প্রায়-ঐতিহাসিক যুগ বলতে কী বোঝ? এর বৈশিষ্ঠ লেখো। উদাহরণ দাও।
প্রাগৈতিহাসিক যুগের শেষ পর্বে প্রায়-ঐতিহাসিক যুগের সূচনা হয়। অর্থাৎ যে সময়কালের মধ্যে মানুষ লিপির ব্যবহার শুরু করে কিন্তু সেই লিপির পাঠোদ্ধার এখনও সম্ভব হয়নি, সেই সময়কালকে প্রায়-ঐতিহাসিক যুগ বলে।
যেমন : হরপ্পা সভ্যতার সময়কাল। এই সভ্যতার মানুষ 'সিন্ধুলিপি' ব্যবহার করত, যার পাঠোদ্ধার এখনও সম্ভব হয় নি।
এই যুগের বৈশিষ্ঠ হল :১) এই যুগের মানুষ লিপির ব্যবহার করত,
২) কিন্তু এই লিপির পাঠোদ্ধার এখনও সম্ভব হয়নি।
৩) এই সময় মানুষ ধাতুর ব্যবহার শুরু করে।
----------🙏----------
মনে রেখো : ভারতের ক্ষেত্রে তাম্র-ব্রোঞ্জ ব্যবহারের সূত্রপাত থেকে লৌহ যুগের সূচনা পর্যন্ত সময়কালকে 'প্রায়-ঐতিহাসিক যুগ' বলে অভিহিত করা হয়।
এই ধরণের আরও প্রশ্ন ও উত্তর পেতে এখানে ক্লিক করো।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন