একাদশ শ্রেণি । দ্বিতীয় অধ্যায়। আদিম মানব থেকে প্রাচীন সভ্যতাসমূহ :
দ্বিতীয় অধ্যায়ের সিলেবাস দেখো এখানে ক্লিক করে
সংক্ষিপ্ত উত্তরভিত্তিক গুরত্বপূর্ণ (SAQ) প্রশ্ন :
উত্তর পেতে নিচের প্রশ্নের ওপর ক্লিক করো।
দ্বিতিয় অধ্যায় পর্ব - ২.১ :
সময়ের ধারায় যুগ : প্লেইস্টোসিন থেকে তাম্র-ব্রোঞ্জ যুগ।
( এই অধ্যায় থেকে সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন (SAQ) থাকবে না )
- পৃথিবীর গঠনগত চরিত্র ও প্রাণের বিকাশের ওপর ভিত্তি করে পৃথিবীর সময়কালকে কয় ভাগে ভাগ করা হয়েছে এবং কী কী?
- আর্কিওজোয়িক যুগ, প্রোটেরোজোয়িক যুগ, পুরাজীবীয় যুগ, মধ্যজীবীয় যুগ এবং নবজীবীয় যুগের সময়কাল উল্লেখ করো।
- নবজীবীয় যুগকে কয়ভাগে ভাগ করা হয় ও কী কী?
- টারসিয়ারি যুগের সময়কাল উল্লেখ করো। এই যুগের বৈশিষ্ট্য লেখ।
- কোয়াটারনারি যুগের সময়কাল উল্লেখ করো। এই যুগের বৈশিষ্ট্য লেখ।
- কোয়াটারনারি যুগকে কয়ভাগে ভাগ করা হয় কী কী? এদের সময়কাল উল্লেখ করো।
- প্লেইস্টোসিন যুগের সময়কাল লেখো। এই যুগটি কোন পাথরের যুগের সমসাময়িক?
- হোমো স্যাপিয়েন্স কী? এই প্রজাতির বৈশিষ্ট্যগুলো সংক্ষেপে লেখ।
- হাতিয়ারের ক্রমোন্নতির ভিত্তিতে পাথরের যুগকে কয়ভাগে ভাগ করা হয় এবং কী কী?
- প্রাচীন প্রস্তর বলতে কী বোঝ? এই যুগের সময়কাল উল্লেখ করো। এই যুগের দুটি বৈশিষ্ট্য লেখো।
- 'মধ্যপ্রস্তর যুগ' বলতে কোন সময়কালকে বোঝানো হয়? এই যুগের দুটি বৈশিষ্ট্য লেখো।
- 'নব্য প্রস্তর যুগ' কাকে বলে? এই যুগের দুটি প্রধান বৈশিষ্ট্য উল্লেখ করো।
- প্রাচীন যুগের ইতিহাসে নব্য প্রস্তর যুগের দুটি গুরুত্ব লেখো।
- 'তাম্রপ্রস্তর যুগ' বলতে কী বোঝ? এই যুগের বৈশিষ্ট্য কী ছিল?
দ্বিতিয় অধ্যায় পর্ব - ২.২ :
প্রাচীন আফ্রিকা এবং আদিম মানুষ।
- মানব প্রজাতির উৎপত্তি বিষয়ে ভ্রান্ত ধারণাটি কী?
- মানব প্রজাতির উৎপত্তি বিষয়ে ডারউইন কী বলেছেন?
- পৃথিবীর প্রাচীনতম মানুষের নিদর্শন কোথায় পাওয়া গেছে? এটা কত প্রাচীন?
- এপ কথার অর্থ কী? বর্তমানে পৃথিবীতে কয় প্রজাতির এপ টিকে আছে?
- আধুনিক মানুষের পুর্বসুরি হিসেবে লুই লিকি কোন প্রজাতির এপ-কে চিহ্নিত করেছেন?
- আধুনিক মানুষের পুর্বসুরি হিসেবে ফিলিপ টোবিয়াস কোন প্রজাতির এপ-কে চিহ্নিত করেছেন?
- আধুনিক মানুষের পুর্বসুরি হিসেবে টিম হোয়াইট ও জোহানসন কোন প্রজাতির এপ-কে চিহ্নিত করেছেন?
- ইজিপ্টোপিথেকাস কাদের বলা হয়? কে কতসালে কোথা থেকে এদের জিবাশ্ম আবিষ্কার করেছেন?
- ইজিপ্টোপিথেকাসদের সময়কাল উল্লেখ করো।
- ড্রায়োপিথেকাস কাদের বলা হয়? এদের প্রধান দুটো শাখার নাম লেখো। এদের কোন শাখা থেকে আধুনিক মানুষের উদ্ভব হয় বলে ঐতিহাসিকরা মনে করেন?
- ড্রায়োপিথেকাসদের সময়কাল উল্লেখ করো।
- রামাপিথেকাস কাদের বলা হয়? ভারতের কোথায় এদের সন্ধান পাওয়া গেছে?
- রামাপিথেকাসদের সময়কাল উল্লেখ করো।
- ভারতের বাইরে আর কোথায় রামাপিথেকাস প্রজাতির জীবাশ্ম পাওয়া গেছে?
- রামাপিথেকাস প্রজাতির বৈশিষ্ট্য উল্লেখ করো।
- অস্ট্রালোপিথেকাস বলতে কাদের বোঝানো হয়? এদের জীবাশ্ম কোথায় পাওয়া গেছে?
- অস্ট্রালোপিথেকাসদের সময়কাল লেখো। এদের বৈশিষ্ট্য উল্লেখ করো
- 'লুসি' কী?
- 'হোমো হাবিলিস' শব্দের অর্থ কী? কে কত সালে কোথায় এদের জীবাশ্ম আবিষ্কার করেন?
- হোমো হাবিলিস'রা কত বছর ( সময়কাল ) পৃথিবীতে টিকে ছিল?
- হোমো হাবিলিস'দের বৈশিষ্ট্য উল্লেখ করো।
- 'হোমো ইরেক্টাস' কথার অর্থ কী? কে কত সালে কোথায় এদের জীবাশ্ম আবিষ্কার করেন?
- হোমো ইরেক্টাস'দের বৈশিষ্ট্য উল্লেখ করো।
- হোমো ইরেক্টাস'রা কত বছর ( সময়কাল ) পৃথিবীতে টিকে ছিল?
- কাদের আধুনিক মানব প্রজাতির প্রত্যক্ষ পূর্বসুরি হিসেবে গণ্য হয়?
- 'জাভা মানব' কাদের বলা হয়? কে কত সালে কোথায় এদের জীবাশ্ম আবিষ্কার করেন?
- 'জাভা মানব' অন্য কী নামে পরিচিত?
- 'সিনানথ্রোপাস' কাদের বলা হয়? এরা অন্য কী নামে পরিচিত?
- কে কত সালে কোথায় 'সিনানথ্রোপাস'দের জীবাশ্ম আবিষ্কার করেন?
- 'সিনানথ্রোপাস'দের সময়কাল উল্লেখ করো।
- 'হোমো স্যাপিয়েন্স' কথার অর্থ কী? এদের উৎপত্তি কখন ( কোন যুগে ) হয়?
- হোমো স্যাপিয়েন্স কাদের বলা হয়? কত সালে কোথায় এদের জীবাশ্ম আবিষ্কার করেন?
- হোমো স্যাপিয়েন্স'রা অন্য কী নামে পরিচিত?
- হোমো স্যাপিয়েন্স'দের বৈশিষ্ট্য উল্লেখ করো।
- হোমো স্যাপিয়েন্স স্যাপিয়েন্স কাদের বলা হয়? এদের উৎপত্তি কখন ( কোন যুগে ) হয়?
- হোমো স্যাপিয়েন্স স্যাপিয়েন্স সময়কাল উল্লেখ করো।
- রোডেশীয় মানব কাদের বলা হয়? পৃথিবীর আর কোথায় এদের জীবাশ্ম পাওয়া?
- রোডেশীয় মানব কোন সময়কালে পৃথিবীতে বিরাজ করত।
- প্রথম পর্যায় আদিম মানুষের জীবনের ভিত্তি কী ছিল? এবং কেন?
- আদিম মানুষের সংস্কৃতিতে নারী ও পুরুষের ভূমিকা কেমন ছিল?
- ক্ল্যান ও ট্রাইব বলতে কী বোঝ? ✪✪✪
- আদিম মানুষের প্রথম পর্যায়ে তাদের পরিবার কেমন ছিল?
- আদিম মানুষ কখন তীরধনুক আবিষ্কার করে?
- আদিম মানুষ কোথা থেকে আগুনের ব্যবহার শিখেছিল? ✪✪✪
- আদিম মানুষের শিকারি জীবনের একটি যুগান্তকারী আবিষ্কারের নাম লেখো। ✪✪✪
- আগুন আবিষ্কারের ফলে আদিম মানুষের জীবনে কোন কোন ক্ষেত্রে পরিবর্তন আসে? ✪✪✪
- আদিম মানুষ সর্বপ্রথম কোন প্রাণীকে পোষ মানায়?
- কোন পরিস্থিতিতে শিকারি মানুষ পোশাকের ভাবনা শুরু করে?
- আদিম মানুষ চিত্রকলার উদ্ভব ঘটিয়েছিল কেন?
- জলবায়ু পরিবর্তনের সূচনা হয় কোন সময় থেকে?
- প্রোটেরোজোয়িক যুগ থেকে কোয়াটারনারি যুগ পর্যন্ত মোট কয়টি হিমযুগ এসেছিল? এবং কী কী?
- কোন যুগে বারবার জলবায়ুর অস্বাভাবিক পরিবর্তন লক্ষ্য করা যায়?
- প্লেইস্টোসিন যুগের অন্তর্গত উষ্ণ ও হিম যুগগুলোর নাম লেখো।
- কোন সময়ে পৃথিবীর বিভিন্ন স্থানে পর্বত সমূহের উৎপত্তি হয়?
- কোন সময় থেকে পৃথিবীর ভূমিরূপে পরিবর্তন আসতে থাকে? এবং ভূমিরূপে কী কী পরিবর্তন আসে?
- কোন সময় কীভাবে ভূপৃষ্ঠে নদি-নালার সৃষ্টি হয়?
- গোবি মরুভূমি সৃষ্টি হয়েছে কোন সময়ে?
- প্লেস্টোসিন যুগের শেষ পর্বে ভূমিরূপের কোন কোন পরিবর্তন ঘটে?
- পরিযান কী?
- 'প্রথম আফ্রিকা থেকে বহির্গমন' বলতে কী বোঝ? এই বহির্গমন কারা কোন সময় এবং কেন করেছিল?
- 'দ্বিতীয় আফ্রিকা থেকে বহির্গমন' বলতে কী বোঝ? কারা কোন সময় এবং কেন এই বহির্গমন ঘটে?
- আদিম মানুষ কোন পথে ভারতে প্রবেশ কররেছিল?
- লুসি কারা? তারা কীজন্য বিখ্যাত?
- এমন একটি মানবগোষ্ঠীর নাম করো যারা বহির্গমনে অংশ নেয়নি।
- আদিম মানুষ কোন পথে উত্তর আমেরিকায় পরিযান ঘটায়?
- আদিম মানুষ কোন পথে দক্ষিণ আমেরিকায় পরিযান ঘটায়?
- আদিম মানুষ কোন পথে অস্ট্রেলিয়ায় পরিযান ঘটায়?
দ্বিতিয় অধ্যায় পর্ব - ২.৩:
আদিম পশুপালক ও কৃষিজীবী : নদীমাতৃক সভ্যতা
- কোন সময় মানুষ পশুপালন ও কৃষিকাজ শেখে?
- কোন কোন প্রয়োজনে মানুষ পশুপালন শুরু করে?
- নব্যপ্রস্তর যুগে কীভাবে মানুষ কৃষি পদ্ধতি আবিষ্কার করে?
- কৃষির সুত্রপাতে মেয়েদের ভূমিকা লেখ।
- মানুষ সর্বপ্রথম কোন ফসলের চাষ শুরু করেছিল বলে মনে হয়?
- ভারতে কখন সর্বপ্রথম ধান চাষ শুরু হয়েছিল?
দ্বিতিয় অধ্যায় পর্ব - ২.৪:
সভ্যতার সূচনা
- ভারতের প্রাচীনতম সভ্যতার নাম কী?
- পৃথিবীর প্রাচীন সভ্যতাগুলো কোন যুগে সুত্রপাত ঘটেছিল?
- মেহেরগড় সভ্যতা বলতে কী বোঝ? কে কবে কোথায় এই সভ্যতার অস্তিত্ব খুঁজে পান?
- মেহেরগড় সভ্যতার প্রাচীনত্ব জানা গেছে কোন পরীক্ষার মাধ্যমে?
- মেহেরগড় সভ্যতার মানুষদের কীভাবে সৎকার করা হত?
- কোন সভ্যতার আমলে ভারতে কৃষি ও পশুপালন অর্থনীতির বিকাশ ঘটেছিল?
- কে কোন ঘটনাকে 'নব্য প্রস্তর যুগের বিপ্লব' বলে অবিহিত করেছেন? ✪✪✪
- কোন সময়ে মেহেরগড় সভ্যতার অবসান ঘটে?
- পৃথিবীর সর্ববৃহৎ নগর সভ্যতার নাম কী? এটি কোথায় গড়ে উঠঠেছিল?
- হরপ্পা সভ্যতা কে কতসালে আবিষ্কার করেন?
- হরপ্পা কোন নদীর তীরে অবস্থিত?
- মহেঞ্জোদারো কোন নদীর তীরে অবস্থিত?
- সিন্ধু সভ্যতাকে হরপ্পা সভ্যতা বলা হয় কেন?
- হরপ্পা সভ্যতার সুচনাকাল উল্লেখ করো।
- কোন সময় হরপ্পা সভ্যতার অবসান ঘটে?
- হরপ্পার সমসাময়িক কয়েকটি সভ্যতার নাম লেখো।
- হরপ্পা সভ্যতাকে 'প্রাগৈতিহাসিক সভ্যতা' বলা হয় কেন?
- হরপ্পা সভ্যতাকে 'নদীমাতৃক সভ্যতা' বলা হয় কেন?
- হরপ্পা সভ্যতাকে 'তাম্র-প্রস্তর যুগের সভ্যতা' বলা হয় কেন?
- হরপ্পা সভ্যতার কয়েকটি আধুনিক বৈশিষ্ট্যের উল্লেখ করো।
- হরপ্পা সভ্যতায় প্রাপ্ত লিপির নাম কী?
- হরপ্পা সভ্যতার মানুষ কয় শ্রেণিতে বিভক্ত ছিল?
- হরপ্পার অধিবাসিদের পোশাক কেমন ছিল?
- সিন্ধু লিপিতে কয়টি অক্ষর আছে?
- টোটেম কী?
- মিশরীয় সভ্যতা কোন সময়ে কোথায় গড়ে উঠেছিল?
- মিশরীয় সভ্যতার সঙ্গে কোন নদীর গভীর সম্পর্ক রয়েছে?
- 'ফ্যারাও' কাদের বলা হয়? ফ্যারাও শব্দের অর্থ কী?
- ঐক্যবদ্ধ মিশরের প্রথম ফ্যারাও কে ছিলেন? তাঁর রাজধানীর নাম কী ছিল?
- টুটেনখামেন কে ছিলেন? তিনি কীজন্য বিখ্যাত ছিলেন?
- মিশরীয় সভ্যতার সমাজ কেমন ছিল?
- পৃথিবীর প্রথম মহিলা শাসকের নাম কী?
- মিশরীয়দের লিপির নাম কী? এটা কী ধরণের লিপি?
- 'হায়রোগ্লিফিক' কথার অর্থ কী? মিশরীয় ভাষায় এর অর্থ কী?
- প্যাপিরাস কী?
- ফ্যারাওদের ক্ষমতা সম্পর্কে সাধারণ মানুষের ধারণা কেমন ছিল?
- পিরামিড কী? পিরামিড কথার অর্থ কী?
- স্ফিংস-এর মুর্তি কী? এর বৈশিষ্ট্য কী?
- কবে কোথায় প্রথম সৌরপঞ্জিকা আবিস্কৃত হয়?
- পাটিগণিত ও জ্যামিতির উদ্ভব হয় কোথায়?
- মিশরীয়দের ধর্মীয় সাহিত্য কী নামে পরিচিত?
- মিশরীয়দের সুর্য দেবতার নাম কী?
- মিশরের প্রধান দেবতার নাম কী?
- মিশরের পাপপুণ্যের বিচারের দেবীর নাম কী?
- মমি কী?
- নেক্রোপোলিস কী?
- ভ্যালি অব কিংস ও ভ্যালি অব কুইন্স কী?
- ভ্যালি অব কুইন্স-এর সবচেয়ে বড় সমাধিটি কার?
- কাকে কেন পিরামিডের দেশ বলা হয়?
- কে কখন পিরামিড তৈরির কৌশল আবিষ্কার করেন?
- মিশরের সবচেয়ে বড় পিরামিড কে বানিয়েছিলেন? অথবা, মিশরের সবচেয়ে বড় পিরামিড-এর নাম কী?
- মেসোপটেমিয়া শব্দের অর্থ কী?
- মেসোপটেমীয় সভ্যতা কখন, কোথায় গড়ে উঠেছিল?
- মেসোপটেমীয় সভ্যতাকে সুমেরীয় সভ্যতা বলা হয় কেন? কোন শহরকে কেন্দ্র করে মেসোপটেমীয় সভ্যতা গড়ে ওঠে?
- আসিরিয়া ও ব্যাবিলনিয়া বলতে কোন কোন অঞ্চলকে বোঝায়?
- সুমের কী?
- টেল কী?
- ঐতিহাসিক হেরোডোটাস কোন সভ্যতার সমসাময়িক?
- কারা কাকে কেন 'জীবন বৃক্ষ' বলত?
- সুমেরীয়দের প্রধান দেবতার নাম কী?
- 'জিগুরাত' কী? ✪✪✪
- কারা প্রথম লিখন পদ্ধতি আবিষ্কার করেছিলেন?
- সুমেরীয়দের লিপির নাম কী? কে কত সালে এই লিপির পাঠোদ্ধার করেন?
- পৃথিবীর প্রাচীনতম সাহিত্য ও মহাকাব্যের নাম কী? কারা কবে এটা রচনা করেছিল?
- গিলগামেশ কী?
- লুগাস কাদের বলা হয়? এদের কাজ কী ছিল?
- কে সুমেরীয়দের প্রাচীন আইনগুলো সংকলন করেন?
- হামুবারি কে ছিলেন? তিনি কীজন্য বিখ্যাত?
- যোগ, বিয়োগ, গুণ, ভাগ সহ গাণিতিক পদ্ধতি আবিষ্কার করেন কারা?
- কখন কীভাবে সুমেরীয় সভ্যতার পতন ঘটে?
- ঊর নগরীর ধ্বংসের সঙ্গে কোন সভ্যতার পতন সম্পর্কিত?
------------------------------
বর্ননাধর্মী বা বিশ্লেষণধর্মী উত্তর ভিত্তিক প্রশ্নোত্তর পেতে এখানে ক্লিক করো।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন