প্রাগৈতিহাসিক যুগের শ্রেণি বিভাগ
প্রাগৈতিহাসিক যুগের মানুষের প্রধান হাতিয়ার ছিল পাথরের তৈরি অস্ত্র। এই অস্ত্রের বা পাথরের হাতিয়ারের ক্রমোন্নতি লক্ষ্য করে বিশ্লেষণ করে প্রত্নতাত্বিকগণ প্রাগৈতিহাসিক যুগকে তিন ভাগে ভাগ করেছেন। যথা :
১) প্রাচীন প্রস্তর যুগ,২) মধ্য প্রস্তর যুগ,
৩) নব্য প্রস্তর যুগ।
লক্ষ্যণীয় : প্রাচীন মানুষের হাতিয়ারে বিবর্তনের ওপর ভিত্তি করে প্রত্নতাত্বিকরা প্রাগৈতিহাসিক যুগকে পাঁচ ভাগে ভাগ করেছেন । বিস্তারিত দেখো 👉এখানে ক্লিক করে ।
আরও পড়ো : ১) প্রাগৈতিহাসিক যুগের বৈশিষ্ট্য কী ছিলো?
এই ধরণের আরও প্রশ্ন ও উত্তর পেতে এখানে ক্লিক করো।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন