সপ্তম হেনরি কে ছিলেন?
সপ্তম হেনরি কে ছিলেন? |
সপ্তম হেনরি ছিলেন ইংল্যান্ডের টিউডর বংশের প্রথম রাজা, যার প্রকৃত নাম ছিল হেনরি টিউডর। ১৪৮৫ থেকে ১৫০৯ খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি ইংল্যান্ডের রাজা ছিলেন। দীর্ঘ ৩০ বছরের যুদ্ধে, যা ইংল্যান্ডের ইতিহাসের ‘গোলাপের যুদ্ধ’ নামে খ্যাত, ইয়র্ক বংশীয় রাজা তৃতীয় রিচার্ডকে পরাজিত করে ১৪৮৫ সালে ইংল্যান্ডের সিংহাসনে বসেন। শুরু হয় ইংল্যান্ডে নতুন রাজতন্ত্রের যুগ। এই নতুন রাজতন্ত্র ‘নিয়মতান্ত্রিক রাজতন্ত্র’ বা ‘নব্য রাজতন্ত্র’ নামে পরিচিত।
প্রকৃতপক্ষে তাঁর হাত ধরেই ইংল্যান্ডে নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের পথ চলা শুরু হয়। এইসময় তিনি কয়েকটি যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করেন।
- ইংল্যান্ডের শাসন ব্যবস্থায় ব্যারন ও সামন্ত প্রভুদের ক্ষমতা হ্রাস, পার্লামেন্টের ক্ষমতা বৃদ্ধি পায়,
- ইংল্যান্ডের যুক্তিবাদ মাথা তুলে দাঁড়ায়। তারই সূত্র ধরে শুরু হয় ধর্ম সংস্কার আন্দোলন। জন্ম নেয় প্রোটেস্ট্যান্ট ধর্মীয় মতবাদ।
- শাসন ব্যবস্থায় মধ্যবিত্ত শ্রেণীর ক্ষমতা ও মর্যাদা বৃদ্ধি পায়,
- বিচার বিভাগের মর্যাদা বৃদ্ধি পায় এবং বিচার ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা প্রতিষ্ঠিত হয়।
প্রকৃতপক্ষে, সপ্তম হেনরির রাজত্বকালে ইংল্যান্ডে রাজতন্ত্রের নিরঙ্কুশ ক্ষমতা প্রতিষ্ঠিত হয় এবং নব্য রাজতন্ত্র (নিয়মতান্ত্রিক রাজতন্ত্র) প্রতিষ্ঠার ভিত্তি স্থাপিত হয়। পুত্র অষ্টম হেনরির সময়ে তা পূর্ণাঙ্গ রূপ পায় এবং তিনি ‘নব্য রাজতন্ত্রের প্রকৃত প্রতিষ্ঠাতা’ রূপে পরিচিতি পান। টমাস ক্রোমওয়েলের আমলে এই নব্য রাজতন্ত্রের চরম প্রকাশ ঘটে।
---------xx-------
বিকল্প প্রশ্ন সমূহ :
- সপ্তম হেনরি কোন বংশের রাজা ছিলেন? তাঁর প্রকৃত নাম কী ছিল?
- ইংল্যান্ডে ‘নিয়মতান্ত্রিক রাজতন্ত্রে’র প্রতিষ্ঠাতা কে ছিলেন? এই রাজতন্ত্রের প্রধান বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো।
- ‘গোলাপের যুদ্ধ’ বলতে কী বোঝো? এই যুদ্ধের মাধ্যমে ইংল্যান্ডের শাসনব্যবস্থায় কী ধরনের পরিবর্তন এসেছিল?
- ‘নব্য (নতুন) রাজতন্ত্র’ বলতে কী বোঝো? নব্য রাজতন্ত্রের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন?
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন