ধর্মসংস্কার আন্দোলন কী?
ইউরোপীয় ধর্মসংস্কার আন্দোলন কী? |
খ্রিস্টধর্মের প্রবর্তক যীশুখ্রীষ্টের হাত ধরেই রোমান ক্যাথোলিক চার্চের প্রতিষ্ঠা হয়েছিল। এই চার্চের প্রধান হলেন পোপ। এবং তিনিই খ্রিস্টান ধর্মের প্রধান ধর্মগুরু। পোপকে কেন্দ্র করে পরিচালিত ক্যাথলিক চার্চ এবং তার ব্যবস্থাপানাকে এক কথায় বলা হয় পোপতন্ত্র।
মধ্যযুগের শেষ দিকে, খ্রিস্টীয় ষোড়শ শতকে, পোপতন্ত্র অত্যন্ত দুর্নীতি, অনাচার ও কুসংস্কারে ভরে ওঠে। চার্চের যাজকেরা স্বৈরাচারী মনোভাব নিয়ে সাধারণ মানুষের উপর বিভিন্নভাবে শোষণ ও নির্যাতন চালাতে থাকে। যে সংস্থা সাধারণ মানুষের আধ্যাত্মিক মঙ্গলের উদ্দেশ্যে তার কার্যকলাপ পরিচালনা করতো, তা ক্রমে হয়ে ওঠে অমঙ্গলের প্রতীক।
এমত অবস্থায়, ১৫ শতকে নবজাগরণের প্রভাবে ইউরোপের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক জীবনে পরিবর্তনের সাথে সাথে ধর্মীয় জীবনেও এক বিরাট পরিবর্তন আসে। এই সময়ে মানুষের মধ্যে যুক্তিবাদী চিন্তাভাবনার প্রসার ঘটলে তাদের চিন্তাজগতে আলোড়ন সৃষ্টি হয়। এর ফলে সাধারণ মানুষ ক্রমে চার্চ ও যাজকদের দুর্নীতি সম্পর্কে অবহিত হয়ে ওঠে। এবং এ কারণে তারা চার্চের সংস্কার ও সংশোধন করার জন্য এক প্রতিবাদী আন্দোলন গড়ে তোলে। ইউরোপের ইতিহাসে এই আন্দোলন ‘ধর্ম-সংস্কার আন্দোলন’ (Reformation Movements) নামে পরিচিত।
এই সময় ধর্মসংস্কার আন্দোলন ইউরোপের বিভিন্ন দেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। ফলে ইউরোপের আর্থ-সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন সাধিত হয়। একথায়, ধর্মসংস্কার আন্দোলন মধ্যযুগের অবসান ঘটিয়ে ইউরোপে নবজাগরণ প্রসূত যুক্তিবাদী মানসিকতার বিকাশ ঘটায়। মীনাক্ষী ফুকনের কথায়, ধর্মসংস্কার আন্দোলন ইউরোপে মধ্যযুগের অবসান ঘটিয়ে আধুনিক যুগের সূচনা ঘটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল।
-----------xx-----------
এই প্রশ্নটিই অন্য যেভাবে আসতে পারে :
- ইউরোপীয় ধর্মসংস্কার আন্দোলন বলতে কী বোঝো?
- ইউরোপে প্রতিবাদী ধর্ম আন্দোলন বলতে কী বোঝো?
- পোপতন্ত্র কী? পোপতন্ত্র কীভাবে ইউরোপে ধর্ম সংস্কার আন্দোলনের সূচনা করেছিল?
- ইউরোপীয় নবজাগরণ কীভাবে ধর্ম-সংস্কার আন্দোলনের পথ প্রস্তুত করে?
ধর্ম সংস্কার আন্দোলন সম্পর্কে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন :
- ইউরোপীয় ধর্ম-সংস্কার আন্দোলনের পটভূমি আলোচনা করো।
- ধর্মসংস্কার আন্দোলনের জন হাসের ভূমিকা কী ছিল?
- ধর্মসংস্কার আন্দোলনে ইরাসমাসের অবদান কী ছিল?
- মার্টিন লুথারের পঁচানব্বই গবেষণাপত্র কী?
- ওয়ার্মসের সভা কী?
- অগসবার্গের সন্ধির শর্তগুলো কী ছিল?
- অ্যানা ব্যাপস্টিক আন্দোলন কী?
- প্রতিসংস্কার আন্দোলন বলতে কী বোঝো?
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন