জ্যোতির্বিজ্ঞান বলতে কী বোঝো?
![]() |
জ্যোতির্বিজ্ঞান বলতে কী বোঝো? |
প্রাচীনকাল থেকেই মহাকাশ সম্পর্কে মানুষের অসীম আগ্রহ ও কৌতূহল ছিল। মহাকাশ জুড়ে বিস্তৃত জ্যোতিষ্কগুলি নিয়ে প্রাচীন পৃথিবীতে দুই ধরনের বিষয়ের চর্চা হত। একটি হল জ্যোতিষশাস্ত্র বা অ্যাস্ট্রলজি (Astrology) এবং দ্বিতীয়টি হল জ্যোতির্বিজ্ঞান বা অ্যাস্ট্রোনমি(Astronomy)।
জ্যোতির্বিজ্ঞান কী :
জ্যোতির্বিজ্ঞান বা অ্যাস্ট্রোনমি (Astronomy) এই ইংরেজি কথাটি এসেছে দুটি গ্রিক শব্দ যুক্ত হয়ে। একটি হল Astron, যার অর্থ জ্যোতিষ্ক। অন্যটি হল Nomos, যার অর্থ বিন্যাস।
সুতরাং জ্যোতির্বিজ্ঞান হল প্রাকৃতিক বিজ্ঞানের সেই শাখা, যা বিশ্বব্রহ্মাণ্ডের অন্তর্ভুক্ত গ্রহ-নক্ষত্র সহ সমস্ত জ্যোতিষ্ক মন্ডলের গতিপ্রকৃতি নিয়ে যুক্তিবিজ্ঞান মেনে ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে বিচার বিশ্লেষণ করে এবং সে সম্পর্কে প্রকৃত সত্য উপলব্ধির চেষ্টা করে।
মনে রাখতে হবে, মূলত ইউরোপীয় নবজাগরণের সময় থেকে জ্যোতিষশাস্ত্র এবং জ্যোতির্বিজ্ঞান দুটি স্বতন্ত্র বিষয় হিসেবে পরিচিতি পেতে থাকে। সপ্তদশ শতকের শেষ থেকে অষ্টাদশ শতকের প্রথম অর্ধের মধ্যে মানুষের কাছে স্পষ্ট হয়ে ওঠে যে, জ্যোতিষশাস্ত্র বিজ্ঞান নয়, এটি একটি কুসংস্কার মাত্র।
-----------xx-----------
এই প্রশ্নটি অন্য যেভাবে আসতে পারে :
- জ্যোতির্বিজ্ঞান কী?
- জ্যোতির্বিদ্যা বলতে কী বোঝো?
- জ্যোতির্বিজ্ঞান কাকে বলে?
- জ্যোতির্বিজ্ঞান শব্দের উৎপত্তি কীভাবে হয়? জ্যোতির্বিজ্ঞানের সংজ্ঞা দাও।
- জ্যোতির্বিজ্ঞান কাকে বলে? জ্যোতিষ শাস্ত্রের সঙ্গে এর প্রধান পার্থক্য কোথায়?
জ্যোতির্বিদ্যার বিকাশ সংক্রান্ত অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্ন :
- কাকে, কেন ‘আধুনিক পরীক্ষামূলক বিজ্ঞানচর্চার পথিকৃৎ’ বলা হয়?
- কাকে, কেন ‘আধুনিক জ্যোতির্বিজ্ঞানের জনক’ বলা হয়?
- কাকে, কেন ‘দৃশ্যমান জ্যোতির্বিজ্ঞানের জনক’ বলা হয়?
- জ্যোতির্বিজ্ঞানী জিওরদানো ব্রুনোর অবদান কী ছিল?
- কাকে, কেন ‘হেলেনিস্টিক কোপার্নিকাস’ বলা হয়?
- ‘কোপার্নিকাসের বিপ্লব’ বলতে কী বোঝো?
- জোহানেস কেপলার কে ছিলেন?
- নিউটনের মতবাদ সংক্ষেপে লেখো।
- জ্যোতিষশাস্ত্রের সঙ্গে জ্যোতির্বিজ্ঞানের সম্পর্ক কিরূপ?
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন