল। মোট ৪ বার তুষার যুগের আবির্ভাগ হয়।
২) বারবার আবহাওয়ার পরিবর্তনের ফলে বহু প্রজাতির প্রাণী পরিবর্তিত পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে না পেরে বিলুপ্ত হয়ে যায়। যেমন, ম্যামথ, ধীরগতির স্তন্যপায়ী প্রাণী এবং বিশালাকার পাখি।
৩) এই যুগেই মাটির বর্তমান গঠন প্রক্রিয়া সম্পূর্ণ হয়।
৪) এই যুগে আধুনিক মানুষের আবির্ভাব হয়। এবং মানব সভ্যতার সূচনা হয়।
৫) মানুষের মধ্যে উদ্ভাবনী ক্ষমতা ও সমাজবদ্ধ হওয়ার চিন্তা দানা বাঁধে।
৬) এই যুগের প্রথম পর্বের ( প্লেইস্টোসিন যুগের ) শেষ ভাগে উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে মানুষ পাথরের হাতিয়ার তৈরি করে। ফলে মানুষ প্রস্তর (প্রাচীন প্রস্তর যুগে) যুগে প্রবেশ করে।
৭) এই যুগের দ্বিতীয় পর্বে ( হোলোসিন যুগের ) নব্যপ্রস্তর যুগে মানুষ কৃষি কাজের কৌশল আবিষ্কার, আগুনের ব্যবহার শেখে রাষ্ট্রব্যবস্থার সূচনা করে।
৮) এই যুগের দ্বিতীয় পর্বে ( হোলোসিন যুগের ) প্রথম ভাগে অর্থাৎ নব্যপ্রস্তর যুগের শেষ ভাগে মানুষ ধাতুর ব্যবহার শেখে এবং নগর সভ্যতার সূচনা হয়।
---------x--------
বিকল্প প্রশ্ন ঃ
১) কোয়াটারনারি যুগের সময়কাল উল্লেখ করো। এই যুগের বৈশিষ্ট্য লেখ। ( প্রশ্নের মান - ১ )
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন