অগসবার্গের সন্ধির শর্তগুলো কী ছিল?
অগসবার্গের সন্ধির শর্তগুলো কী ছিল? |
অগসবার্গের সন্ধি :
ধর্মসংস্কার আন্দোলনের মধ্য দিয়ে ইউরোপ মূলত দুটি ধর্ম সম্প্রদায় বিভক্ত হয়ে যায়। একদিকে রোমান ক্যাথলিক সম্প্রদায়, অন্যদিকে ছিল প্রটেস্টান্টরা। ১৫৩০ সালেক্যাথলিক ধর্মাবলম্বী পঞ্চম চার্লস প্রটেস্টেন্ডের ক্যাথলিক চার্চ-এর কাছে আত্মসমর্পণ করার প্রস্তাব দেন। কিন্তু ১৫৩১ খ্রিস্টাব্দে ক্যাথলিক সম্রাট পঞ্চম চার্লসের বিরুদ্ধে প্রোটেস্টানরা রাজারা যুদ্ধ ঘোষণা করে। শেষ পর্যন্ত এই যুদ্ধে সম্রাট পঞ্চম চাল পরাজিত হন। এই প্রেক্ষাপটে ১৫৫৫ সালে প্রোটেস্ট্যান্ট রাজাদের সঙ্গে তিনি সন্ধি করতে বাধ্য হন। এই সন্ধি অগসবার্গের সন্ধি নামে পরিচিত।
অগসবার্গের সন্ধির শর্ত :
এই সন্ধির দ্বারা :
- প্রোটেস্ট্যান্ট চার্চ আইনগত বৈধতা লাভ করে,
- রাজার ধর্ম প্রচার ধর্ম বলে স্বীকৃত হয়,
- বলা হয়, প্রচেস্ট অ্যান্ড চার্চের বিষয় ও অ্যাওয়ার্ড এবং প্রটেস্ট্যান্ট প্রজাদের উপর কোন অত্যাচার করা হবে না।
- যেসব প্রজা রাজার ধর্ম ধর্মকে নিজের ধর্ম বলে মেনে নেবে না তাদের দেশ ত্যাগ করার সুযোগ দিতে হবে।
- যেকোনো ধর্মীয় বিরোধ আলাপ আলোচনার মাধ্যমে মেটাতে হবে।
এক কথায়, অগসবার্গের সন্ধির মাধ্যমে জার্মানিতে প্রোটেস্ট্যান্ট ধর্ম স্বীকৃত ধর্ম হিসেবে জায়গা করে নেয়।
---------xx-------
এই প্রশ্নটি অন্য যেভাবে ঘুরিয়ে আসতে পারে :
- অগসবার্গের সন্ধি কত সালে কাদের মধ্যে সংগঠিত হয়? এই সন্ধির শর্ত কি ছিল?
- অগসবার্গের সন্ধির পটভূমি উল্লেখ করো। এই সন্ধির ফলাফল কি হয়েছিল?
- প্রোটেস্ট্যান্ট ধর্মের ইতিহাসে ১৫৫৫ সাল গুরুত্বপূর্ণ কেন?
- অগসবার্গের সন্ধির সময় জার্মানির সম্রাট কে ছিলেন? জার্মানিতে এই সন্ধির কী প্রভাব পড়েছিল?
ধর্মসংস্কার আন্দোলন সম্পর্কে অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্ন :
- ধর্মসংস্কার আন্দোলনের পিছনে চার্চের ভূমিকা কেমন ছিল?
- পোপ ও রাজার মধ্যে সংঘাত কীভাবে ধর্মসংস্কার আন্দোলনকে প্রভাবিত করেছিলেন?
- মুদ্রণ যন্ত্রের আবিষ্কার ধর্মসংস্কার আন্দোলনকে কীভাবে প্রভাবিত করেছিল?
- ধর্মসংস্কার আন্দোলন কী?
- ধর্মসংস্কার আন্দোলনের জন হাসের ভূমিকা কী ছিল?
- ধর্মসংস্কার আন্দোলনে ইরাসমাসের অবদান কী ছিল?
- মার্টিন লুথারের পঁচানব্বই গবেষণাপত্র কী?
- ওয়ার্মসের সভা কী?
- অগসবার্গের সন্ধির শর্তগুলো কী ছিল?
- অনাব্যাপস্টিক আন্দোলন কী?
- প্রতিসংস্কার আন্দোলন বলতে কী বোঝো?
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন