ম্যাকিয়াভেলির রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো।
ম্যাকিয়াভেলির রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য |
মেকিয়াভেলি হচ্ছেন একজন আদি-আধুনিক (Early Modern) রাষ্ট্রচিন্তাবিদ। জন্ম ইতালির ফ্লোরেন্স শহরে, ১৪৬৯ সালে। তিনি ছিলেন একাধারে একজন কৃতি নাট্যকার, ঐতিহাসিক ও রাষ্ট্রচিন্তাবিদ। আধুনিক রাষ্ট্রচিন্তার ভিত্তি প্রতিষ্ঠার কারণে তিনি ‘আধুনিক রাষ্ট্রচিন্তার জনক’ হিসাবে খ্যাতি লাভ করেছেন।
মেকিয়াভেলির রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য :
নিকোলো মেকিয়াভেলি তাঁর বিখ্যাত গ্রন্থ ‘দ্য প্রিন্স’-এ আধুনিক রাষ্ট্রচিন্তার কিছু বৈশিষ্ট্য উল্লেখ করেছেন।
১) মানব প্রকৃতি :
‘দা প্রিন্স’ গ্রন্থে ম্যাকিয়াভেলি মানুষকে একটি আত্মকেন্দ্রিক, স্বার্থপর, লোভী, সুবিধাবাদী ও ন্যায়নীতিবোধহীন চরিত্ররূপে বর্ণনা করেছেন। তিনি লিখেছেন, এই কারণে মানুষে মানুষে বিবাদ ও সংঘর্ষ দেখা দেয় এবং রাষ্ট্রে বিশৃঙ্খলা তৈরি হয়।
২) ধর্ম ও নীতিবোধ :
ম্যাকিয়াভেলি ধর্ম ও নীতিবোদের সঙ্গে রাষ্ট্রনীতির পার্থক্য সুস্পষ্ট করেছেন। তাঁর মতে শাসক তাঁর ব্যক্তিগত ধর্মবিশ্বাস ও নীতিবোধের উর্ধ্বে উঠে কঠোরভাবে রাষ্ট্র পরিচালনা করবেন।
৩) রাষ্ট্রক্ষমতার তত্ত্ব :
মেকিয়াভেলি সর্বপ্রথম রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতার তত্ত্ব প্রচার করেন। তাঁর মতে, একমাত্র রাষ্ট্রই সার্বভৌম ক্ষমতার অধিকারী এবং মানুষের ব্যক্তিগত সম্পত্তি সংরক্ষণ এবং জীবনের নিরাপত্তা বিধানই তার প্রধান কাজ। মূলত এই উদ্দেশ্যেই রাষ্ট্রের উৎপত্তি।
৪) রাষ্ট্রের বৈশিষ্ট্য :
মেকিয়াভেলি তাঁর গ্রন্থে রাষ্ট্রের কিছু বৈশিষ্ট্যের উল্লেখ করেছেন। এগুলি হল —
- ধর্মনিরপেক্ষ নীতি অনুসরণ করা,
- মানুষের জান-মালের নিরাপত্তা বিধান করা,
- নিরন্তর ক্ষমতা বৃদ্ধির চেষ্টা চালানো,
- সরকারের জনপ্রিয়তা বৃদ্ধির লক্ষ্যে কাজ করা এবং
- প্রশাসনে জনগণের অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করা।
৬) রাজতন্ত্রের স্বরূপ : মেকিয়াভেলি রাজতন্ত্রকে একটি সাহসী, দৃঢ় ও শৌর্যবীর্য সম্পন্ন বীরত্বের প্রতীক হিসেবে উপস্থাপন করেছেন। এখানে রাজা হচ্ছেন এমন একজন ব্যক্তিত্ব, যিনি
- দ্রুত সিদ্ধান্ত গ্রহণ,
- শক্তিশালী প্রতিরক্ষা বাহিনী গঠন,
- বিরোধী শক্তিকে কঠোর হাতে দমন এবং
- নিজেকে জনগণের কাছে জনপ্রিয় করে তোলার চেষ্টা করবেন। সেই সঙ্গে
- তিনি নিজে একজন দক্ষ যোদ্ধা হবেন।
৮) ভালো মন্দের বিশ্লেষণ : তিনি সিসেরোর ‘প্রাকৃতিক আইন’ তত্ত্বের বিরোধিতা করেছেন। তাঁর মতে, যে বিষয়গুলি রাষ্ট্র বা সমাজের স্বার্থ রক্ষা করে, তা-ই ভালো, আর যেগুলো তা করে না, সেগুলোই মন্দ।
গভীরভাবে বিশ্লেষণ করলে মেকিয়াভেলির রাষ্ট্রতত্ত্বে কিছু সীমাবদ্ধতা লক্ষ্য করা যায়। তা সত্ত্বেও আধুনিক রাষ্ট্রতত্ত্বের উদ্ভব ও বিকাশের তাঁর অবদান অনস্বীকার্য। প্রকৃত অর্থেই তিনি ছিলেন আধুনিক রাষ্ট্রচিন্তার পথপ্রদর্শক।
-------xx------
বিকল্প প্রশ্ন সমূহ : এভাবেও আসতে পারে
- ম্যাকিয়াভেলি কে ছিলেন? তাঁর লেখা ‘দ্য প্রিন্স’ গ্রন্থের বিষয়বস্তু সংক্ষেপে লেখো।
- কাকে, কেন ‘আধুনিক রাষ্ট্রচিন্তা জনক’ বলা হয়?
- আধুনিক রাষ্ট্রতত্ত্বের উদ্ভব ও বিকাশের মেকিয়াভেলির অবদান সংক্ষেপে লেখো।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন