ক্রুসেড কী? ক্রুসেডের উদ্দেশ্য কী ছিল?
ক্রুসেড বলতে কী বোঝো?
ক্রুসেড কী? ক্রুসেডের উদ্দেশ্য কী ছিল? |
‘ক্রুসেড’ কথার অর্থ হলো ধর্মযুদ্ধ। খ্রিস্টধর্মের প্রবর্তক যীশু খ্রীষ্টের জন্মস্থান হিসেবে খ্যাত জেরুজালেম খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষের কাছে ‘পবিত্র ভূমি’ বলে বিবেচিত হয়।
কিন্তু ইসলাম ধর্মের আবির্ভাবের পর প্রথমে খলিফা ওমর জেরুজালেম এবং পরবর্তীকালে ১০৭১ সালে তুর্কি শাসক আলাপ আর্সলান জেরুজালেম সহ সমগ্র প্যালেস্টাইন দখল করে নেয়। ইউরোপের খ্রিস্ট ধর্মাবলম্বী শাসক আলেক্সিয়াস কমনিনাস ও পোপ দ্বিতীয় আরবান এই পবিত্র ভূমি পুনরুদ্ধারের উদ্দেশ্যে তুর্কি সুলতানদের বিরুদ্ধে ১০৯৬ থেকে ১২৯১ সাল পর্যন্ত প্রায় ২০০ বছর ধরে যুদ্ধ অভিযান পরিচালনা করে। এই ধর্মীয় যুদ্ধ অভিযান ‘ক্রুসেড’ বা ‘ধর্মযুদ্ধ’ নামে পরিচিত।
ক্রুসেডের উদ্দেশ্য :
সুতরাং ক্রুসেডের প্রধান উদ্দেশ্য ছিল তুর্কিদের হাত থেকে জেরুজালেম উদ্ধার ও তার পবিত্রতা রক্ষা করা। তবে, ক্রুসেডের কারণ বিশ্লেষণ করলে এর আরও কিছু উদ্দেশ্য স্পষ্ট হয়ে ওঠে :
- পূর্ব রোমান সাম্রাজ্যকে তুর্কিদের হাত থেকে রক্ষা করা,
- পোপের হারানো গৌরব ও মর্যাদা পুনরুদ্ধার করা,
- প্রাচ্যের সঙ্গে বাণিজ্যের অধিকার পেতে আরব বণিকদের হটিয়ে ভূমধ্যসাগরীয় অঞ্চলে ইতালির বণিকদের কর্তৃত্ব স্থাপন করা,
- প্রাচ্যের দেশগুলি জয় করে সেখানে সামন্ত প্রথার প্রসার ঘটিয়ে সামন্ত প্রভুদের আর্থিক সমৃদ্ধি ঘটানো,
- ভূমিদাসরা ক্রুসেডের যোগ দেওয়ার বিনিময় সামন্ত প্রভুদের অত্যাচার ও করের হাত থেকে মুক্ত হয়ে স্বাধীন কৃষকে পরিণত হতে চেয়েছিল,
- অভিজাত শ্রেণীর মানুষেরা আরও ধন-সম্পদ হস্তগত করে নিজেদের প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি করা,এবং
- সাধারণ মানুষ যুদ্ধে শহীদ হওয়ার বিনিময় স্বর্গলাভের আশাকে নিশ্চিত করা।
বস্তুত, সামন্ত রাজা, পোপ, বণিক বা ব্যবসায়ী, অভিজাতক শ্রেণি এবং সর্বোপরি সাধারণ মানুষ প্রত্যেকেই তাদের নিজস্ব স্বার্থ সিদ্ধ করার উদ্দেশ্য নিয়ে ক্রুসেডে যোগ দিয়েছিলেন। ক্রিস্টোফার ব্রুকসের মতে, দ্বিতীয় আরবান এর কাছে ক্রুসেড ছিল একটি আত্মরক্ষামূলক সামরিক অভিযান, যার মধ্যে ধর্মীয় উন্মাদনা জুড়ে দেয়া হয়েছিল।
----------xx---------
এই প্রশ্নের বিকল্প প্রশ্নগুলি হল :
- ‘ক্রুসেড’ কথার অর্থ কী? ক্রুসেডের প্রাথমিক কারণ কী ছিল?
- কাকে, কেন খ্রিস্টানদের ‘পবিত্র ভূমি’ বলা হয়? এই পবিত্র ভূমি উদ্ধারকে কেন্দ্র করে কীভাবে ক্রুসেড শুরু হয়েছিল?
- ক্রুসেডের সময় তুর্কি সুলতানের নাম কি ছিল? তাঁর বিরুদ্ধে কারা কী উদ্দেশ্য নিয়ে ক্রুসেডে অংশ নেয়?
ক্রুসেড সংক্রান্ত অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর :
- কোন্ ক্রুসেটকে কেন ‘জনগণের ক্রুসেড’ বলা হয়?
- ক্রুসেডের প্রত্যক্ষ কারণ কী ছিল?
- ক্রুসেড সংগঠনে পোপ দ্বিতীয় আরমানের ভূমিকা কী ছিল?
- ক্রুসেডের দুটি প্রভাব ও ফলাফল লেখো।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন