প্রায়-ঐতিহাসিক যুগকে 'যুগসন্ধিক্ষণ' বলা হয় কেন?
প্রায়-ইতিহাসের যুগকে (Proto Historic Age) 'যুগসন্ধিক্ষণ' (Transition Period) বলা হয়। কারণ, এই সময়কালের মধ্যে মানব সমাজে একদিকে সাহিত্যের আগমন ঘটে, অন্যদিকে ঐতিহাসিক লেখালেখির উদ্ভব ঘটে। মানুষ মৌখিক ঐতিহ্যকে নির্ভর করে লিখিত ঐতিহ্যের দিকে অগ্রসর হয়।
অন্যভাবে বলা যায়, এই যুগটি ছিল প্রাগৈতিহাসিক ও ঐতিহাসিক যুগের সন্ধিক্ষণে বা মধ্যবর্তী সময়ে।
----------🙏---------
এই ধরণের আরও প্রশ্ন ও উত্তর পেতে এখানে ক্লিক করো।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন