প্রাগৈতিহাসিক যুগের বৈশিষ্ঠ লেখো। উদাহরণ দাও।
মানব সভ্যতার সূচনাকাল থেকে লিপির ব্যবহার শুরু হওয়ার মধ্যবর্তী সময়কালকে প্রাগৈতিহাসিক যুগ বলা হয়।
এই যুগের বৈশিষ্ঠ হল :
১) এই সময়ের ইতিহাস রচনায় কোন লিখিত উপাদান পাওয়া যায় না।
২) শুধুমাত্র প্রত্নতাত্বিক উপাদানের ওপর ভিত্তি করে ইতিহাস লেখা হয়।
৩) এই সময় হোমোস্যাপিয়েন্স বা আধুনিক মানুষের উদ্ভব হয়।
এই যুগের দুটি সভ্যতার নাম নিয়ান্ডারথল ও ডেনিসোভানদের সভ্যতা।
এই ধরণের আরও প্রশ্ন ও উত্তর পেতে এখানে ক্লিক করো।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন