নবজাগরণের নেতিবাচক প্রভাব কী ছিল?
নবজাগরণের নেতিবাচক প্রভাব কী ছিল? |
রেনেসাঁস বা নবজাগরণের ইতিবাচক ফলাফলের সাথে কিছু নেতিবাচক প্রভাবও লক্ষ্য করা যায়। অনেক ক্ষেত্রেই তা অর্থ-সামাজিক বৈষম্য ও রাজনৈতিক অস্থিরতা তৈরি করেছে।
- সামাজিক বৈষম্য সৃষ্টি হয় : নবজাগরণের প্রভাবে ইউরোপীয় সমাজে অভিজাত শ্রেণীর প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পেলেও দরিদ্র শ্রেণীর মানুষের জন্য সার্বিক সামাজিক উন্নয়ন সম্ভব হয়নি।
- অর্থনৈতিক বৈষম্য বাড়ে : নবজাগরণের প্রভাবে শিল্প বাণিজ্যের ব্যাপক উন্নতি ঘটলে সহরাঞ্চলের সম্পদের কেন্দ্রীভবন ঘটে। ফলে গ্রামীণ কৃষকদের আর্থিক অবস্থার অবনতি ঘটে।
- নৈতিক অবক্ষয় শুরু হয় : নবজাগরণের সূত্র ধরে ধর্ম সংস্কার আন্দোলন মানুষের মধ্যে ধর্মের প্রতি অনাস্থা তৈরি করে। ফলে মানুষ ধর্মীয় নৈতিকতা থেকে দূরে সরে যায় এবং সমাজে নৈতিক অবক্ষয় শুরু হয়।
- ধর্ম ও বিজ্ঞানের মধ্যে সংঘাত বাধে : নবজাগরণের প্রভাবে মানুষের মধ্যে বিজ্ঞান চেতনার প্রসার ঘটলে ধর্মীয় প্রতিষ্ঠানগুলি তার বিরোধিতা করে। উভয়ের মধ্যে সংঘাত তৈরি হয় এবং বিজ্ঞান গবেষণা বাধাপ্রাপ্ত হয়।
- রাজনৈতিক অস্থিরতা ও সংঘর্ষ : নবজাগরণকে কেন্দ্র করে নতুন রাজনৈতিক দর্শন ও ধর্মসংস্কার আন্দোলন মাথা তোলে। ফলে ইউরোপের বিভিন্ন দেশে রাজনৈতিক অস্থিরতা ও সংঘর্ষ শুরু হয়। ফলে দেশে দেশে শান্তি ও স্থিতিশীলতা নষ্ট হয়।
- নারীদের অবস্থার অবনতি : নবজাগরণের প্রভাবে শিক্ষাক্ষেত্রে উন্নতি ঘটলেও নারীরা তা বঞ্চিত থেকে যায়। অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান কেবল পুরুষদের জন্য নির্দিষ্ট হওয়ায় নারীরা পিছিয়ে পড়েন। ফলে তারা শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে থাকে।
- জাতিগত ও সংস্কৃতিগত সংঘর্ষ : নবজাগরণের ফলে ইউরোপীয়রা ভৌগোলিক আবিষ্কারের মাধ্যমে নতুন নতুন দেশ আবিষ্কার ও দখল করে। ফলে শুরু হয় উপনিবেশিক শাসন ও শোষণের নতুন ইতিহাস। সেই সুত্রেই শুরু হয় জাতি ও সংস্কৃতিগত বৈষম্য, বিরোধ ও সংঘর্ষ।
- দাস প্রথার পুনরুজ্জীবন : নবজাগরণের সূত্র ধরে ইউরোপীয়রা নতুন দেশগুলিতে কৃষি ও শিল্পে কাজের জন্য এশিয়া ও আফ্রিকা থেকে কালো মানুষদের ধরে নিয়ে দাসে পরিণত করে। এভাবে দাস ব্যবস্থার পুনরুজ্জীবন ঘটে।
- এশিয়া ও আফ্রিকায় বিপর্যয় : দাস ব্যবসার প্রভাবে এশিয়া ও আফ্রিকার দেশগুলিতে কৃষি ও শিল্পের জন্য প্রয়োজনীয় শ্রমিকের অভাব ঘটে। ফলে স্থানীয় অর্থনীতিতে গভীর মন্দা দেখা দেয়, যা ওই দেশগুলোতে অর্থনৈতিক বিপর্যয় ডেকে আনে।
- ঐস্লামিক সংস্কৃতির সঙ্গে বিরোধ : নবজাগরণ ইউরোপীয়দের মধ্যে বৈজ্ঞানিক চিন্তা-চেতনার প্রসার ঘটায় ও আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। ফলে ইউরোপ ভূখণ্ডে ইসলামিক সংস্কৃতির প্রতিরোধ করতে গিয়ে তারা ক্রুসেডে জড়িয়ে পড়ে। এই বিরোধ ধর্মীয় ও সাংস্কৃতিক বিরুধে পরিণত হয়, যেখান থেকে এখনও তারা বের পারেনি।
সুতরাং, দেখা যাচ্ছে, আলোর নিচে যেমন অন্ধকার থাকে, তেমনি নবজাগরণের নানান ইতিবাচক প্রভাবের পাশেই রয়েছে এমন নানা নেতিবাচক প্রভাব, যা মানব সভ্যতাকে মাঝে মাঝেই সংকটের মুখে ঠেলে দিয়েছে।
----xx----
এই প্রশ্নটি যেভাবে ঘুরিয়ে আসতে পারে :
- ইউরোপীয় নবজাগরণের নেতিবাচক দিকগুলি উল্লেখ করো।
- ইউরোপীয় নবজাগরণ কি শুধুই ইতিবাচক প্রভাব রেখেছিল? উত্তরের স্বপক্ষে যুক্তি দাও।
- ইউরোপীয় নবজাগরণের নেতিবাচক ফলাফল সংক্ষেপে লেখো।
- ইউরোপীয় নবজাগরণের কুফল গুলি ব্যাখ্যা করো।
নবজাগরণ সম্পর্কে অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হল :
- নবজাগরণ বলতে কী বোঝো?
- মানবতাবাদ বলতে কী বোঝায়?
- চিত্রকলার ক্ষেত্রে লিওনার্দো দ্য ভিঞ্চির অবদান কী ছিল?
- নবজাগরণের নেতিবাচক প্রভাব কী ছিল?
- নবজাগরণের ইতিবাচক প্রভাব গুলি সংক্ষেপে লেখো।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন