একাদশ শ্রেণি । প্রথম অধ্যায়। ইতিহাস চেতনা :
প্রথম অধ্যায়ের সিলেবাস দেখো 👉 এখানে ক্লিক করে
গুরত্বপূর্ণ সংক্ষিপ্ত উত্তরভিত্তিক (SAQ) প্রশ্ন :
ইতিহাস একাদশ শ্রেণি প্রথম অধ্যায় পর্ব - ১.১
১.১ প্রাচীন যুগের যুগ বিভাজন : প্রাক্ ইতিহাস, প্রায় ইতিহাস ও ইতিহাস
উত্তর পেতে নিচের প্রশ্নের ওপর ক্লিক করো।
- ইতিহাস কী?
- ইতিহাস পড়ার উদ্দেশ্য কী? অথবা ইতিহাস আমরা পড়ি কেন? অথবা ইতিহাস পড়ার কারণ কী? অথবা ইতিহাস পড়া দরকার কেন?
- মানব সভ্যতার ইতিহাসকে কয় ভাগে ভাগ করা হয় এবং কী কী ?
- প্রচীন যুগকে কয় ভাগে ভাগ করা হয় এবং কী কী?
- প্রাক-ঐতিহাসিক (প্রাগৈতিহাসিক) যুগ কাকে বলে ?
- প্রাগৈতিহাসিক যুগকে (পাথরের হাতিয়ারের ক্রমোন্নতির ভিত্তিতে) কয় ভাগে ভাগ করা হয় এবং কী কী?
- হাতিয়ারে বিবর্তনের ওপর ভিত্তি করে প্রাগৈতিহাসিক যুগের যুগ বিভাজন করো।
- প্রাগৈতিহাসিক যুগের বৈশিষ্ঠ লেখো। উদাহরণ দাও।
- প্রায়-ঐতিহাসিক যুগ বলতে কী বোঝ? এর বৈশিষ্ঠ লেখো। উদাহরণ দাও।
- প্রায় ঐতিহাসক যুগকে 'যুগসন্ধিক্ষণ' (Transition Period) বলা হয় কেন?
- ঐতিহাসিক যুগ কাকে বলে? এর বৈশিষ্ঠগুলো উল্লেখ করো। উদাহরণ দাও।
- প্রাচীন প্রস্তর যুগ বলতে কী বোঝ? এর বৈশিষ্ঠ লেখো।
- মধ্য প্রস্তর যুগ কোন সময়কে বলা হয়? এই যুগের বৈশিষ্ঠ লেখো।
- নব্য প্রস্তর যুগের সময়কাল উল্লেখ করো। এই সময়ের উল্লেখযোগ্য বৈশিষ্ট লেখো।
এই পর্বের মকটেস্ট দিতে 👉এখানে ক্লিক করো .
ইতিহাস একাদশ শ্রেণি প্রথম অধ্যায় পর্ব - ১.২
১.২ ইতিহাসের আদি উপাদান ও তার প্রকৃতি :
- প্রাচীন যুগের ইতিহাসের প্রত্নতাত্বিক উপদগুলো কয়ভাগে বিভক্ত ও কী কী?
- জীবাশ্ম কী? উদাহরণ দাও।
- প্রাচীন যুগের ইতিহাস রচনায় জীবাশ্ম-এর গুরুত্ব লেখ।
- প্রাচীন, মধ্য ও নব্য প্রস্তর যুগের ইতিহাস জান যায় এমন কয়েকটি উপাদানের নাম করো।
- তাম্র-প্রস্তর যুগ বলতে কী বোঝো? উদাহরণ দাও ।
- কোন সময়কে কেন তাম্র-প্রস্তর যুগ বলা হয়?
- কোন যুগে মৃৎশিল্পে বিপ্লব দেখা দেয়?
- গুহাচিত্র কী? উদাহরণ দাও।
- আলতামিরা গুহাচিত্র কীজন্য বিখ্যাত?
- আদিম যুগের গুহাচিত্রের বৈশিষ্ট্য লেখো।
- আদিম মানুষরা গুহা চিত্র আঁকত কেন?
- ভারতের ইতিহাস প্রাগৈতিহাসিক যুগের ইতিহাস জানা যায় এমন দুটি গুহাচিত্রের নাম লেখো।
- ইউরোপের প্রাগৈতিহাসিক যুগের ইতিহাস জানা যায় এমন কয়েকটি গুহাচিত্রের নাম লেখো।
- পিরামিড কী? উদাহরণ দাও।
- প্রাগৈতিহাসিক যুগে পিরামিড তৈরির উদ্দেশ্য কী ছিলো?
- প্রাক্-ঐতিহাসিক যুগের ইতিহাস রচনায় পিরামিডের গুরুত্ব কী?
- জিগুরাত কী? এর বৈশিষ্ট্য লেখো।
- জিগুরাত থেকে প্রাগৈতিহাসিক যুগের কোন ইতিহাস জানা যায়?
ইতিহাস একাদশ শ্রেণি প্রথম অধ্যায় পর্ব - ১.৩
১.৩ লিখিত ইতিহাসের নানা রূপ
- আদিম মানুষের ইতিহাসের উপাদান কী কী?
- লিখিত ইতিহাসের উপাদানগুলো কী কী?
- লেখমালা বা 'এপিগ্রাফি' কী? - ২০১৪, ২০১৬, ২০১৮
- 'প্যালিওগ্রাফি' বলতে কী বোঝ?
- 'এপিগ্রাফি' ও 'প্যালিওগ্রাফি' পার্থক্য দেখাও
- লিপির আবিস্কারক কারা বলে ধারণা করা হয়?
- সুমেরীয়রা সর্বপ্রথম কোন ধরণের লিপির সাহায্যে মনের ভাব প্রকাশ করত? অথবা চিত্রলিপি কী?
- সুমেরীয়রা কয় ধরণের লিপি ব্যবহার করত এবং কী কী?
- 'কোনাক্ষর লিপি' বা 'কিউনিফর্ম লিপি' কী?
- প্যাপিরাস কী? এটা কীজন্য বিখ্যাত?
- পৃথিবীর প্রথম লিখিত আইন গ্রন্থের নাম কী? এটা কোন লিপিতে লেখা?
- একটি সুমেরীয় লিপি, একটি মিশরীয় লিপি এবং একটি ভারতীয় লিপির নাম লেখো।
- মিশরে প্রচলিত লিপিগুলোর নাম লেখ। এদের বৈশিষ্ট্য উল্লেখ করো। অথবা, মিশরীয় লিপিগুলোর পরস্পরের মধ্যে কী কী পার্থক্য লক্ষ্য করা যায়।
- ভারতীয় উপমহাদেশে কয়টি লিপির সন্ধান পাওয়া গেছে? এদের মধ্যে প্রাচীনতম লিপির নাম কী?
- নিচের লিপিগুলোর কোনটি কোথায় পাওয়া গেছে লেখো। ১) বাহিস্থান লিপি, ২) বোঘাজ কোই, ৩) নকস-ই-রুস্তম
- 'নিউমিসমেটিকস' কী?
- প্রাচীন ইতিহাসের উপাদান হিসেবে লিপির গুরুত্ব লেখো। ✮✮✮✩✩✩
- প্রাচীন ইতিহাসের উপাদান হিসেবে মুদ্রার গুরুত্ব লেখো। ✪✪✪
- ভারতে প্রচলিত বিভিন্ন মুদ্রা ও তার প্রচলনকারির নাম লেখো। ২০১৬, ২০১৯
- জরাথুস্ট্র কোন দেশের লোক ছিলেন? তাঁর প্রচারিত ধর্ম ও ধর্মগ্রন্থের নাম লেখ?
- "পৃথিবীতে সর্বদা ভালোমন্দ, ন্যায়-অন্যায়, সত্যমিথ্যা এবং আলো-অন্ধকারের মধ্যে যুদ্ধ চলছে" - কে বলেছেন?
- আহুর মাজদা ও অহির্মান কোন দেশের এবং কিসের দেবতা?
- পান কু কে ছিলেন?
- চিনের পৌরানিক কাহিনি অনুযায়ী আগুনের আবিষ্কারক কে?
- গিলগামেশ কী? এটি কোন ভাষায় লিখিত?
- জলপ্লাবনের পৌরাণিক কাহিনি পৃথিবীর কোন কোন দেশের কোন গ্রন্থে বর্ণিত হয়েছে?
- ইলিয়াড ও ওডিসি থেকে কোন কোন ঐতিহাসিক তথ্য পাওয়া যায়?
- রামায়ণ ও মহাভারত থেকে কোন কোন ঐতিহাসিক তথ্য পাওয়া যায়?
- রাজতরঙ্গিণী কে রচনা করেন? এই গ্রন্থ থেকে কোন ঐতিহাসিক তথ্য পাওয়া যায়?
- গুজরাটের ইতিহাস জানা যায় এমন দুটি গ্রন্থের নাম লেখো।
- হেরোডেটাস কীজন্য বিখ্যাত? তাঁর লেখা গ্রন্থের নাম কী? অথবা, হেরোডেটাস কে ছিলেন? তাঁর লেখা থেকে কোন কোন ঐতিহাসিক তথ্য জানা যায়?
- আলেকজান্ডারের ভারত আক্রমণের ইতিহাস জানা যায় কোন কোন লেখকের গ্রন্থ থেকে?
- 'ইন্ডিকা' গ্রন্থের লেখক কে? এই গ্রন্থ থেকে কোন ঐতিহাসিক তথ্য পাওয়া যায়?
- ভারতের ইতিহাস জানা যায় এমন চারটি বৈদেশিক বিবরণীর নাম লেখো?
- 'চিনদেশীয় ইতিহাসের জনক' কাকে বলা হয়? তাঁর লেখা বইয়ের নাম কী? এই গ্রন্থ থেকে ভারতের কোন সময়ের ইতিহাস জানা যায়?
- 'ইম্পিরিয়াল ফরমানস' কীধরনের ঐতিহাসিক উপাদান? এই গ্রন্থ থেকে কোন সময়ের ইতিহাস জানা যায়?
ইতিহাস একাদশ শ্রেণি প্রথম অধ্যায় পর্ব - ১.৪
১.৪ ইতিহাস রচনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তথ্যাদি ও তার ব্যাখ্যা
- ইতিহাস ব্যাখ্যার দৃষ্টিভঙ্গির হিসাবে ধর্মীয় দৃষ্টিভঙ্গির মূলকথা কী? অথবা, ইতিহাস ব্যাখ্যার দৃষ্টিভঙ্গির হিসাবে ধর্মীয় দৃষ্টিভঙ্গির বৈশিষ্ট্য কী? এই দৃষ্টিভঙ্গির দুইজন আধুনিক ঐতিহাসিকের নাম করো।
- ইতিহাস ব্যাখ্যার ( ইতিহাস চর্চার ) যুক্তিবাদী দৃষ্টিভঙ্গির মূল কথা কী? এই দৃষ্টিভঙ্গির দুইজন সমর্থকের নাম লেখো। অথবা, ইতিহাস চর্চার বিজ্ঞানসম্মত পদ্ধতির মূলকথা কী? এই পদ্ধতির সমর্থক দুইজন ইতিসাদবিদের নাম লেখো।
- ইতিহাসচর্চার সাম্রাজ্যবাদী দৃষ্টিভঙ্গি কী? এই দৃষ্টিভঙ্গির সমর্থক দুইজন ঐতিহাসিকের নাম লেখো।
- ইতিহাসচর্চার জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গি কোন সময়ে গড়ে ওঠে? এর মূলকথা কী? দুইজন সমর্থকের নাম লেখো।
- ইতিহাসচর্চার মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গির প্রবক্তা কে? এই দৃষ্টিভঙ্গির মূল বক্তব্য কী?
- ভারতে মার্ক্সবাদী ইতিহাসচর্চার সুত্রপাত করেন কে? এই বিষয়ে তাঁর লেখা গ্রন্থটির নাম লেখো।
- নিম্নবর্গের ইতিহাসচর্চার মূল কথা কী? ভারতে কে প্রথম এই ধরণের ইতিহাসচর্চা শুরু করেন?
- প্রগতিপন্থি ইতিহাসচর্চার সমর্থক কয়েকজন ঐতিহাসিকের নাম লেখো।
ইতিহাস একাদশ শ্রেণি প্রথম অধ্যায় পর্ব - ১.৫
১.৫ ঐতিহাসিকের কাজ
- ইতিহাসচর্চার পদ্ধতি নিয়ে কয়টি মত লক্ষ্য করা যায় এবং কী কী?
- ইতিহাসচর্চার পদ্ধতি নিয়ে বিশ্লেষণ বিরোধী ঐতিহাসিকদের মত কী?
- ইতিহাসচর্চার পদ্ধতি নিয়ে বিশ্লেষণের পক্ষের ঐতিহাসিকদের মত কী?
- কয়েকজন বিশ্লেষণ বিরোধী ঐতিহাসিকের নাম লেখো।
- কয়েকজন বিশ্লেষণের পক্ষের ঐতিহাসিকের নাম লেখো।
- ঐতিহাসিকের কাজ কী? - এই প্রশ্নের উত্তরে মার্ক ব্লখ, জে. বি. বিউরি এবং লিওপোল্ড-ভন র্যাংকের মত লেখো।
- ঐতিহাসিকের কাজ কী? - এই প্রশ্নের উত্তরে লর্ড অ্যাক্টন, ই এইচ কার ও ব্যারাক্লাফ-এর মত লিপিবদ্ধ করো।
ইতিহাস একাদশ শ্রেণি প্রথম অধ্যায় পর্ব - ১.৬
১.৬ ইতিহাস-পুরাণ ঐতিহ্য
- কোন বেদে 'ইতিহাস' শব্দটির উল্লেখ আছে?
- পুরাণ কথার অর্থ কী?
- ইতিহাস-পুরাণ বলতে কী বোঝ?
- পঞ্চম বেদ কী?
- পুরাণের লক্ষণ কয়টি এবং কী কী?
- ভারতীয় পুরাণের সংখ্যা কত?
- ইতিহাস রচনায় পুরাণের গুরুত্ব কী?
- ইতিহাস রচনায় পুরাণের সীমাবদ্ধতা কী?
ইতিহাস একাদশ শ্রেণি প্রথম অধ্যায় পর্ব - ১.৭
১.৭ ভারতীয় মধ্যযুগের ইতিহাস রচনায় ইন্দো-পারসিক ঐতিহ্য
- কতসালে আরবরা সিন্ধুদেশ জয় করেন?
- কতসালে তুর্কিরা দিল্লি দখল করে?
- ভারতে আরব ও তুর্কি বিজয়ের গুরুত্ব কী?
- ইন্দো-পারসিক ইতিহাসচর্চার বৈশিষ্ট্য লেখো?
- আরবদের ইতিহাসচর্চার বৈশিষ্ট্য উল্লেখ করো।
- 'মনাফির' বা 'ফজাইল' কী?
- ইসলামীয় চিন্তাধারায় আচ্ছন্ন একজন ইন্দোপারসিক ঐতিহাসিকের নাম লেখো।
- ইতিহাস অভিজাত মানুষের কার্যাবলীর বিবরণ - এই মতে বিশ্বাসী দুজন ঐতিহাসিকের নাম লেখো।
- 'কিরান-উস-সাদাইন' কার লেখা?
- নিম্নববর্গের মানুষের শিক্ষা দেওয়ার বিষয়ে জিয়াউদ্দিন বরণির মতামত কী ছিলো?
- মধ্যযুগের ঐতিহাসিক মহম্মদ ইসামির বিশিষ্ঠতা কোথায়? অথবা, মধ্যযুগের এমন একজন ঐতিহাসিকের নাম করো যিনি রাজানুগ্রকে তোয়াক্কা করেননি।
- মধ্যযুগের ভারতীয় সমাজ, অর্থনীতি, শিল্প, সাহিত্য, সংস্কৃতি ইত্যাদি বিষয়ে বিবরণ পাওয়া যায় এমন একজন ঐতিহাসিকের নাম লেখো।
ইতিহাস একাদশ শ্রেণি প্রথম অধ্যায় পর্ব - ১.৮
১.৮ ইতিহাসে সময় বা কাল সম্পর্কে ধারণা
- ইতিহাসে সময় বা কাল গুরুত্বপূর্ণ কেন?
- ইউরোপে সময় বা কাল সংক্রান্ত ধারণার সূচনা কোন সময় থেকে শুরু বলে ধরা হয়? এই মত কার?
- কালানুক্রমিক ইতিহাস রচনার সূচনা কারা করেন?
- কালানুক্রমিক ইতিহাস রচনায় আরবদের অবদান কী?
- অতীতের সময়কাল সংক্রান্ত ইতিহাসচর্চার দৃষ্টিভঙ্গিকে কয় ভাগে ভাগ করা হয় এবং কী কী?
- ইতিহাসের সময়কাল ( যুগ ) সম্পর্কে পাশ্চাত্য দৃষ্টিভঙ্গি কেমন?
- ইতিহাসের সময়কাল ( যুগ ) সম্পর্কে ভারতীয় দৃষ্টিভঙ্গি কেমন?
- পুরাণ অনুসারে ইতিহাসের কালপর্বকে কয় ভাগে ভাগ করা হয় এবং কী কী?
- ইতিহাসের কালপর্ব ( সময়কাল ) সম্পর্কে আরব ঐতিহাসিক ইবন খালদুন-এর বক্তব্য কী?
- ইতিহাসের কালপর্ব ( সময়কাল ) সম্পর্কে টয়েনবির -এর বক্তব্য কী?
- ইতিহাসের কালপর্ব ( সময়কাল ) সম্পর্কে ভারতীয় ঐতিহাসিক ড. রোমিলা পাথার-এর বক্তব্য কী?
- দুটি এক রৈখিক কালপঞ্জির উদাহরণ দাও।
ইতিহাস একাদশ শ্রেণি প্রথম অধ্যায় পর্ব - ১.৯
১.৯ ইতিহাসের যুগ বিভাগ
- বর্তমানে ইতিহাসকে কয়টি যুগে ভাগ করা হয় ও কী কী?
- প্রাচীন, মধ্য ও আধুনিক যুগের সময়কাল উল্লেখ করো।
- ইউরোপে আধুনিক যুগের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো।
- ভারতের ইতিহাসকে জেমস মিল কয়ভাগে ভাগ করেছেন এবং কী কী?
- ভারতের ইতিহাসের যুগ বিভাগ সম্পর্কে জেমস মিলের সীমাবদ্ধতা কোথায়?
- জেমস মিলের 'হিন্দুযুগ' নামকরণ কি সমর্থনযোগ্য? দুটি কারণ উল্লেখ করো।
- জেমস মিলের 'মুসলিম যুগ' নামকরণ কি সমর্থনযোগ্য? দুটি কারণ উল্লেখ করো।
- ভারতে মধ্যযুগ ও আধুনিক যুগের সময়কাল উল্লেখ করো।
------------------------
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন