‘নতুন রাজতন্ত্র’ প্রতিষ্ঠায় সপ্তম হেনবির অবদান কী ছিল?
নতুন রাজতন্ত্র প্রতিষ্ঠায় সপ্তম হেনবির অবদান |
১) ব্যারনদের ক্ষমতা হ্রাস :
এর আগে ইংল্যান্ডের রাজপরিবারগুলোর সঙ্গে বৈবাহিক সম্পর্ক স্থাপন করে সামন্তপ্রভুরা (ব্যারন) নিজেদের ক্ষমতা ও প্রতিপত্তি বৃদ্ধি করতেন। সপ্তম হেনরি এদের পরিবর্তে স্পেন, ফ্রান্স ও স্কটল্যান্ডের রাজপরিবারগুলির সঙ্গে বৈবাহিক সম্পর্ক স্থাপনের নীতি গ্রহণ করেন। ফলে ব্যারনদের ক্ষমতা সীমাবদ্ধ হয়ে যায়।
২) সামন্ত প্রভুদের দমন :
১৪৮৭ সালে তিনি ‘স্টার চেম্বার আইন’ পাস করে সামন্তপ্রভুদের ব্যক্তিগত সেনাবাহিনী রাখার প্রথা পুরোপুরি নিষিদ্ধ করে দেন।
৩) মধ্যবিত্ত শ্রেণীর মর্যাদা বৃদ্ধি :
সরকারি উচ্চপদ ও মন্ত্রীপদে অভিজাত সামন্তদের নিয়োগ না করে তিনি মধ্যবিত্ত শ্রেণির মানুষকে উচ্চপদে নিয়োগের নীতি গ্রহণ করেন। ফলে মধ্যবিত্তের ক্ষমতা বৃদ্ধি পায় এবং ইংল্যান্ডের সামাজিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখা দেয়।
৪) প্রাদেশিক শাসনব্যবস্থায় পরিবর্তন :
সপ্তম হেনরি প্রাদেশিক শাসনব্যবস্থার ক্ষেত্রে পূর্ববর্তী দুর্নীতিপরায়ণ প্রাদেশিক শাসনকর্তাদের অপসারণ করে ‘জাস্টিসেস অফ পিস’ নামে নতুন শাসনকর্তা নিয়োগ করেন। ফলে প্রাদেশিক শাসনব্যবস্থায় প্রভূত উন্নতি ঘটে।
৫) অর্থনৈতিক সংস্কার :
সপ্তম হেনরি পার্লামেন্টের সাহায্যে কর ব্যবস্থায় কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনেন।
- ‘টানেজ’ ও ‘পাউন্ডেজ’ নামে আমদানি ও রপ্তানি দ্রব্যের উপর শুল্ক ধার্য করেন,
- ‘নাইট’ সম্প্রদায়ভুক্ত অভিজাতদের কাছ থেকে ‘বিশেষ ফি’ আদায়ের ব্যবস্থা চালু করেন,
- ‘প্রাচীন আইন ভঙ্গজনিত’ জরিমানা আদায়ের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন
৬) রাজশক্তিকে সুদীর্ঘ করা :
সপ্তম হেনরি গোলাবারুদ ও কামানের যথাযথ ব্যবহারের মাধ্যমে রাজশক্তিকে সুদৃঢ় করে তোলেন। ফলে দীর্ঘদিন ধরে প্রচলিত অরাজক ব্যবস্থা ও শাসনব্যবস্থার দুর্বলতা দূরীভূত হয় এবং ইংল্যান্ডের ইতিহাসে এক ‘নতুন অধ্যায়ের’ সূচনা হয়।
৭) ধর্ম সংস্কার আন্দোলন :
ইউরোপে মুদ্রণযন্ত্রের আবিষ্কার মানুষের মধ্যে যুক্তিবাদী চিন্তাচেতনা ও জ্ঞানবিজ্ঞান চর্চার প্রসার ঘটায়। সপ্তম হেনরি এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে ধর্মসংস্কার আন্দোলনকে উৎসাহিত করেন। ফলে ইংল্যান্ডে পোপের আধিপত্য কমে যায় এবং রাজতন্ত্র শক্তিশালী হয়ে ওঠে।
৮) পার্লামেন্টের ক্ষমতা বৃদ্ধি :
সপ্তম হেনরি সামন্তপ্রভুদের ক্ষমতা হ্রাস করে পার্লামেন্টের ক্ষমতা বৃদ্ধি করেন। ফলে ইংল্যান্ডে নিয়োমতান্ত্রিক রাজতন্ত্র প্রতিষ্ঠার পথ প্রস্তুত হয়।
৯) বিচার ব্যবস্থার মর্যাদা বৃদ্ধি :
সপ্তম হেনরি ‘স্টার চেম্বার আইন’ পাস করে বিচার বিভাগের মর্যাদা বৃদ্ধির চেষ্টা করেন। ফলে বিচার বিভাগের উপর সাধারণ মানুষের আস্থা ফিরে আসে।
সপ্তম হেনরির মূল্যায়ন :
এইভাবে সপ্তম হেনরি রাজতন্ত্র ও অর্থনীতির দুর্বলতা দূর করে টিউডর রাজতন্ত্রকে শক্তিশালী করে তুলেছিলেন। ফলে তাঁর আমলে এক নতুন ইংল্যান্ডের জন্ম হয়, যার মধ্যে লুকিয়ে ছিল নতুন রাজতন্ত্রের বীজ। এবং যার পূর্ণ বিকাশ ঘটেছিল অষ্টম হেনরির আমলে।
----------xx----------
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন