কাকে, কেন ‘আধুনিক জ্যোতির্বিজ্ঞানের জনক’ বলা হয়?
কাকে, কেন ‘আধুনিক জ্যোতির্বিজ্ঞানের জনক’ বলা হয়? |
Who,why is called the 'Father of Modern Astronomy?
নিকোলাস কোপার্নিকাস ছিলেন একজন ভুবন-বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী। ১৪৭৩ খ্রিস্টাব্দে পোল্যান্ডের তোরুন শহরে জন্ম নেওয়া এই বিজ্ঞানী ছিলেন ইউরোপীয় নবজাগরণের একজন ধারক, বাহক ও পৃষ্ঠপোষক।
সূর্যকেন্দ্রিক বিশ্বব্রহ্মাণ্ড তত্ত্বের তিনিই ছিলেন প্রথম আধুনিক প্রবক্তা। গভীর পর্যবেক্ষণ এবং গাণিতিক হিসাব নিকাশের মাধ্যমে তিনি টলেমির পৃথিবীকেন্দ্রিক তত্ত্বকে খারিজ করে এই নতুন তত্ত্ব উপস্থাপন করেন। এই তত্ত্বের কয়েকটি গুরুত্বপূর্ণ মত হল :
- মহাবিশ্বের কেন্দ্র বলে কিছু নেই, পৃথিবীর কেন্দ্র মহাবিশ্বের কেন্দ্র নয়।
- প্রতিটি গ্রহ ও উপগ্রহের মধ্যবিন্দু হল সূর্য। সূর্যকে কেন্দ্র করেই পৃথিবী ও তার অন্যান্য উপগ্রহগুলি তাদের নির্দিষ্ট কক্ষপথে উপবৃত্তাকারে প্রদক্ষিণ করে।
- পৃথিবী নিজে গতিশীল বলেই দূরের গ্রহগুলিকে চলমান মনে হয়।
- পৃথিবী প্রদক্ষিণরত বলেই মানুষের দৃষ্টিতে সূর্যের অবস্থান পাল্টে যায়।
১৫৪৩ খ্রিস্টাব্দে প্রকাশিত তাঁর ‘On the Revolutions of the Celestial Spheres’ নামক গ্রন্থে কোপার্নিকাস ধারালো যুক্তি ও ব্যাখ্যার মাধ্যমে এই মতবাদ প্রতিষ্ঠা করেন। ফলে, জ্যোতির্বিদ্যায় এক বৈপ্লবিক পরিবর্তনের সূচনা হয়। আর এ কারণেই কোপার্নিকাসকে ‘আধুনিক জ্যোতির্বিজ্ঞানের জনক’ বলা হয়। সেই সঙ্গে তাঁর জ্যোতির্বিদ্যা সংক্রান্ত মতবাদকে কেন্দ্র করে গড়ে ওঠা বিশ্বব্রহ্মাণ্ডের গঠন সংক্রান্ত আধুনিক ধারণাকে ‘কোপার্নিকাসের বিপ্লব’ নামে অভিহিত করা হয়।
-----------xx-----------
এই প্রশ্নটিই অন্য যেভাবে আসতে পারে :
- ‘কোপার্নিকাসের বিপ্লব’ বলতে কী বোঝো?
- কোপার্নিকাস কে ছিলেন? বিশ্বব্রহ্মাণ্ড সংক্রান্ত তাঁর মতবাদ সংক্ষেপে লেখো।
- নিকোলাস কোপার্নিকাসকে ‘আধুনিক জ্যোতির্বিজ্ঞানের জনক’ বলার কারণ কী?
- আধুনিক জ্যোতির্বিজ্ঞানের জনক কে? সূর্যকেন্দ্রিক বিশ্বব্রহ্মাণ্ড সংক্রান্ত তাঁর মতবাদ সংক্ষেপে লেখো।
জ্যোতির্বিদ্যার বিকাশ সংক্রান্ত অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্ন :
- কাকে, কেন ‘দৃশ্যমান জ্যোতির্বিজ্ঞানের জনক’ বলা হয়?
- জ্যোতির্বিজ্ঞানী জিওরদানো ব্রুনোর অবদান কী ছিল?
- কাকে, কেন ‘হেলেনিস্টিক কোপার্নিকাস’ বলা হয়?
- ‘কোপার্নিকাসের বিপ্লব’ বলতে কী বোঝো?
- জোহানেস কেপলার কে ছিলেন?
- নিউটনের মতবাদ সংক্ষেপে লেখো।
- জ্যোতিষশাস্ত্রের সঙ্গে জ্যোতির্বিজ্ঞানের সম্পর্ক কিরূপ?
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন