‘মানবতাবাদ’ বলতে কী বোঝায়?
মানবতাবাদ বলতে কী বোঝায়? |
‘হিউম্যানিজম’ বা ‘মানবতাবাদ’ কথাটি এসেছে ‘Humanitas’ নামক একটি ল্যাটিন শব্দ থেকে, যার অর্থ ‘মানব প্রকৃতি, সভ্যতা এবং দয়া’। আবার এই ল্যাটিন শব্দটি এসেছে ‘Hūmanus’ থেকে, যার অর্থ ‘মানুষ’। অর্থাৎ ‘মানবতাবাদ’ কথাটির মধ্যে রয়েছে মানবপ্রেম বা মানুষের কল্যাণের আকাঙ্ক্ষা।
পঞ্চদশ শতকে ইউরোপীয় নবজাগরণের প্রভাবে একদল মানুষ ধর্ম, ও ধর্মীয় বিষয়কে প্রত্যাখ্যান করে মানুষের দৈনন্দিন জীবনের সুখ-দুঃখ, হাসি কান্না প্রভৃতি বিষয়কে মূলধন করে তাঁরা তাঁদের সৃষ্টি-কর্মে মেতে ওঠেন। আর্থ-সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে জন্মদেন নতুন নতুন মানবহিতৈষী দর্শনের। মানবকল্যাণকে কেন্দ্রে রেখে গড়ে ওঠা এই দর্শন ‘মানবতাবাদ’ নামে পরিচিত।
সুতরাং নবজাগরণের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল এই মানবতাবাদ, যা আধুনিক যুগের অন্যতম প্রধান ভিত্তি বা শর্ত।
আর মানবতাবাদের মূল কথা (বৈশিষ্ট্য) হল :
- পার্থিব জগতের কেন্দ্রবিন্দুতে চলে আসেন মানুষ। তাই মানুষের সুখ-স্বাচ্ছন্দ ও গুণাবলী বিকাশের উপর জোর দেওয়ার কথা বলা হয়।
- মানুষকে দেওয়া হয় সর্বোচ্চ মর্যাদা, যা তার প্রাপ্য।
- বলা হয়, মানুষ পাপী নয়, মানুষ অসীম ক্ষমতার অধিকারী এবং সমস্ত শক্তির উৎস।
- এই মতবাদ অনুসারে, ঈশ্বর নয়, মানুষের ভাগ্যের নিয়ন্ত্রক মানুষ নিজেই।
- তাই মানুষের ভাগ্যের পরিবর্তনে প্রয়োজন মানুষে-মানুষে ঐক্য গড়ে তোলা এবং পরস্পর মানবপ্রেমের বন্ধনে আবদ্ধ হওয়া।
-----------xx-----------
এই প্রশ্নটি অন্য যেভাবে আসতে পারে :
- ‘মানবতাবাদ’ কী? মানবতাবাদের মূল কথা সংক্ষেপে লেখো।
- ‘মানবতাবাদ’ কাকে বলে? মানবতাবাদের বৈশিষ্ট্য উল্লেখ করো।
- ‘মানবতাবাদ’ কথাটির উৎস কী? মানবতাবাদের সঙ্গে আধুনিক যুগের সম্পর্ক কী?
এই অধ্যায়ের অন্যান্য গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন :
- নবজাগরণ বলতে কী বোঝো?
- মানবতাবাদ বলতে কী বোঝায়?
- চিত্রকলার ক্ষেত্রে লিওনার্দো দ্য ভিঞ্চির অবদান কী ছিল?
- নবজাগরণের নেতিবাচক প্রভাব কী ছিল?
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন