হোমো স্যাপিয়েন্স ও বৈশিষ্ট্যগুলো
'হোমো স্যাপিয়েন্স' কথার অর্থ হল 'বুদ্ধিমান মানুষ'। হোমো ইরেক্টাস ( দণ্ডায়মান মানুষ) নামে মানব প্রজাতির দীর্ঘ বিবর্তনের মাধ্যমে প্লেইস্টোসিন যুগের শেষ পর্বে যে 'বুদ্ধিমান মানুষ' মানব প্রজাতির আবির্ভাব হয়, তাকে হোমো স্যাপিয়েন্স বা আধুনিক মানুষ বলা হয়।
উদাহরণ - নিয়ান্ডারথাল মানব।
হোমো স্যাপিয়েন্স-এর বৈশিষ্ট্য ঃ
১) এদের আবির্ভাব হয় দেড় লক্ষ থেকে দুই লক্ষ বছর আগে।
২) এরা উদ্ভাবনী ক্ষমতার অধিকারী ছিলেন, সমাজ গড়ার গুরুত্ব উপলব্ধি করেছিলেন, ৪) মাথার খুলির আয়তন ছিল প্রায় ১৪০০ সিসি, ৫) সোজা হয়ে হাঁটতে পারত, ৬) পাথরের হাতিয়ার তৈরিতে পারদর্শী ছিল, এবং ৭) আগুনের ব্যবহার জানত।
-------x--------
বিকল্প প্রশ্ন ঃ
১) হোমো স্যাপিয়েন্স কাদের বলা হয়? হোমো স্যাপিয়েন্স-এর বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। (প্রশ্নের মান - ৮)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন