জীবাশ্ম কী? দুটি উদাহরণ দাও।
জন্মলগ্ন থেকে পৃথিবীর আবহাওয়া বারবার পাল্টেছে। উষ্ণ যুগের পর হিম যুগ এবং হিম যুগের পর আবার উষ্ণ যুগ এসেছে। এই ভাবে বারবার হিম যুগ ফিরে আসার ফলে প্রাণী ও উদ্ভিদ কুলের একটা বড় অংশ বিলুপ্ত হয়ে মাটি বা বরফের নিজে চাপা পড়ে যায়। এই চাপা পড়া দেহগুলো মাটির চাপ ও তাপে ক্রমশ ছাপ যুক্ত পাথরে পরিণত হয়। এই ছাপযুক্ত পাথরকে জীবাশ্ম বলে।
উদাহরণ, ভারত ও কেনিয়ার রামাপিথেকাস, চিনের পিকিং মানব উল্লেখযোগ্য জীবাশ্ম।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন