ইতিহাস কী?
উত্তর :ইতিহাস কথার ইংরেজি অর্থ হল 'হিস্টোরি'। এই শব্দটি এসেছে গ্রীক শব্দ 'ইস্তরিয়া' থেকে যার অর্থ সত্যনুসন্ধান বা গবেষণা। তাই ইতিহাস হল মানব সভ্যতার ক্রমবিবর্তনের ধারাবাহিক বিবরণ, যা বিজ্ঞানসম্মত পদ্ধতিতে সত্যনুসন্ধান বা গবেষণার মাধ্যমে প্রাপ্ত।
স্যার উইলিয়াম জোন্স বলেছেন, History is the scientific study of our complete past. (অর্থাৎ অতীতের বিজ্ঞানসম্মত আলোচনাই হল ইতিহাস।)
বিকল্প প্রশ্ন :
অথবা, ইতিহাস বলতে কী বোঝো?
অথবা, ইতিহাস কাকে বলে?
এই ধরণের আরও প্রশ্ন ও উত্তর পেতে এখানে ক্লিক করো।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন