নবজীবীয় যুগের শ্রেণি বিভাগ
আজ থেকে ৬ কোটি ৫০ লক্ষ বছর আগে শুরু হওয়া এবং বর্তমান সময় পর্যন্ত বিস্তৃত সময়কালকে নবজীবীয় যুগ বলে।
এই যুগকে দুই ভাগে ভাগ করা হয়। যথা -
১) টারসিয়ারি যুগ (৬ কোটি ৫০ লক্ষ বছর - ২০ লক্ষ বছর পর্যন্ত)
২) কোয়াটারনারি যুগ ( ২০ লক্ষ বছর - আজ পর্যন্ত)
---------x--------
মনে রেখো ঃ এই প্রশ্নে বিভিন্ন যুগের সময়কাল চাওয়া হয়নি। তাই পরীক্ষার খাতায় বন্ধনীর মধ্যে দেওয়া সময়কাল উল্লেখ করার দরকার নেই।
মনে রাখার ও বোঝার সুবিধার জন্য এখানে দেওয়া হয়েছে।
এই বিভাগের আরও প্রশ্ন ও উত্তর পেতে এখানে ক্লিক করো।
Cenozoic age class division
The period, which was beginning about 65 million years ago and extending to the present day is called the Cenozoic Age.
This era is divided into two parts. Namely –
1) Tertiary Age (up to 65 million years - 200 million years)
2) Quaternary Era (200 million years - till date)
---------x--------
Note: This question does not ask for the duration of different eras. Hence there is no need to mention the period given in brackets in the answer sheets.
Given here for ease of remembering and understanding.
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন