ধর্মসংস্কার আন্দোলনের পটভূমি আলোচনা করো। ধর্মসংস্কার আন্দোলনের পটভূমি খ্রিস্টীয় ষোড়শ শতকে ইউরোপে প্রচলিত পোপতন্ত্র এবং রোমান ক্যাথলিক চার্চের কুসংস্কার, অন্ধবিশ্বাস, দুর্নীতি, অনাচার ও স্বৈরাচারের বিরুদ্ধে এক তীব্র সংস্কার আন্দোলন শুরু হয়। খ্রিষ্টান ক্যাথলিক চার্চ-বিরোধী এই আন্দোলন ‘ ধর্মসংস্কার আন্দোলন ’ নামে পরিচিত। কোন কোন ঐতিহাসিক এই ঘটনাকে ‘ ধর্মবিপ্লব’ বলেও অভিহিত করেছেন। ধর্মসংস্কার আন্দোলনের পটভূমি : কোন একটি নির্দিষ্ট কারণে ধর্মসংস্কার আন্দোলনের সূচনা হয়নি। এর পিছনে ছিল বিভিন্ন রকমের আর্থ-সামাজিক , সাংস্কৃতিক ও রাজনৈতিক কারণ। ১) নবজাগরণের প্রভাব : খ্রিস্টীয় পঞ্চদশ শতকের ইউরোপে, বিশেষ করে ইতালিকে কেন্দ্র করে, ইউরোপীয় চিন্তা-জগতে ‘ নবজাগরণ ’ ঘটে। ফলে মানুষ যুক্তিবাদী হয়ে ওঠে। এই যুক্তিবাদী মানুষের মধ্যে স্বাধীনচিন্তা, সমালোচনামূলক মনোভাব, ব্যক্তি স্বাধীনতা ইত্যাদি গড়ে ওঠায় তারা গির্জার দুর্নীতি , অনাচার ও স্বৈরাচারী মনোভাব- এর বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস পায়। ২) স্কুলমেন দর্শনের প্রভাব : ইউরোপে একাদশ দ্বাদশ শতকে খ্রিস্টানধর্মকে যুক্তি-তর...
নবম শ্রেণি । দশম শ্রেণি । একাদশ শ্রেণি । দ্বাদশ শ্রেণি । বিএ (পাস ও অনার্স) । মকটেস্ট । QUESTION BANK
একাদশ শ্রেণির ইতিহাস : প্রশ্ন ও উত্তর